1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় অন্য রকম শিশু আদালত

১৫ জুলাই ২০১৭

শিক্ষক ও সমাজসেবক সেজে এক ব্রিটিশ নাগরিক কুয়ালালামপুরে বসে নিপীড়ন করেন বিপুল সংখ্যক শিশুকে৷ সেই ঘটনা প্রকাশ হওয়ার পর গোটা মালয়েশিয়া জুড়ে পড়ে যায় হইচই৷

ছবি: picture-alliance/dpa/P.Pleul

এছাড়া সার্বিকভাবেও সমাজে শিশুদের প্রতি যৌন নিপীড়ন বাড়ছিল৷ এই অবস্থায় শিশুদের প্রতি এ ধরনের অপরাধের বিচারে মালয় সরকার এমন এক আদালত চালু করেছে, যেটা কেবল দেশটিতেই প্রথম নয়৷ বরং পুরো দক্ষিণ-পূর্বই এশিয়াতেই প্রথম৷ 

শিশুদের যৌন হয়রানির বিচার করতে অনন্য এই ফৌজদারি আদালতে কেবল দ্রুত শুনানির ব্যবস্থাই থাকবে না, বরং ঘটনার হোতাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে অনুকূল এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে৷

সোমবার প্রথম মামলা শুনানির মাধ্যমে এই আদালতের মূল কার্যক্রম শুরু হয়৷ তবে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আরো আগে, গত ২২ জুন৷ তবে এখনই দেশব্যাপী এই আদালত চালু হচ্ছে না৷ আপাতত পাইলটভিত্তিতে একটি হয়েছে৷ শীঘ্রই সারা দেশেও করার পরিকল্পনা রয়েছে সরকারের৷

এই ধরনের ঘটনার শিকার শিশুরা এক ধরণের ট্রমার মধ্য দিয়ে যায়৷ বিচার চলাকালে ঘটনা মনে করতে গেলেও তাদের ট্রমা বেড়ে যেতে পারে৷ তাই দরকার বিশেষ ব্যবস্থা আর সতর্ক পদক্ষেপের৷ তাতে ভয়ংকর অভিজ্ঞতার আতঙ্ক থেকে তাঁরা বের হয়ে যেতে পারে৷

এই সব বিষয়কে মাথায় রেখেই গড়ে তোলা হয়েছে এই আদালত৷ যা একদিকে দ্রুততম সময়ে ন্যায় বিচার নিশ্চিত করবে, অন্যদিকে ভিক্টিমদেরকে ভয়ংকর অভিজ্ঞতা থেকে বের হয়ে আসতে সাহায্য করবে৷

এ বছর দেশটির সংসদ শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ আইন পাস করেছে৷ এই আইনের অধীনেই এই আদালত গঠন করা হয়েছে৷ এখানে শিশু পর্নোগ্রাফি, শিশুদের সঙ্গে এমন সম্পর্ক স্থাপন করা, যা নিপীড়নের দিকে নিয়ে যেতে পারে – এটাও এই আইনের অধীনে বিচার করা যাবে৷

সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার শিশুদের যৌন নিপীড়নের ঘটনা বেড়েই চলছে৷ অনেকে এক্ষেত্রে হয়রানির পূর্বে শিশুদেরকে প্রলব্ধ করতে মোবাইলের চ্যাট অপশনকেও ব্যবহার করে৷ এ কারণে নতুন আইন করার দরকার হয়ে পড়ে৷

গত বছর ব্রিটেনের সবচেয়ে ভয়ংকর শিশু নিপীড়নকারী রিচার্ড হাকল ঘটনা প্রকাশ হওয়ার পর মালয়েশিয়ার মানুষ আঁতকে উঠে৷ কুয়ালালামপুরে বসে তিনি ডজন ডজন দরিদ্র শিশুদের নিপীড়ন করেছিলেন৷

ইংরেজি শিক্ষক এবং সমাজ সেবকের আড়ালে অভিভাবকদের বিশ্বাস অর্জন করে তিনি এই কাজ করতেন৷ বর্তমানে তিনি ২২ বছরে কারাজীবন পার করছেন৷

নতুন এই আদালতেক স্বাগত জানিয়ে শিশু অধিকার গোষ্ঠীগুলো বিচারক, সহকারি পাবলিক প্রসিকিউটর, আসামীপক্ষের আইনজীবী, কল্যাণকাজে নিয়োজিতদের যথাযথভাবে প্রশিক্ষিত হতে হবে৷ যাতে তাঁরা যথাযথভাবে সাক্ষী ও ঘটনার শিকার শিশুদের বক্তব্য নিতে পারেন৷

ভয়েস অফ চিলড্রেন নামে অ্যাডভোকেসি গ্রুপের চেয়ারপার্সন ও আইনজীবী শর্মিলা শেকারান ডয়চে ভেলেকে বলেন, ম্যাজিস্ট্রেট, দায়রা আদালতের বিচারক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রশিক্ষণ হয়ে গেছে৷ তবে এখনও আসামিপক্ষের আইনজীবীদের প্রশিক্ষণ হয়নি৷

তাঁর কথায়, ‘‘শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধসংক্রান্ত মামলাগুলোর ক্ষেত্রে নতুন একটি আচরণবিধির কাঠামো করতে আমরা বার কাউন্সিলের ফৌজদারি আইন বিষয়ক কমিটিকে বলেছি৷ আমি যতদূর জানি, প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ হয়েছে৷ আরো নিবিড় প্রশিক্ষণ দরকার৷’’

এছাড়া পুলিশ এবং ওয়েলফেয়ার সার্ভিসের ভূমিকা নিয়েও কথা বলেন শেকারান৷ তিনি বলেন, শিশু যথাযথভাবে সহযোগিতা পাবে কিনা, তা নিশ্চিত করতে হবে৷ যোগ্য আইনজীবীদের নিয়ে আসতে হবে৷ শিশু সাক্ষীদেরও যথাযথ কাউন্সেলিং এবং সমর্থন দরকার হয়৷

বর্তমানে দেশটিতে পুলিশ, সমাজকর্মী, হাসপাতালে ঘটনার শিকার শিশুদেরকে বারংবার সাক্ষাৎকারের মুখে পড়তে হয়৷ কোনো কোনো মামলা শেষ হতে বছরের পর বছর লেগে যায়৷ এই ধরনের মামলাগুলো এক বছরের মধ্যে নিষ্পত্তি করা যাবে বলে প্রধানমন্ত্রী নাজিব নিজেই আশা প্রকাশ করেছেন৷

শেকারান বলেন, এই সংক্রান্ত বিষয়ে সমাজের বদ্ধমূল ধারণাগুলো অপসারণে শিক্ষা ও সচেতনতা সৃষ্টি করতে হবে৷ এতে শিশুরা এই সব অপরাধের বিষয়ে আরো সরব হবে, কেউ অপরাধ করলে বিচার চাইতে আসবে৷

শিশুদের প্রতি এ ধরনের অপরাধের ক্ষেত্রে অধিকাংশ অপরাধীই পরিবারের সদস্য – এ কথা স্মরণ করিয়ে দিয়ে শেকারান বলেন, ‘‘আমাদেরকে এটা মনে রাখতে হবে৷ যেমন আমি এখন একটা ঘটনা নিয়ে কাজ করছি৷ যেখানে শিশুটি প্রথম তাঁর মাকে এই ঘটনা জানায়৷ কিন্তু তাঁর মা সেটা বিশ্বাস করেনি৷ শিশুদেরকে শেখাতে হবে ‘নিরাপদ এবং অনিরাপদ স্পর্শ’ কাকে বলে? কোথায়, কার কাছে কিভাবে – এ সব বিষয়ে অভিযোগ করতে হয়?''

ব্রেন্ডা হাস/এসএন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ