1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটের জয়ে চাপা পড়েছে বাংলাদেশি জিম্মির খবর

১০ মার্চ ২০১৫

একই দিনে দুটি খবর৷ লিবিয়ায় এক বাংলাদেশিকে জিম্মি করেছে আইএস৷ তবে বিশ্বকাপে বাংলাদেশের দারুণ এক জয়ে সে খবর অনেকটাই চাপা পড়েছে৷ এক ব্লগার লিখেছেন, ‘‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি৷'’

Bangladesch vs England Cricket Weltmeisterschaft
ছবি: Reuters/D. Gray

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করেছে বাংলাদেশ৷ মাশরাফির দলের এ জয়ের আনন্দে বাংলাদেশ উত্তাল৷ সামাজিক যোগাযোগের মাধ্যমও এ নিয়েই ব্যস্ত৷ সেই তুলনায় লিবিয়ায় এক বাংলাদেশির জিম্মি হওয়ার খবরে মনযোগ নেই বললেই চলে৷ এমনিতে সংবাদ মাধ্যমে ক্রিকেটে বাংলাদেশের অসামান্য জয়ের পাশাপাশি এক বাংলাদেশির ইসলামি জঙ্গি সংগঠন আইএস-এর হাতে জিম্মি হওয়ার খবরটিও প্রচারিত হয়েছে৷ এ বিষয়ে সরকারের উদ্যোগ এবং জিম্মি বাংলাদেশির পরিবারের উদ্বেগের কথাও জানা গেছে প্রচার মাধ্যমের কল্যাণে৷ কিন্তু টুইটারে দুয়েকজন শুধু খবরটিই জানিয়েছেন, এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাননি৷

তবে বিষয়টি নিয়ে গতকাল পরিবেশন করা ডয়চে ভেলের সংবাদটি পড়ে ফেসবুকে মন্তব্য করেছেন অনেকে৷ কামরুল হাসান লিখেছেন, ‘‘সকল জঙ্গি গোষ্ঠীর ব্যপারে বিশ্বের কঠিন সিদ্ধান্ত নেয়া দরকার, এদের সৃষ্টির কারখানা ধ্বংস করা, এদের স্বাধীন বিস্তার ধ্বংস করা এবং এদের বিশ্বাসে বারবার হামলা করা দরকার৷'' শাহীন আলম ভূইয়া লিখেছেন, ‘‘অ্যামেরিকা আর তার ইউরোপীয় দোসররা মারা যাচ্ছে কম, তাই বিশ্বমোড়ল হওয়ার পরও তারা চুপচাপ৷''

অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে মাশরাফি, মুশফিক, সাকিব, মাহমুদুল্লাহদের নিয়ে প্রশংসা৷ অভিনন্দনের জোয়ারে ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল৷ নানাভাবে প্রকাশ করা হচ্ছে জয়ের আনন্দ৷ সামহয়্যারইন ব্লগে তাহসিনুল ইসলাম ছোট্ট একটি গল্প লিখেছেন, গল্পের নাম, ‘‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি৷''

সহজ সাদামাটা গল্প৷ আফজাল সাহেব ক্রিকেটভক্ত৷ বাংলাদেশের জয়ে তিনি ভীষণ আনন্দিত৷ এ আনন্দে কোনো ভালো কাজ তিনি করতেই পারেন৷ তাঁর স্ত্রী শরিফা বেগম সেটা বুঝতে পেরে বললেন, ‘‘তুমি বাংলাদেশ দলের জয়ের আনন্দে সিগারেট ছেড়ে দাও৷'' আফজাল সাহেব দুই সেকেন্ড চুপ করে থেকে বললেন, আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দিলাম৷'' গল্পের শেষে তাহসিনুল লিখেছেন, ‘‘এ দেশের মানুষ আমরা এমনই৷ আমরা খুব সহজেই আনন্দ, বেদনা, আবেগে ভাসতে পারি৷ এজন্যই আমরা সুখী দেশ৷ সুন্দর দেশ৷ এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি....৷''

মনোয়ার রুবেল সামহয়্যারইন ব্লগেই লিখেছেন, ’‘আই লাভ ইউ বাংলাদেশ'’৷

ইংল্যান্ডকে হারানোর আনন্দে এক রিকশাচালককে কাঁদতে দেখে তাঁর মনে হয়েছে, ‘‘দেশকেই বোধহয় আমরা সবচেয়ে বেশি ভালোবাসি৷ নিজের বউ বা প্রেমিকার চেয়েও বেশি৷ না হয় বাংলাদেশের জয়ে এই রিকশাওয়ালা কাঁদছে কেন?''

একই ব্লগে ‘এমন কষ্টের সময় এক ঝলক খুশির বাতাস' শীর্ষক বেশ তথ্যবহুল একটি পোস্ট দিয়েছেন আহমেদ রশীদ৷

ম্যাচের কোন মুহূর্ত সম্পর্কে তিনি কী লিখেছেন, ক্রিকেটের কোন কোন তথ্য তুলে ধরেছেন – এ সব জানার জন্য তাঁর লেখাটি পড়ে নেয়াই উত্তম৷ তবে বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার মাঝে এ ম্যাচ যে সত্যিই ‘কষ্টের সময়ে এক ঝলক খুশির বাতাস' হয়েছে তা নিশ্চয়ই লেখাটি না পড়লেও সবাই স্বীকার করবেন৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ