1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালির জন্য আর্থিক সহায়তা

২৯ জানুয়ারি ২০১৩

আফ্রিকার দেশ মালিতে আল-কায়েদা ও তাদের ঘনিষ্ঠ উগ্রপন্থিদের আপাতত কিছুটা কোণঠাসা করা গেছে বটে, কিন্তু দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখা ও সহায়তার বিষয়ে আলোচনা করছে আন্তর্জাতিক মহল৷

ছবি: picture-alliance/dpa

ফ্রান্সের সেনাবাহিনী ঠিক সময়ে মালিতে হস্তক্ষেপ না করলে ইসলামি উগ্রপন্থিদের দমন করা সম্ভব হতো না – মালি সহ আন্তর্জাতিক মহলে এ নিয়ে তেমন কোনো সন্দেহ নেই৷ কিন্তু ফ্রান্স তার সামরিক ও আর্থিক শক্তি নিয়ে এগিয়ে এলেও ফরাসি সেনারা অনির্দিষ্ট কালের জন্য মালিতে থাকতে আসে নি৷ আঞ্চলিক জোট একোওয়াস-এর এক শান্তি বাহিনী মালিতে মোতায়েন করা হবে, এমনটাই স্থির হয়েছে৷ তবে এখনো পর্যন্ত তাদের একটা সামান্য অংশ মালিতে এসে পৌঁছেছে৷ মালির উত্তরে উগ্রপন্থিদের দমন করে সে দেশের সার্বভৌমত্ব অক্ষত রাখার উদ্যোগ নেবে এই অভিযান৷

একোওয়াস মনে করছে, সামরিক অভিযানের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৭২ কোটি ইউরোছবি: Reuters

এমন এক সামরিক অভিযানের ব্যয়ভারের বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই অভিযানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে৷ আফ্রিকান ইউনিয়নের (এইউ) সূত্র অনুযায়ী এর জন্য প্রায় ৪৬ কোটি ইউরো ব্যয় হবে৷ এর মধ্যে এইউ ৫ কোটি ইউরো ব্যয় করবে৷ তবে একোওয়াস মনে করছে, সামরিক অভিযানের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৭২ কোটি ইউরো৷

এমন প্রেক্ষাপটেই ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় চলছে দাতা দেশগুলির একটি সম্মেলন৷ আফ্রিকান ইউনিয়নের দুই দিন ব্যাপী শীর্ষ সম্মেলনের শেষেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ এইউ-র সদর দপ্তরে অনেক দেশ ও সংগঠনের প্রতিনিধিদের আগ্রহ দেখে সন্তুষ্ট মালির পররাষ্ট্রমন্ত্রী টিমান কুলিবালি৷ আফ্রিকার দেশগুলি ছাড়াও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র এই সম্মেলনে অংশ নিচ্ছে৷

জার্মানি মালিতে একোওয়াস-এর সামরিক অভিযানের জন্য ২ কোটি ইউরো ধার্য করেছে৷ ইউরোপীয় ইউনিয়ন ৫ কোটি ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে৷ এর একটা অংশও জার্মানি বহন করবে৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ