1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় বিধিভঙ্গ করে ঈদ নামাজ, গ্রেপ্তার ৪৮ বাংলাদেশি

২১ জুলাই ২০২১

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের তামান পেলাঙ্গিতে স্বাস্থ্যবিধি ভঙ্গ করে মসজিদের বাইরে নামাজ পড়তে জড়ো হওয়ায় মোট ৪৯ জনকে প্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের মধ্যে একজন স্থানীয়, বাকিরা বাংলাদেশি৷

Malaysia Kuala Lumpur | Islamisches Opferfest | Gebet in der Jamek-Moschee
ছবি: Syaiful Redzuan/Anadolu Agency/picture alliance

বাংলাদেশিদের এরই মধ্যে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে৷ অন্যদিকে একই কারণে গ্রেপ্তার হওয়া স্থানীয় ব্যক্তিকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত৷ মালয়েশিয়ার সংবাদ মাধ্যম দ্য স্টার এই তথ্য জানিয়েছে৷

মঙ্গলবার তাদের গ্রেপ্তার করার তথ্য নিশ্চিত করেন পেনাং পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ শুহাইলি৷ তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সকালে নামাজ পড়তে গেলে ১০০ জনের সীমা পূর্ণ হয়ে যাওয়ায় তাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হয়নি৷ এরপর তারা রাস্তায় নামাজ পড়ার ব্যবস্থা করেন৷ এ সময় সেখানে প্রায় ২০০ জন জামাতে যোগ দেন৷ এতে দেশটির করোনাবিধি লঙ্ঘন হয়েছে৷

গ্রেপ্তারকৃত ৪৮ বাংলাদেশির বয়স ২০ থেকে ৪৩ বছর৷ আর স্থানীয় ব্যক্তি ৬৪ বছর বয়সি৷ বুধবার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে৷ তাদের সঙ্গে নামাজ আদায় করা বাকিদের খোঁজ জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ৷

এফএস/এসিবি (দ্য স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ