1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালির জন্য আর্থিক সহায়তা

২৯ জানুয়ারি ২০১৩

আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা ও তাদের ঘনিষ্ঠ উগ্রপন্থিদের আপাতত কিছুটা কোণঠাসা করা গেছে বটে, কিন্তু দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা ও সহায়তার বিষয়ে আলোচনা করছে আন্তর্জাতিক মহল৷

ছবি: picture-alliance/dpa

ফ্রান্সের সেনাবাহিনী ঠিক সময়ে মালিতে হস্তক্ষেপ না করলে ইসলামি উগ্রপন্থিদের দমন করা সম্ভব হতো না – মালি সহ আন্তর্জাতিক মহলে এ নিয়ে তেমন কোনো সন্দেহ নেই৷ কিন্তু ফ্রান্স তার সামরিক ও আর্থিক শক্তি নিয়ে এগিয়ে এলেও ফরাসি সেনারা অনির্দিষ্ট কালের জন্য মালিতে থাকতে আসে নি৷ আঞ্চলিক জোট একোওয়াস-এর এক শান্তি বাহিনী মালিতে মোতায়েন করা হবে, এমনটাই স্থির হয়েছে৷ তবে এখনো পর্যন্ত তাদের একটা সামান্য অংশ মালিতে এসে পৌঁছেছে৷ মালির উত্তরে উগ্রপন্থিদের দমন করে সে দেশের সার্বভৌমত্ব অক্ষত রাখার উদ্যোগ নেবে এই অভিযান৷

একোওয়াস মনে করছে, সামরিক অভিযানের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৭২ কোটি ইউরোছবি: Reuters

এমন এক সামরিক অভিযানের ব্যয়ভারের বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অভিযানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে৷ আফ্রিকান ইউনিয়নের (এইউ) সূত্র অনুযায়ী এর জন্য প্রায় ৪৬ কোটি ইউরো ব্যয় হবে৷ এর মধ্যে এইউ ৫ কোটি ইউরো ব্যয় করবে৷ তবে একোওয়াস মনে করছে, সামরিক অভিযানের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৭২ কোটি ইউরো৷

এমন প্রেক্ষাপটেই ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় চলছে দাতা দেশগুলির একটি সম্মেলন৷ আফ্রিকান ইউনিয়নের দুই দিন ব্যাপী শীর্ষ সম্মেলনের শেষেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ এইউ-র সদর দপ্তরে অনেক দেশ ও সংগঠনের প্রতিনিধিদের আগ্রহ দেখে সন্তুষ্ট মালির পররাষ্ট্রমন্ত্রী টিমান কুলিবালি৷ আফ্রিকার দেশগুলি ছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশ নিচ্ছে৷

জার্মানি মালিতে একোওয়াস-এর সামরিক অভিযানের জন্য ২ কোটি ইউরো ধার্য করেছে৷ ইউরোপীয় ইউনিয়ন ৫ কোটি ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে৷ এর একটা অংশও জার্মানি বহন করবে৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ