1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়া যাত্রা

সমীর কুমার দে, ঢাকা২০ জানুয়ারি ২০১৩

মালয়েশিয়ায় যাওয়ার জন্য শনিবার থেকে শুরু হয়েছে খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিবন্ধন কার্যক্রম৷ এ পর্যন্ত ৯ লাখেরও বেশী মানুষ মালয়েশিয়া যেতে নিবন্ধন সম্পন্ন করেছেন৷ অথচ প্রথম দফায় বনায়ন খাতে মাত্র ১০ হাজার কর্মী চেয়েছে সেদেশ৷

ফাইল ফটোছবি: dapd

মালয়েশিয়ায় যাওয়ার জন্য এখন চলছে নিবন্ধন কার্যক্রম৷ শনিবার থেকে খুলনা ও চট্টগ্রাম বিভাগে নিবন্ধন শুরু হয়েছে৷ চলবে সোমবার পর্যন্ত৷ এই দুই বিভাগের লটারি হবে ২২ শে জানুয়ারি৷ মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মী নেয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছে৷ তাই সারাদেশে এখন এই খাতে কর্মী নেয়ার জন্য নাম নিবন্ধন কার্যক্রম চলছে৷

মালয়েশিয়া প্রথম দফায় বনায়ন খাতে ১০ হাজার কর্মী নেয়ার জন্য চাহিদাপত্র পাঠিয়েছেছবি: AP

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সহায়তায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো দেশের জেলাগুলো ঘুরে নিবন্ধনের কাজটি সম্পন্ন করছে৷ এরই ধারাবাহিকতায় গত তিন দিনে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের সাড়ে পাঁচ লাখ মানুষ মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধন করেছেন৷ সরকারী উদ্যেগে নিবন্ধন কার্যক্রম চলায় আবেদনকারীদের খুব বেশী ভোগান্তিতে পড়তে হচ্ছে না৷ তারা জানালেন, মাত্র ৫০ টাকা দিয়ে লাইনে দাঁড়িয়ে নিবন্ধন করা যাচ্ছে৷

রাজশাহী বিভাগে এক লাখ ৮৯ হাজার ১৪৯ জন নিবন্ধন করেন৷ এছাড়া রংপুর বিভাগে ২ লাখ ৯ হাজার ১০২ জন এবং সিলেটে ১ লাখ ২৩ হাজার ৩০৭ জন নিবন্ধন করেন৷ এর আগে ঢাকা বিভাগে চার লাখ ২৫ জন নিবন্ধন করেছেন৷ সব মিলিয়ে সারা দেশে ৯ লাখ ১৫ হাজার ৮৫৩ জন নিবন্ধন করলেন৷ তিন দিনের নিবন্ধন শেষে ঢাকা ও বরিশাল বিভাগের লটারির কার্যক্রম শেষ হয়েছে৷ ঢাকা বিভাগ থেকে ১১ হাজার ৫৫৬ জন এবং বরিশালে ২ হাজার ৫৪৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন৷ আর এই নিবন্ধন কার্যক্রম তদারকি করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি মনিটরিং সেল খোলা হয়েছে৷ জেলা পর্যায়েরও জেলা প্রশাসকরা এগুলো মনিটরিং করছেন৷

এদিকে লিবিয়ায় গৃহযুদ্ধের সময় ফিরে আসা শ্রমিকরা বিদেশ যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়ার কথা থাকলেও তাদের কোন খোঁজই নিচ্ছে না সরকার৷ লিবিয়া ফেরত কয়েকজন জানালেন, তারা তো নিজের ইচ্ছায় ফিরে আসেননি৷ চরম কষ্টে তাদের দিন চলছে৷ এখন সরকারের উচিৎ তাদের বিদেশে যাওয়ার ব্যবস্থা করা৷

আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বললেন, তাদের অবশ্যই অগ্রাধিকার দেয়া হবে৷ তবে সরকার তাদের খুঁজে বের করবে না৷ এটা সরকারের দায়িত্বও না৷ তাদেরই এগিয়ে আসতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ