1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি রপ্তানি

২৬ আগস্ট ২০১২

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হবে শিগগিরই৷ আর তা চূড়ান্ত করতে মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী আগামী মাসের প্রথম সপ্তাহেই ঢাকা আসছেন৷

ছবি: dapd

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, মালয়েশিয়ায় লোক পাঠানো হবে সরকারীভাবে৷ তবে বেসরকারীভাবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা এর বিরোধিতা করছে৷

মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার৷ ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেখানে দুই লাখ বাংলাদেশি শ্রমিক গিয়েছেন বৈধভাবে৷ তবে একই সময়ে তিনলাখ শ্রমিক গেছেন অবৈধভাবে৷ এ কারণে বাংলাদেশে থেকে মালয়েশিয়া জনশক্তি নেয়া বন্ধ করে দেয়৷ পরে অবশ্য জোর কূটনৈতিক তৎপরতায় ২ লাখ ৮৭ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধতা দিয়েছে মালয়েশীয় সরকার৷ আর নতুন করে জনশক্তি নেয়ার ব্যাপারেও তারা সম্মত হয়েছে৷ সেকারণেই আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী৷ বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এবার শুরুতে মালয়েশিয়ায় লোক পাঠানো হবে সরকারি উদ্যোগে৷ যাতে কেউ প্রতারণার শিকার না হন৷ আর এ দায়িত্ব পালন করবে সরকারি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বোয়েসেল৷

তবে যখন পুরোপুরি একটি ভাল প্রক্রিয়া দাঁড়িয়ে যাবে তখন বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সুযোগ দেয়া যেতে পারে৷ সেক্ষেত্রে তারা সরকার নির্ধারিত ফি'র বাইরে শতকরা ১০ ভাগ ব্যবস্থাপনা খরচ নিতে পারবেন৷

কিন্তু বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি শাহাজালাল মজুমদার দাবি করেন সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় লোক পাঠানোর উদ্যোগ সফল হবেনা৷ এর আগে আরো কয়েকটি দেশে লোক পাঠাতে এধরনের উদ্যোগ নেয়া হয়েছিল, কিন্তু তা সফল হয়নি৷

তাঁর মতে মালয়েশিয়ার শ্রমবাজার ধরতে হলে বায়রার সদস্যদের জনশক্তি রপ্তানির কাজে যুক্ত করতে হবে৷ কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো কোন বাধা নেই৷

তবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন, এবার কম খরচে প্রতারণামুক্তভাবে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার৷ তাই সরকারি ব্যবস্থাপনার বাইরে আপাতত অন্য কোনভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা ভাবছেন না তারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ