1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ করতে উদ্যোগ

২৪ জুন ২০১১

কোকোর কারাদণ্ডের রায়, রায়ের প্রতিবাদ, প্রতিক্রিয়া, ইউরোপীয় মন্ত্রীদের সফর, মুক্তিযুদ্ধে ব্যবহৃত কামান হস্তান্তর, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর খবরগুলোই বিশেষ শিরোনাম হয়েছে আজকের প্রায় সব পত্রিকায়৷

An Indonesian migrant worker holds his identity card waiting for immigration officer to check during an immigration raid shortly after midnight at a construction site in Klang, outskirt of Kuala Lumpur, Malaysia, Wednesday, March 2, 2005. Civilian volunteers and immigration officers carried out second day raid on a construction site in a controversial operation to round up, whip and deport hundreds of thousands of illegal immigrants following the end of a four month amnesty.
মালয়েশিয়ায় কর্মরত এক প্রবাসীছবি: AP

আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই জনগণ কিছু পায়, আর অন্যরা এসে লুটে খায়৷ তাঁর দাবি, জনগণের কল্যাণের কথা চিন্তা করেই আওয়ামী লীগ প্রতিটি পদক্ষেপ নেয়৷ বৃহস্পতিবার আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন৷ দৈনিক প্রথম আলো, আমার দেশ, নিউ এজ, যুগান্তর, সমকাল, কালের কণ্ঠ, জনকণ্ঠসহ আজকের সব পত্রিকাতেই শিরোনাম হয়েছে শাসক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবরটি৷ এতে আরো বলা হয়, শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের পাশে ছিলাম, আছি৷ অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের পকেট থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল কখনো জনগণকে কিছু দিতে পারে না৷ তাদের রাজনীতি ত্যাগের নয়, ভোগের৷'

মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ করতে উদ্যোগ

রাজনৈতিক খবরগুলোর বাইরে দৈনিক যুগান্তর এবং ইত্তেফাকসহ কয়েকটি পত্রিকা বিশেষভাবে ছেপেছে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর সম্বলিত একটি প্রতিবেদন৷ এতে বলা হয়েছে, মালয়েশীয় সরকার দেশটিতে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধ করতে ১১ জুলাই থেকে রেজিস্ট্রেসনের কাজ শুরু করবে৷ মালয়েশিয়ার মন্ত্রিসভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে খবরে প্রকাশ৷ সাধারণ ক্ষমার আওতায় এই সুযোগ পাচ্ছেন বাংলাদেশিসহ ২০ লাখ বিদেশি শ্রমিক৷ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী সিরি মুহিউদ্দিন৷ এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় ৩ লাখ বাংলাদেশি অবৈধ শ্রমিক রয়েছে৷ বর্তমানে দেশটিতে বৈধ-অবৈধসহ মোট ৭ লাখ বাংলাদেশি কর্মরত৷

প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১২ হাজার শিক্ষক নিয়োগের সম্ভাবনা

সারাদেশে ১০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে৷ এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে আট হাজার ৬৩৫টি ও মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ২৬৮টি পদ শূন্য রয়েছে৷ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়৷ দৈনিক জনকণ্ঠসহ কয়েকটি পত্রিকা সংসদকে জানানো শিক্ষামন্ত্রীর এই তথ্য তুলে ধরেছে বাইরের পাতায়৷ এতে আরো বলা হয়েছে, শূন্য পদ পূরণসহ শিক্ষক স্বল্পতা মেটাতে আগামী অর্থবছরে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১২ হাজার শিক্ষক নিয়োগের সম্ভাবনা রয়েছে৷ এই তথ্য জানান শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ৷ তিনি বলেন, সারাদেশের সরকারি স্কুলগুলোতে শিক্ষকের শূন্য পদ হচ্ছে এক হাজার ২৬৮টি৷ বিষয়ভিত্তিক পদশূন্যতায় প্রতিবছর দক্ষ ও মেধাবী শিক্ষক নিয়োগের বিষয়টি অব্যাহত রয়েছে৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ