যুক্তরাষ্ট্র-ভিত্তিক ন্যায্য শ্রম সংগঠন ‘ভেরিটে’-র একটি জরিপ অনুযায়ী, মালয়েশিয়ার ইলেকট্রনিক্স শিল্পের সাড়ে তিন লাখ কর্মীর প্রায় এক-তৃতীয়াংশ যে পরিবেশ ও পরিস্থিতিতে কাজ করেন, তা ‘আধুনিক দাসত্বের’ সমতুল৷
বিজ্ঞাপন
মালয়েশিয়ার ইলেকট্রনিক্স শিল্পের অন্তত ২৮ শতাংশ কর্মী – বিশেষ করে যাঁরা কাছাকাছি দরিদ্র দেশগুলো থেকে কাজের আশায় এসেছেন – সে ধরনের কর্মীরা দালাল ও দালালি সংস্থাদের বিপুল পরিমাণ ‘রিক্রুটমেন্ট ফি' দিতে গিয়ে যে ঋণ করে বসেন, তা শোধ না করতে পেরে বস্তুত ‘ক্রীতদাস' হয়ে যান৷
ভেরিটে-র এই জরিপ ফরমায়েশ করেছিলেন নাকি খোদ মার্কিন সরকার৷ প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ফোর্সড লেবার' বা জোরজবরদস্তি করে আদায় করা শ্রম থেকে নির্মিত পণ্য আমদানি করা নিষেধ৷ অথচ ভেরিটে মালয়েশিয়ার সব মুখ্য ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী এলাকাগুলিতে জরিপ করে, সব ধরনের ইলেকট্রনিক পণ্যের কোম্পানি যাচাই করে, বিভিন্ন নাগরিকত্বের পুরুষ এবং নারী শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে যে, ‘ফোর্সড লেবার প্রায় সর্বত্র বর্তমান৷ অর্থাৎ ‘আধুনিক দাসত্বের' এই সব নিদর্শন একক বা বিক্ষিপ্ত নয়, বরং ব্যাপক ও সর্বজনগ্রাহ্য৷
অ্যাপল-এর ‘স্মার্ট ওয়াচ’
স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল৷
ছবি: Getty Images
অ্যাপল ওয়াচ
স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ এবং আইফোন-এর বড় আকারের দুটো নতুন মডেল ‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল৷ সৃষ্টিশীলতায় নিজেদের সুনাম ফিরিয়ে আনার প্রত্যয়ে অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে এই ঘোষণা দেন৷
ছবি: Reuters/S. Lam
অ্যাপল পে
অ্যাপল-এর নতুন সেবা ‘অ্যাপল পে’ সম্পর্কেও অত্যন্ত আশাবাদী কোম্পানিটির সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) টিম কুক৷ কুপারটিনো শহরের ফ্লিন্ট সেন্টারে নতুন পণ্য সামগ্রীর মোড়ক উন্মোচনে আয়োজিত ঐ জাঁকজমকপুর্ণ অনুষ্ঠানে কুক বলেন, এটা অচিরেই ক্রেতাদের ‘মানিব্যাগের বিকল্প’ হয়ে উঠবে৷
ছবি: Reuters/S. Lam
নতুন অভিযাত্রা
আইপ্যাড-এর পর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’-ই বাজারে অ্যাপল-এর প্রথম নতুন পণ্য৷ অ্যাপল-এর সহ-প্রতিষ্ঠাতা ‘আইগড’ নামে খ্যাত স্টিভ জবসের মৃত্যুর প্রায় তিন বছর পর বাজারে এই স্মার্টওয়াচ ছাড়ার মধ্য দিয়ে কোম্পানিটির নতুন অভিযাত্রা শুরু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা৷
ছবি: Getty Images/J. Sullivan
দাম, ৩৪৯ মার্কিন ডলার
‘অ্যাপল ওয়াচ’-এর জন্য নিদেনপক্ষে আইফোন ৫-এর প্রয়োজন হবে৷ অর্থাৎ আইফোন ৩, ৩এস, ৪, ৪এস-এর সঙ্গে এই ঘড়ি চলবে না৷ ঘড়িটির দাম হবে ৩৪৯ মার্কিন ডলার৷ তবে ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ঘড়িগুলোর দাম অবশ্য এর থেকে বেশি হবে৷ ‘সোয়েট প্রুফ’ অ্যাপেল ওয়াচ ২০১৫-এর আগে বাজারে ছাড়ার সম্ভাবনা নেই৷
ছবি: Reuters/S. Lam
স্বাস্থ্য সেবা
অ্যাপল-এর স্মার্টঘড়ি ‘অ্যাপল ওয়াচ’ কিছু অত্যাধুনিক ‘অ্যাপ্লিকেশন’-এর মাধ্যমে স্বাস্থ্য এবং ফিটনেস ট্র্যাকারের কাজ করবে৷ বলা বাহুল্য, এই কাজটা অ্যাপেল ওয়াচ করবে আইফোন ৫ অথবা তার থেকে আধুনিক আইফোন-এর সঙ্গে যুক্ত থেকে৷
ছবি: picture-alliance/dpa/J.Taggart
‘আইফোন ৬’ ও ‘আইফোন ৬ প্লাস’
অক্টোবরে বাজারে আসছে উন্নততর স্ক্রিন রেজোলিউশনসহ আইফোন-এর বড় আকারের নতুন মডেল ‘আইফোন ৬’ এবং ‘আইফোন ৬ প্লাস’৷ ‘আইফোন ৬’-এর আকার ৪.৭ ইঞ্চি এবং ‘আইফোন ৬ প্লাস’-এর আকার ৫.৫ ইঞ্চি৷ বলা বাহুল্য, নানা ধরনের নতুন অ্যাপ্লিকেশন ও নানা সুযোগ-সুবিধা রয়েছে এই মডেলগুলোতে৷
ছবি: Getty Images/J. Sullivan
পণ্য ব্যবহারেই চমকের উপলব্ধি
দীর্ঘ প্রতীক্ষার পর চমকের পর চমকে ভরা ছিল অ্যাপল-এর এই মহা ধুমধামের আয়োজন৷ তবে আসল চমকগুলোর জন্য মনে হয় ক্রেতাদের এ সব পণ্য ব্যবহারের স্বাদ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই!
ছবি: Getty Images
7 ছবি1 | 7
গ্লোবাল সাপ্লায়ার
ভেরিটে সারা দেশে ৫০১ জন কারখানা শ্রমিকের সাক্ষাৎকার নেয়৷ মনে রাখা দরকার, এক হিসেবে মালয়েশিয়ার ইলেকট্রনিক্স শিল্প একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল সাপ্লায়ার: তারা সেমিকন্ডাক্টর, কম্পিউটার পেরিফেরাল্স বা আনুষঙ্গিক, ইলেকট্রনিক্স ভোগ্যপণ্য, টেলিযোগাযোগের সরঞ্জাম এবং অনুরূপ অনেক কিছু উৎপাদন করে থাকে৷ এই শিল্পের খরিদ্দারদের মধ্যে রয়েছে অ্যাপল, স্যামসাং, সোনি এবং অন্যান্য গ্লোবাল ব্র্যান্ড৷ কিন্তু মালয়েশিয়ার এই বাণিজ্যিক সাফল্যের মূল্য দিতে হচ্ছে ইন্দোনেশিয়া, নেপাল, ভারত, ভিয়েতনাম, বাংলাদেশ অথবা মিয়ানমার থেকে আসা দরিদ্র ও বিপন্ন বিদেশি শ্রমিকদের৷
নামি ব্র্যান্ড, দামি ব্র্যান্ড
পৃথিবীর মানুষ এদের এক নামে চেনে৷ নতুন পণ্য বাজারে এলে লাইন দিয়ে কেনে৷ লাভের হিসাব আর ভোক্তাদের মতামতের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলোর এই তালিকা প্রকাশ করেছে ইকুইটি ডেটাবেজ ‘ব্র্যান্ডজি’ ৷
আইফোন, আইপ্যাড আর ম্যাক কম্পিউটারের বিপুল জনপ্রিয়তায় গত তিন বছর এ তালিকার শীর্ষে থাকা ‘অ্যাপল’ এবার নেমে এসেছে দ্বিতীয় অবস্থানে৷ গতবারের তুলনায় প্রায় ২০ শতাংশ কমে প্রতিষ্ঠানটির ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ১৪৮ বিলিয়ন ডলারে৷
ছবি: picture-alliance/dpa
বিজনেস মেশিন
হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি থেকে শুরু করে হোস্টিং এবং কনসাল্টিং সার্ভিস – সবই করে ‘আইবিএম’৷ ব্র্যান্ডজি-র তালিকার তৃতীয় অবস্থানে থাকা এ কোম্পানি চলতি বছর ডেটা সেন্টার ও ক্লাউড স্টোরেজের ব্যবসায় আরো ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে৷ আইবিএম-এর ব্র্যান্ড ভ্যালু ১০৮ বিলিয়ন ডলার৷
ছবি: picture alliance / dpa
সফটওয়্যার ডাইনোসর
অনেক জল গড়িয়েছে, কিন্তু সফটওয়্যারের বাজারে ‘মাইক্রোসফট’-এর একক আধিপত্য এখনো অটুট৷ গত এক বছর এই অ্যামেরিকান প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু ৩০ শতাংশ বেড়ে হয়েছে ৯০ বিলিয়ন ডলার৷ ব্র্যান্ডজি-র হিসাবে, গত কিছুদিনে প্রযুক্তি ব্যবসার কোম্পানিগুলোই সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে৷
ছবি: picture-alliance/dpa
আই’অ্যাম লাভিং ইট
কারো হৃদয়ে পৌঁছানোর সবচেয়ে সহজ পথটি গেছে তাঁর পাকস্থলির মধ্য দিয়ে – এই সত্যটি ‘ম্যাকডোনাল্ডস’ ভালোই জানে৷ ভোক্তাদের ক্ষুধা মিটিয়ে বিপুল টাকা কামিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এই ‘ফুড চেইন’, তাদের ব্র্যান্ড ভ্যালু দাঁড়িয়েছে ৮৫ বিলিয়ন ডলারে৷ অবশ্য টাকার এই পরিমাণ গত বছরের তুলনায় ৫ শতাংশ কম৷
ছবি: DW/A. Brenner
কোমল পানীয় হাতে হাতে
পৃথিবীর মাত্র দুটি দেশে ‘কোকা-কোলা’ বিক্রি হয় না – একটি কিউবা, অন্যটি উত্তর কোরিয়া৷ বাকি বিশ্বের ছেলে-বুড়ো সবার কাছে পরিচিত এই কোমল পানীয় কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ৮০ বিলিয়ন ডলার৷ ব্র্যান্ডজি-র তালিকায় কোকা-কোলার অবস্থান ৬ নম্বরে৷
ছবি: DW/P. Hille
জার্মান ব্র্যান্ড
জার্মান কোম্পানিগুলোর মধ্যে ব্র্যান্ডজি-র বিচারে সবচেয়ে এগিয়ে আছে ‘এসএপি’৷ এই সফটওয়্যার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ৩৬ বিলিয়ন ডলার৷ শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকায় থাকা অন্য জার্মান কোম্পানিগুলো হলো – ডয়চে টেলিকম (২৭তম), বিএমডাব্লিউ (৩২তম), মার্সিডিজ বেঞ্জ (৪২তম), সিমেন্স (৫৯তম) ও ডিএইচএল (৭৩তম)৷ আর ১০০তম অবস্থানে থাকা সুপারমার্কেট চেইন আলডি-র ব্র্যান্ড ভ্যালু সাড়ে ৯ বিলিয়ন ডলার৷
ছবি: picture-alliance/dpa
দুই চমক
গত এক বছরে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘ফেসবুক’-এর ব্র্যান্ড ভ্যালু ৬৮ শতাংশ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার হয়েছে৷ তারপরও ব্র্যান্ডজি-র তালিকায় ফেসবুকের অবস্থান ২১ নম্বরে৷ চলতি বছর সবচেয় বড় চমক দেখিয়েছে চীনা ইন্টারনেট কোম্পানি ‘টেনসেন্ট’৷ গত এক বছরে এ কোম্পানির ব্র্যান্ড ভ্যালু দ্বিগুণ বেড়ে ৫৪ বিলিয়ন ডলার হয়েছে৷ তালিকায় টেনসেন্ট রয়েছে চতুর্দশ স্থানে৷
ছবি: picture-alliance/dpa
হাওয়াই মিঠাই
শীর্ষ ১০০ ব্র্যান্ডের তালিকায় এবারের নতুন নামটি ‘টুইটার’৷ ১৩ বিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে প্রথমবারেই এ সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানি উঠে এসেছে তালিকার ৭১তম অবস্থানে৷ যদিও কেউ ঠিকঠাক জানে না, এ কোম্পানির লাভটা কীভাবে আসছে৷
ছবি: Reuters
9 ছবি1 | 9
বিপদটা প্রথমেই ঘটে চাকরি পাবার জন্য রিক্রুটমেন্ট ফি দিতে হয় বলে, যা কিনা – বিদেশে – এক মাসের মাইনে পর্যন্ত হতে পারে৷ দেশ ছাড়ার আগে এবং মালয়েশিয়ার পৌঁছানোর পরে, উভয় স্থানেই দালালদের কমিশন দিতে হয় – যার জন্য ঋণ করতে হয়, যেমন দেশে, তেমনই বিদেশে৷ এবং বিদেশি শ্রমিকরা যে শত জ্বালা, শত বঞ্চনা সত্ত্বেও বিদেশে চাকুরি আঁকড়ে পড়ে থাকেন, তার একটা কারণ হলো এই ঋণ৷ অপরদিকে বিদেশে চাকুরি প্রার্থীদের কাজের পরিবেশ, বেতনের পর্যায়, চাকুরি ছাড়ার শর্ত ইত্যাদি ব্যাপারে প্রায়শই ভুল কথা বলা হয় – এক কথায়, ভ্রান্ত করা হয়৷
ভেরিটে-র জরিপে বিদেশি শ্রমিকদের অনেকে বলেছেন, তাঁরা ওভারটাইম করতে বাধ্য, বলে তাঁরা মনে করেন৷ ৩৮ শতাংশ জানিয়েছেন, রাতে তাঁরা ছোট ছোট ঘরে আটজন করে ঘুমান, ঘরে প্রায় হাঁটাচলা করার মতো জায়গা থাকে না৷ ৯৪ শতাংশ জানিয়েছেন, তাঁদের পাসপোর্ট রেখে দেওয়া হয় – আর ৭১ শতাংশ জানিয়েছেন যে, সে পাসপোর্ট ফিরে পাওয়া দুঃসাধ্য৷
মিয়ানমার থেকে আগত এক বিদেশি শ্রমিক ভেরিটে-কে বলেন: ‘‘আমাদের পাসপোর্ট রেখে দেওয়ার অর্থ আধুনিক দাসত্ব ছাড়া আর কিছু নয়৷''