1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৪০ হাজার টাকায় মালয়েশিয়া

আশীষ চক্রবর্ত্তী১৫ জানুয়ারি ২০১৩

আবারও মালয়েশিয়ায় কাজ করতে যাবেন বাংলাদেশিরা৷ যেতে লাগবে মাত্র ৪০ হাজার টাকা৷ নাম নিবন্ধনে তাই সাড়া পড়েছে ব্যাপক৷ সাংবাদিক মোহসিনুল করিম জানিয়েছেন, ছোট কিছু ব্যাপার বাদ দিলে নির্বিঘ্নেই এগোচ্ছে নিবন্ধন প্রক্রিয়া৷

A Boeing 777-300ER aircraft which was delivered to Biman Bangladesh Airlines Wednesday is seen at the Shahjalal International Airport in Dhaka. Biman is also buying Boeing 787 planes.
ছবি: picture alliance/Asian News Network

গত ২২শে অক্টোবর বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে একটা চুক্তি হয়৷ সেই চুক্তি অনুযায়ী পাঁচ বছর বন্ধ থাকার পর আবার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু করছে বাংলাদেশ৷ এবার আর কোনো রিক্রুটিং এজেন্সি লোক পাঠাবে না, সরকারই পালন করবে এ দায়িত্ব৷ সুতরাং আশা করা যায় প্রতারণার ঘটনা এবার থেকে আর ঘটবে না৷ এর বাইরে আরেকটি ব্যাপার হলো, এবার খুব কম খরচে, মাত্র ৪০ হাজার টাকায় মালয়েশিয়ায় কাজ করতে যেতে পারবেন বাংলাদেশের শ্রমিকরা৷ এ জন্য অবশ্য আগে নাম নিবন্ধন করাতে হবে৷ সেই প্রক্রিয়াই শুরু হয়েছে গত ১৩ই জানুয়ারি৷ মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতে যেতে ইচ্ছুকরা ব্যাপক সাড়া দিয়েছেন তাতে৷ প্রথম পর্যায়ে অনলাইনে নিবন্ধনের কাজ শুরু করা হয়েছে ঢাকা ও বরিশাল বিভাগকে দিয়ে৷

BM/150113/Interview with Journalist Mohsinul Karim - MP3-Mono

This browser does not support the audio element.

এই দুই বিভাগে ১৩ থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত চলবে নিবন্ধন প্রক্রিয়া৷ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ই জানুয়ারি এবং খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১শে জানুয়ারি নিবন্ধন করা যাবে৷ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে নিবন্ধন৷ স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫০ টাকার বিনিময়েই নিবন্ধন করানো যাবে৷ তবে সাংবাদিক মোহসিনুল করিম ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে জানালেন, বিচ্ছিন্নভাবে হলেও কয়েকটি জায়গা থেকে তিনি ৫০ টাকার জায়গায় বেশি টাকা নেয়ার অভিযোগ পেয়েছেন৷ এর বাইরে আছে ইন্টারনেট সেবার গতি মন্থর হওয়ার সমস্যা৷ এই দুটো বাদ দিলে মালয়েশিয়ায় আবার নতুন করে জনশক্তি রপ্তানির প্রথম ধাপের কাজ বেশ ভালোভাবেই এগোচ্ছে বলে জানালেন মোহসিনুল করিম৷

নিবন্ধন শেষ হলে সারা দেশ থেকে ৩৪ হাজার ৫০০ জনকে নির্বাচন করা হবে লটারির মাধ্যমে৷ নির্বাচিতদের মালয়েশিয়া যাওয়ার আগে নিতে হবে বিশেষ প্রশিক্ষণ৷ প্রশিক্ষণ দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়৷ মালয়েশিয়ার চাহিদা অনুযায়ী প্রথম ধাপে ১০ হাজার শ্রমিক পাঠানো হবে বাংলাদেশ থেকে৷ ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় প্রথম ফ্লাইট পাঠানোর কথা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ