মালিতে ফরাসি বিমানহানায় মৃত ৫০ জিহাদি
৩ নভেম্বর ২০২০অপারেশন হয়েছিল গত সপ্তাহে। ফরাসি সরকার জানিয়েছে, বিমান-হানায় অন্ততপক্ষে ৫০ জন জঙ্গির মৃত্যু হয়েছে। সকলেই আল কায়দার এবং এর ফলে ওই জঙ্গি সংগঠনের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সরকারের দাবি।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি বলেছেন, ''খুবই গুরুত্বপূর্ণ একটা অপারেশনের খবর আপনাদের জানাতে চাই। গত ৩০ অক্টোবর এই অপারেশন হয়েছে। ৫০ জনেরও বেশি জিহাদির মৃত্যু হয়েছে। প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। পাঁচজন জঙ্গিকে ধরাও সম্ভব হয়েছে। বিস্ফোরক ও সুইসাইড ভেস্টও উদ্ধার করা হয়েছে।''
যে জায়গায় ফরাসি অপারেশন হয়েছে, তা বুরকিনা ফাসো ও নাইজার সীমান্তের কাছে এবং সেখানে সরকারি বাহিনীর সঙ্গে মুসলিম বিদ্রোহীদের লড়াই চলছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ড্রোনে দেখা যায়, তিনটি সীমান্ত এলাকায় মোটরসাইকেলে করে প্রচুর বিদ্রোহী যাচ্ছে। এরপর দুইটি মিরাজ যুদ্ধবিমানে করে ফরাসি সেনাকে সেখানে পাঠানো হয়। সেই সঙ্গে একটি ড্রোনও ব্যবহার করা হয় ক্ষেপনাস্ত্র ছোড়ার জন্য।
প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই বিদ্রোহীদের সঙ্গে আল কায়দা ও সাপোর্ট গ্রুপ ফর ইসলাম অ্যান্ড মুসলিমস(জিআইএসএম)-এর যোগ আছে।
নাইজারের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেখানে গেছেন। মালিতে দুইশ জন জেলবন্দির মুক্তির বিনিময়ে বিদ্রোহীদের কাছ থেকে চার ফরাসির মুক্তি নিশ্চিত করেছে সরকার।
ওই অঞ্চলে বিদ্রোহীদের মোকাবিলায় ফ্রান্স পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে।
জিএইচ/এসজি(এএফপি, রয়টার্স)