1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নগ্ন ক্রীড়া প্রতিযোগিতা’

১১ আগস্ট ২০১৪

নগ্ন ক্রীড়া প্রতিযোগিতা, তাও আবার ইসলামিক রাষ্ট্র মালয়েশিয়ায় – এও কি সম্ভব? হ্যাঁ, পেনাং দ্বীপে এমনই এক আয়োজন হয়েছিল, যার নাম ‘‘পেনাং ন্যুড স্পোর্টস গেমস ২০১৪’’৷ কিন্তু এই খেলায় অংশগ্রহণকারীদের এখন খুঁজে বেড়াচ্ছে পুলিশ৷

Nacktrodeln in Braunlage Niedersachsen
ফাইল ফটোছবি: dapd

মে মাসের ৩১ তারিখে মালয়েশিয়ার উত্তর পূর্বাঞ্চলের পেনাং দ্বীপে এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন হয়৷ রিলে দৌড়, নৃত্য, শরীর আঁকাসহ নানা ধরনের প্রতিযোগিতা ছিল সেখানে৷ তবে অংশগ্রহণকারীদের কারো দেহেই আবরণ ছিল না৷ গত সপ্তাহে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঐ আয়োজনের একটি ভিডিও৷ সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং মালয়েশিয়ায় নিন্দার ঝড় ওঠে৷ তারপরই সন্দেহভাজন ১৮ জনের তালিকা তৈরি করে মারয়েশিয়ার পুলিশ৷

বৃহস্পতিবার সন্দেহভাজনদের নাম ও ছবি প্রকাশ করেছে পুলিশ৷ সেই সাথে আটক করেছে এক সংগীত শিক্ষিকাকে৷ ‘‘পেনাং নুড স্পোর্টস গেমস ২০১৪'' নামের ভিডিওটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ভিমিও-তে ছড়িয়ে পড়লে তা নিয়ে হৈ চৈ পড়ে যায় এবং পত্রিকার শিরোনামে চলে আসে৷ পুলিশ জানিয়েছে, ভিডিওতে যাদের দেখা গেছে তারা এমন ভঙ্গি করেছিল, যা যেকোন মানবিক আচরণের লঙ্ঘন৷ ফলে অপরাধী সাব্যস্ত হলে তাঁদের পাঁচ বছরের কারাদণ্ড এমনকি জরিমানা গুনতে হতে পারে৷

বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য ৩৪ বছর বয়সি ঐ সংগীত শিক্ষককে আটক করেছে পুলিশ৷ এছাড়া ৫৭ বছরের অবসরপ্রাপ্ত এক শিক্ষক ও সিঙ্গাপুরের এক নাগরিককেও খুঁজছে পুলিশ৷ কর্তৃপক্ষের ধারণা এই দুই ব্যক্তি ঐ ইভেন্টের আয়োজক৷ তবে ভিডিওটি ‘আপলোড' করা হয়েছে সিঙ্গাপুর থেকে৷ সন্দেহভাজন ১৫ জনের মধ্যে সাতজন মালয়েশিয়ার, চারজন সিঙ্গাপুরের, দুই জন মিয়ানমারের, একজন ফিলিপিন্স ও একজন ভারতের নাগরিক রয়েছেন৷

ঐ প্রতিযোগিতায় যে দলটি অংশ নিয়েছিল তাদের পারাপারকারী মাঝিদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ ভিডিওতে দেখা গেছে চার নারী এবং ১৪ পুরুষের একটি দল পুরো শরীরে রং মেখে গ্যাংনাম স্টাইলে নাচছে৷ এছাড়া একটি পুরুষের উপর অন্য নারীরা চড়ে নৃত্য করছে৷ মালয়েশিয়ায় ৩ কোটি মানুষের মধ্যে ৬০ ভাগই মুসলিম৷ তবে এই ঘটনায় কেবল মুসলিম সম্প্রদায় নয়, সব ধর্মের মানুষই এর নিন্দা জানিয়েছেন৷

এপিবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ