1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি রপ্তানি

১৩ সেপ্টেম্বর ২০১২

পাঁচ বছর পর আবারো মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য খুলে যাচ্ছে৷ তবে এবার কোন রিক্রুটিং এজেন্ট নয়, বাংলাদেশ সরকার সরাসরি জনশক্তি রপ্তানি করবে সে দেশে৷

ছবি: dapd

ভিসা জালিয়াতিসহ নানা অভিযোগে ২০০৭ সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া বন্ধ করে দেয়৷ তারপর সরকারের অনুরোধে সেখানে অবস্থানরত ২ লাখ ৬৮ হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিককে বৈধতা দেয় মালয়েশিয়া সরকার৷ আর গত মে মাসে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন মালয়েশিয়ায় গিয়ে বরফ গলাতে সহায়তা করেন৷ মালয়েশিয়া নীতিগতভাবে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে রাজি হয়৷ আর ঢাকা সফরে এসে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতো সুব্রহ্মনিয়াম দিলেন সুসংবাদ৷ তিনি বুধবার ঢাকায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান, মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেবে৷ এজন্য একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন হবে৷

দাতো সুব্রহ্মনিয়াম বলেন, এবার দুই সরকারের মধ্যে কাজ হবে৷ যাতে শ্রমিকরা কোনভাবে মধ্য সত্ত্বভোগীদের দ্বারা প্রতারিত না হন৷

বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও একই কথা জানান৷ তিনি বলেন, দালালরা এবার আর সুযোগ নিতে পারবেননা৷ আজ এব্যাপারে সমঝোতা স্মারক সই হবে৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাতো সুব্রহ্মনিয়াম বলেন, লোক নেয়া শুরু হলে বাংলাদেশ অবশ্যই সোর্স বা তালিকাভুক্ত দেশ হিসাবে অন্তর্ভুক্ত হবে৷ এতে অভিবাসন খরচ কমে যাবে৷

জানা গেছে, প্রথম পর্যায়ে ৫০ হাজার শ্রমিক মালয়েশিয়ায় পাঠানোর চুক্তি হতে পারে৷ সেদেশে কমপক্ষে ৫ লাখ বাংলাদেশি শ্রমিকের চাহিদা আছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ