1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি রপ্তানি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১০ নভেম্বর ২০১২

জানুয়ারি মাসেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় লোক পাঠানো শুরু হবে৷ আর লোক পাঠানো হবে সরকারি ব্যবস্থাপনায়৷ এতে ৪০ হাজার টাকা খরচেই শ্রমিকরা সেখানে যেতে পারবেন৷ আর তাদের মাসে ন্যুনতম বেতন হবে ২৫ হাজার টাকা৷

Refugees from Bangladesh show their passports after crossing the Libya-Tunisia border in Ras Ajdir, Tunisia, Wednesday, March 2, 2011. U.N. refugee agency spokeswoman Melissa Fleming said Tuesday "the situation is reaching crisis point" at the Libya-Tunisia border where authorities say up to 75,000 people have fled Libya since Feb. 20. (Foto:Giorgos Moutafis/AP/dapd)
ছবি: dapd

চলতি মাসেই মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই হবে৷ আর বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি নেয়া শুরু করবে জানুয়ারি মাস থেকে৷ প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান ডয়চে ভেলেকে জানান, এবার লোক পাঠানো হবে সম্পূর্ণ সরকারি ব্যববস্থাপনায় এবং জন প্রতি খরচ হবে মাত্র ৪০ হাজার টাকা৷ যাদের সামর্থ্য থাকবে না তাদের প্রয়োজনে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক৷

তিনি জানান, আগামী ৫ বছরে মালয়েশিয়ায় বিভিন্ন খাতে ৫ লাখ বাংলাদেশি শ্রমিকের প্রয়োজন পড়বে৷ প্রথম বছরে বাংলাদেশ থেকে ১ লাখ জনশক্তি পাঠানো হবে৷

ড. জাফর আহমেদ খান জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় লোক পাঠানোর কারণে কেউ প্রতারিত হবেন না৷ নিশ্চিত চাকিরর বিপরীতেই তাদের পাঠানো হবে৷ আর শ্রমিকদের ন্যুনতম বেতন হবে মাসে ২৫ হাজার টাকা৷ তারা বিমা সুবিধাও পাবেন৷

২০০৭ সাল থেকে মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ রেখেছে৷ তবে এরমধ্যে তারা বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বৈধতা দিয়েছে৷ জানুয়ারি থেকে আবার লোক নেয়া শুরু হলে বাংলাদেশের রেমিটেন্সে এর ইতিবাচক প্রভাব পড়বে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ