1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি

সমীর কুমার দে, ঢাকা২৫ ডিসেম্বর ২০১২

প্রায় চার বছর বন্ধ থাকার পর অবশেষে আগামী ফেব্রুয়ারি মাস থেকে সরকারীভাবে মালয়েশিয়ায় জনশক্তি রফতানি শুরু করতে যাচ্ছে সরকার৷ প্রথম দফায় কৃষিকাজে অভিজ্ঞরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে৷

TO GO WITH 'Bangladesh-women-rights-social-transport,FEATURE' by Kamrul Hasan Khan A female Bangladeshi driver poses at the wheel of a vehicle in Dhaka on September 19, 2012. About 600 young women from poor backgrounds are being taught to drive at an eight-week course in Dhaka, funded by the BRAC, a Bangladeshi charity in co-operation with the government that should provide independence and an income. The first course started in July. .AFP PHOTO/Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
Bangladesch BRAC School Fahrerinছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

এদিকে ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার নির্বাচনের কথা মাথায় রেখে এখনই কর্মী পাঠানো শুরুর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা৷

দালালদের হয়রানি, প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়সহ নানা অভিযোগে প্রায় চার বছর জনশক্তি নেয়া বন্ধ রাখে মালয়েশিয়া৷ সম্প্রতি বাংলাদেশ সফরকালে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী কেবলমাত্র সরকারি পর্যায়ে কর্মী নেয়ার আশ্বাস দেন৷ এরপরই গত ২৬ নভেম্বর উভয় দেশের সরকারের মধ্যে চুক্তি সই হয়৷ এরই অংশ হিসেবে আগামী ফেব্রুয়ারি থেকে প্রথম দফায় সাতটি বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিরা প্লান্টেশন বা জমি আবাদ ক্যাটাগরিতে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন৷

প্রথম দফায় ৩০ হাজার কর্মী পাঠানোর কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন৷ আর কারো বেতনই নয়শো রিঙ্গিতের কম হবে না বলে জানান তিনি৷

মালয়েশিয়া সরকারের চাহিদাপত্র পাওয়ার পরপরই অনলাইনে নিবন্ধন ও বাছাই প্রক্রিয়ার কথা জানান জনশক্তি রফতানি ব্যুরোর মহাপরিচালক শামসুন্নাহার৷ সব শর্ত পূরণ করে যারা সফলভাবে নিবন্ধিত হবেন তাঁরাই মালয়েশিয়ায় যাওয়ার জন্য বিবেচিত হবেন৷ আর এর জন্য দিতে হবে স্বাস্থ্য পরীক্ষাও৷ কেউ সফলভাবে নিবন্ধন করলে প্রথম দফায় যেতে না পারলে পরবর্তীতে যাওয়ার সুযোগ পাবেন৷

এদিকে ফেব্রুয়ারিতে মালয়েশিয়ায় নির্বাচন থাকায় কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত শুরুর তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, সরকার বদলের ফলে চুক্তি নিয়ে সংকট দেখা দিতে পারে৷ অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন রামরু'র চেয়ারম্যান অধ্যাপক তাসনিম সিদ্দিকী মনে করেন, জনশক্তি রফতানি শুরু হয়ে গেলে সরকার বদল হলেও তা আর পরিবর্তন করা সম্ভব হবে না৷

জমি আবাদ ক্যাটাগরির পর পর্যায়ক্রমে নির্মাণ, কৃষি ও সেবা খাতে কর্মী নেবে মালয়েশীয় সরকার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ