1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় এল্টন জনের কনসার্ট বাতিলের দাবি

২৫ অক্টোবর ২০১১

আগামী মাসে মালয়েশিয়ায় ব্রিটিশ গায়ক এল্টন জনের একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা৷ সেদেশের বিরোধী দল সেই কনসার্ট বাতিলের দাবি জানিয়েছে৷

এলটন জনছবি: AP

শাহরিল আজমান আব্দুল হালিম আল হাফিজ প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টির একজন কর্মকর্তা৷ তিনি জানান, এল্টন জনের কনসার্ট তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে৷ এর কারণ হিসেবে তিনি এল্টন জন সমকামী, তা উল্লেখ করেন৷ বার্তাসংস্থা এএফপিকে তিনি জানান, ‘‘ইসলাম ধর্মে সমকামিতা নিষিদ্ধ৷ আমরা সমকামিতাকে সমর্থন করি না৷''

ছবি: AP

নভেম্বর মাসের ২২ তারিখে জেন্টিং হাইল্যান্ড রিসোর্টে এল্টন জনের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা৷ সেই কনসার্ট এখনো বাতিল ঘোষণা করা হয়নি৷ হোটেলটি পাহাং শহরে অবস্থিত৷ রাজধানী কুয়ালালামপুর থেকে পাহাং যেতে এক ঘণ্টা সময় লাগে৷

কনসার্টের আয়োজক টিউন লাইভ এ নিয়ে কোন মন্তব্য করেননি৷ তবে আশা করা হচ্ছে কনসার্ট অনুষ্ঠিত হবে৷ এল্টন জনের গ্রেটেস্ট হিটস ট্যুরের একটি অংশ এই কনসার্ট৷ মালয়েশিয়ার আগে এল্টন জন সিঙ্গাপুরে কনসার্ট করবেন৷ এরপর যাবেন জাকার্তা৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ