ক্যাথলিক চার্চের আবেদন খারিজ করে দিয়ে রায় দিয়েছে মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত৷ সেই রায় অনুযায়ী, দেশটির অমুসলিমরা ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করতে পারবেন না৷ রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য একে সরকারের ভোট জেতার টিকিট হিসেবে দেখছেন৷
বিজ্ঞাপন
ইসলাম ধর্ম অনুযায়ী, ‘আল্লাহ' হলো বিশ্বজগতের একমাত্র স্রষ্টা এবং প্রতিপালকের নাম৷ সেই সূত্রে এ শব্দটি সব ধর্মাবলম্বীরাই ব্যবহার করতে পারেন৷ কিন্তু মালয়েশিয়াতে এই একটা শব্দ নিয়ে চলছে বহুদিনের বচসা, ধর্মে ধর্মে লড়াই৷ চলছে স্থানীয় মুসলিম ও খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে বিরোধ৷
২০০৭ সালে ‘দ্য হেরাল্ড' নামের একটি ক্যাথলিক সংবাদপত্রের মালয় ভাষার সংস্করণে একটি প্রতিবেদন ছিল৷ সেই প্রতিবেদনে ‘আল্লাহ' শব্দটি ব্যবহারের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পত্রিকাটি বন্ধের হুমকি দেয়া হয়৷ তখন ক্যাথলিক চার্চ আদালতে শব্দটি ব্যবহারের আবেদন জানায়৷ সেখানে বলা হয়, শতাব্দী ধরে মালয় ভাষায় বাইবেলে এবং অন্যান্য সাহিত্যে ঈশ্বর বোঝাতে ‘আল্লাহ' শব্দটি ব্যবহৃত হয়ে আসছে৷
বার্লিনের মসজিদগুলো...
জার্মানির রাজধানী বার্লিনে ৮০টিরও বেশি মসজিদ রয়েছে৷ ক্লাসিক বা আধুনিক যে ধরনেরই হোক না কেন, এই মসজিদগুলো বার্লিনের নানা অঞ্চলের এবং নানান সময়ের চিহ্ন বহন করে৷
ছবি: Max Zander
ভারতীয় মডেলে তৈরি
জার্মানির সবচেয়ে পুরনো মসজিদটি হচ্ছে বার্লিনের শহরে কেন্দ্রে অবস্থিত আবাসিক এলাকা ভিলমার্সডর্ফ-এ৷ এই আহমেদিয়া মসজিদটি জার্মান স্থপতি কার্ল আগুস্ট হ্যার্মানের পরিকল্পনায় এবং ভারতের বিখ্যাত ‘তাজমহল’-এর মডেলে তৈরি করা হয়৷ মসজিদটির উদ্বোধন করা হয় ১৯২৮ সালে৷
ছবি: Max Zander
বিতর্কিত মসজিদ
এই মসজিদটি উদ্বোধন করার সময় প্রতিবাদের ঝড় উঠলেও পরে তা মেনে নেওয়া হয়৷ মেনে নেওয়ার উদ্যোগের পেছনে ছিল হাইনার্সডর্ফের সংগঠন ‘‘হাইনার্সডর্ফ তোমার দরজা খোলো’’ এবং প্রথম ইমাম আবদুল বাসিত তারিকের মোটো ছিল, ‘‘কারো জন্য ঘৃণা নয়, সবার জন্য ভালোবাসা’’ – এই নীতিবাক্য৷
ছবি: Max Zander
ছিমছাম মসজিদ
নারী স্থপতি মুবাশরা ইলিয়াস বেশ সাদামাটাভাবেই এই মসজিদের কাজ করেছেন৷ এখানে ২৫০ জন মুসল্লির নামাজের ব্যবস্থা রয়েছে৷ মসজিদের প্রধান ঘরটির ঠিক ওপরেই মহিলাদের জন্যও রয়েছে আলাদা ঘর৷
ছবি: Max Zander
সবচেয়ে বড় মসজিদ
বার্লিনের নয়ক্যোলন এলাকার এই মসজিদটিকে মুলমানদের সাংস্কতিক মিলনকেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়৷ বার্লিনের সবচেয়ে বড় এই মসজিদে ১,৫০০ জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন৷ মসজিদটিতে বিশেষ আয়োজনের জন্য আলাদা জায়গাও রয়েছে৷ ২০১২ সালে জার্মান প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক তাঁর দায়িত্ব গ্রহণের পর পরই মসজিদটি পরিদর্শন করেন৷
ছবি: Max Zander
মুসলমানদের কবরস্থান
মুসলমানের জন্য যে কবরস্থান রয়েছে, ঠিক তার পাশেই ১৯৮০ সালে এই মসজিদ তৈরি করা হয়৷ পরে অবশ্য এটা আরো বড় করা হয়েছে, বাড়ানো হয়েছে এটির পরিধি৷
ছবি: Max Zander
বিভিন্ন ধর্মের সংস্কৃতি বিনিময়
জার্মানির তুর্কি সম্প্রদায় মানুষরা অন্যান্য ধর্মের মানুষদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করে৷ এখানে ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্মের নানা আচার-অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়৷ যাঁরা এখানে আসেন, তাঁদের পুরো মসজিদটা ঘুরে দেখানো এবং ইসলাম সম্পর্কে ধারণা দেওয়া হয়৷
ছবি: Max Zander
ইসলাম ধর্মের সেন্টার
প্রথম দেখে বোঝাই যায় না যে এটা একটা মসজিদ৷ উমর আল-ইবনে খাতাব মসজিদটি বার্লিনের আবাসিক এলাকা ক্রয়েৎসব্যার্গের মধ্যমণি৷ বলা বাহল্য, এই এলাকা তুর্কি অধ্যুষিত৷ মসজিদের ভেতরে নামাজের ঘরগুলোর আশেপাশে ছোটখাটো দোকান, কফি শপ, ট্রাভেল এজেন্সি ইত্যাদি রয়েছে৷ ২০০৮ সালে শুরু হওয়া এই মসজিদটিতে একটি মাদ্রাসাও রয়েছে৷
ছবি: Max Zander
ওজু ঘর
মাসহারি সেন্টারের মসজিদের বেজমেন্ট, অর্থাৎ মাটির নীচের একটি ঘরে তৈরি করা হয়েছে এই সুন্দর ওজু ঘরটি৷ এখানে পুরুষ এবং নারীরা আলাদাভাবে ওজু করতে পারেন, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের আগে শারীরিক ও মানসিকভাবে নিজেকে বিশুদ্ধ করার ব্যবস্থা রয়েছে এই মসজিদে৷
ছবি: Max Zander
আন্তর্জাতিক কমিউনিটি
ঝাড়বাতির নীচে নামাজের এই ঘরটিতে একসাথে ১,০০০ জন মুসলমান নামাজ পড়তে পারেন৷ তুর্কি বংশোদ্ভূত মানুষ ছাড়াও মসজিদে নামাজ পড়তে আসেন আরব, আফ্রিকান, বসনীয় ও অন্যান্য দেশের মুসলমানরা৷ প্রতি শুক্রবার ঐতিহ্যগতভাবে জুম্মার নামাজ হয় আরবি ভাষায়৷ তবে সকলের সুবিধার্থে দেয়ালে লাগানো মনিটরে আরবি এবং তুর্কি ভাষাতেও পড়ে নেয়া যায় অনুবাদ করা আয়াতগুলি৷
ছবি: Max Zander
9 ছবি1 | 9
২০০৯ সালে মালয়েশিয়ার নিম্ন আদালত চার্চের পক্ষেই রায় দিয়েছিল৷ কিন্তু তার পরপরই দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা শুরু হয় এবং সংঘাত বাড়তে থাকে৷ এরপর গত বছরের অক্টোবর মাসে সরকার অমুসলিমদের জন্য ‘আল্লাহ' শব্দের ব্যবহার নিষিদ্ধ করে৷
সরকার বলে, ‘আল্লাহ' শব্দটি অমুসলিমরা ব্যবহার করলে মুসলিম সম্প্রদায় বিভ্রান্ত করবে এবং তাঁদের মধ্যে ধর্মান্তরিত হওয়ার প্রবণতা দেখা দিতে পারে৷
মালয়েশিয়ার ক্যাথলিক চার্চ শব্দটির ব্যবহারের অনুমতি চেয়ে আবেদনও করে৷ কিন্তু পুত্রজায়া আদালতে সাত বিচারকের একটি প্যানেল নিম্ন আদালতের রায় খারিজ করে এই রায় দেন৷
আদালতের প্রধান বিচারপতি আরিফিন জাকারিয়া বলেন, ‘‘আবেদনটি সঠিকভাবেই করা হয়েছিল, তবে এটি এমন একটি বিষয় যেখানে আমাদের হস্তক্ষেপের কোনো অধিকার নেই৷''
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পক্ষের আইনজীবী এস সিলভারাজা সংবাদসংস্থা এএফপিকে বলেন, ‘‘এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে তাঁর দল আরো কয়েকটি মামলার করার কথা ভাবছেন৷'' বলা বাহুল্য, এই বিচারে তাঁরা হতাশ৷ এমনটাই জানান ‘দ্য হেরাল্ড' সংবাদপত্রের সম্পাদক ফাদার লরেন্স অ্যান্ড্রু৷