আমার ব্লগে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের ‘নিষ্ক্রিয়তা' নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এক ব্লগার৷ তবে বাংলাদেশ স্কটল্যান্ডকে হারানোর পর সামাজিক যোগাযোগের মাধ্যমে রাজনীতি আড়ালে চলে গিয়েছিল৷ সবার ভাবনায় তখন বাংলাদেশের জয়৷
বিজ্ঞাপন
সাইদ হাসান খান দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে নিজের মতামত রেখেছেন আমার ব্লগে৷ তাঁর লেখার শিরোনাম, ‘‘আগুনে ঝলসে যাওয়া শরীর, সরকারের ব্যর্থতা/নিষ্ক্রিয়তা সরকারের জন্য বুমেরাং হবে না তো?''
তিনি লিখেছেন, ‘‘প্রতিদিন মানুষ আগুনে পুড়ছে৷ শিবির সন্ত্রাসীদের পেট্রোল বোমায় মানুষের শরীর আগুনে ঝলসে যাচ্ছে৷ রাজনীতির নামে এই সব সন্ত্রাসী কার্যক্রম এখনই বন্ধ করা দরকার৷ সব দেশই প্রাধান্য দেয় তার দেশের মানুষের নিরাপত্তা৷ তাই সরকারকে হতে হবে আরও কঠোর৷'' সাইদ মনে করেন, ‘‘শুধুমাত্র জামায়াত-বিএনপি বা স্বাধীনতা বিরোধীদের ঘাড়ে সন্ত্রাসের দোষ চাপিয়ে বা সমালোচনা করে সরকার দায় এড়াতে পারে না৷ বাংলাদেশে কোথাও পেট্রোল বোমায় মানুষের শরীর আগুনে ঝলসে যাবে না এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে এখনই৷ দমন করতে হবে সব ধরনের সন্ত্রাসী অপকর্ম সর্বশক্তি প্রয়োগ করে৷ আর সরকার যদি মানুষের জান মালের নিরাপত্তা দিতে না পারে বা আগুনের হাত থেকে মানুষকে বাঁচাতে না পারে, তাহলে সরকার যা চাইছে (সন্ত্রাসকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা জামায়াত-বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলা) তাতে হিতে তার বিপরীত হতে পারে৷ অর্থাৎ এ দেশের মানুষ সরকারের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তা বা তাদের নিরাপত্তা দিতে না পারার অভিযোগে রাস্তায় নামতে পারে৷''
ক্রিকেট পাগলদের জন্য দশটি তথ্য
ক্রিকেট বিশ্বকাপের ১১তম আসর চলছে৷ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠানরত এ আসর নিয়ে ব্যস্ত সবাই৷ আসুন সেই ব্যস্ততার মাঝেই দশটি মজার তথ্য জেনে নেই৷
ছবি: Reuters/B. Malone
যৌথ আয়োজন
ক্রিকেট বিশ্বকাপের ক্ষেত্রে এটা স্বাভাবিক বলা চলে৷ একাধিক দেশ যৌথভাবে এই আসর আয়োজন করে থাকে৷ চলতি বিশ্বকাপে ভেন্যুর সংখ্যা ১৪টি৷ এরমধ্যে সাতটি ভেন্যু অস্ট্রেলিয়ায়, বাকি সাতটি নিউজিল্যান্ডে৷ প্রতিটি দেশ ২১টি করে ম্যাচের আয়োজন করছে৷ ফাইনাল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, ২৯ মার্চ৷
ছবি: picture-alliance/dpa/P. Miller
রাউন্ড রবিন ফর্ম্যাট
চলতি আসরে সাতটি করে দল প্রাথমিক পর্যায়ের দু’টি গ্রুপে খেলছে৷ রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হচ্ছে, যার অর্থ গ্রুপের সবগুলো দল একে অপরের বিপরীতে খেলছে৷ দ্বিতীয় পর্যায় থেকে খেলা হবে ‘নক আউট’ পদ্ধতিতে৷
ছবি: Saeed Khan/AFP/Getty Images
বাংলাদেশের কাছে হার
বাংলাদেশের কাছে হেরে শুরু হয়েছে আফগানিস্তানের বিশ্বকাপ মিশন৷ এর আগে তিনবার আইসিসি ওয়ার্ল্ড টিটোয়েন্টি বিশ্বকাপ খেলেছে দলটি৷ প্রতিবারই প্রথম পর্যায় থেকে বাদ পড়ে আফগানরা৷
ছবি: picture-alliance/dpa/Lukas Coch
বিপুল টিভি দর্শক
২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত৷ সেই খেলা টেলিভিশনে দেখেছেন ৯৮৮ মিলিয়ন মানুষ৷ সম্ভবত এটাই গোটা বিশ্বের মধ্যে টেলিভিশনে সর্বাধিক দর্শক টানা ম্যাচ৷ এর আগে ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনাল টিভিতে দেখেছিল ৯০৯ মিলিয়ন মানুষ৷
ছবি: Reuters/Omar Sobhani
সবচেয়ে দীর্ঘ সময় অপরাজিত...
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া৷ ১৯৯৯ থেকে ২০১১ সময়ের মধ্যে তিনটি বিশ্বকাপ আসর মিলিয়ে টানা ৩৪টি ম্যাচ জিতেছে তারা৷ ওই তিনবারের চ্যাম্পিয়নও তারা৷ওই তিন আসরে সাফল্য অর্জন করতে গিয়ে ১৫টি দলকে হারিয়েছে অস্ট্রেলিয়া৷
ছবি: Getty Images/R. Cianflone
সবচেয়ে দ্রুত গতির রেকর্ড
পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের দখলে রয়েছে বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গতির বল করার রেকর্ড৷ ২০০৩ সালের বিশ্বকাপের এক ম্যাচে ঘণ্টায় ১০০ মাইল (১৬০ দশমিক নয় কিলোমিটার) গতিতে একটি বল করেছিলেন তিনি৷ ক্রিজে তখন ছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান নিক নাইট৷
ছবি: AP
সবচেয়ে বয়স্ক খেলোয়াড়
বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক খেলোয়াড় নেদারল্যান্ডসের নোলান ক্লার্ক৷ ১৯৯৬ বিশ্বকাপ খেলার সময় তাঁর বয়স ছিল প্রায় ৪৮ বছর৷ আর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সি খেলোয়াড় ইউনাইটেড আরব আমিরাতের ইয়োদিন পুনজা৷ চলতি বিশ্বকাপ দলে থাকা এই খেলোয়াড়ের বয়স ১৬ বছর৷
ছবি: Fotolia/S.White
সবচেয়ে কম স্কোর
বিশ্বকাপে সবচেয়ে কম স্কোর করার রেকর্ডটি ক্যানাডার৷ ২০০৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩৬ রান করতে সক্ষম হয়েছিল তারা৷ বিশ্বকাপে সবচেয়ে বড় স্কোর করার রেকর্ডটি ভারতের৷ ২০০৭ সালে বারমুডার বিপক্ষে ৪১৩ রান করেছিল ভারত৷
ছবি: William West/AFP/Getty Images
সবচেয়ে দুর্বল জার্মানি
ফুটবল বিশ্বকাপে জার্মানি বর্তমানে এক নম্বর দল হলেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ব়্যাংকিংয়ে জার্মানি রয়েছে সবার নিচে৷ ৩৭টি দেশের মধ্যে জার্মানদের অবস্থান ৩৭তম!
ছবি: DW
সবচেয়ে সফল অস্ট্রেলিয়া
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া৷ দশ আসরের মধ্যে চারবারই কাপ গেছে তাদের ঘরে৷ চলতি আসরেও ফেভারিট তারা৷
ছবি: Reuters/B. Malone
10 ছবি1 | 10
সামহয়্যারইন ব্লগে চলছে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে মাতামাতি৷ ৩১৮ রান যতটা সহজে পেরিয়ে গেল টাইগাররা তাতে মাতামাতি হওয়াটাই স্বাভাবিক৷ সামহয়্যারইন ব্লগ তাই ‘নোটিস বোর্ড'টা আজ মাশরাফি বিন মুর্তজার দলকে অভিনন্দন জানানোর কাজেই ব্যবহার করেছে৷
লেখার শুরুটা পড়লেই এ ম্যাচে বাংলাদেশের পারফর্ম্যান্স সম্পর্কে ধারণা পাওয়া যায়৷ সেখানে লেখা হয়েছে, ‘‘আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভসূচনা করার পর এবার বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেল৷ বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে হারার পর কোয়ার্টার-ফাইনালে যাবার স্বপ্ন টিকিয়ে রাখার জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না৷ এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ যখন ৩১৯ রানের টার্গেট ছুড়ে দেয় তখন যে কোনো দলই চাপে পড়ে যায়৷ কিন্তু আমাদের টাইগার বাহিনী, খুব ঠান্ডা মাথায় পেশাদারিত্বের সাথে নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে আনে স্কটল্যান্ডের কাছ থেকে৷''
নওগাঁর আল মামুন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অভিনব ভঙ্গিতে৷ ‘আয় ভাই বুকে আয়' লিখে সঙ্গে একটা ছবি দিয়েছেন মামুন, সেই ছবিতে একজন মানুষ কোলাকুলি করছেন বিশাল এক বাঘের সঙ্গে৷