1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাশরাফি ভক্তের কাণ্ডে হতবাক সবাই

৬ অক্টোবর ২০১৬

ঢাকার মাঠে খেলা চলছিল আফগানিস্তানের বিরুদ্ধে৷ হঠাৎই মাঠে হাজির এক ভক্ত৷ দৌঁড়ে এসে পরম মমতায় জড়িয়ে ধরলেন মাশরাফি বিন মোর্তোজাকে৷ বাংলাদেশের অধিনায়কও হতাশ করেননি৷ ভক্তকে বুকে টেনে নিয়েছেন৷

বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড় মাশরাফি বিন মোর্তোজা
ছবি: Getty Images/AFP/Stringer

তবে বিপত্তি অন্যত্র৷ ইংল্যান্ড টিমের বাংলাদেশ সফর চলাকালে এমনিতেই নিরাপত্তা নিয়ে চলছিল নানা আলোচনা৷ তার মধ্যে ভক্তের মাঠে ঢুকে পড়ার এই কাণ্ড দেখে কেউ কেউ এটা একটা ইস্যু হতে পারে বলে আলোচনা করতে শুরু করে৷ তবে মাশরাফি সেসব বিষয় আমলে নেননি৷ বরং জানিয়েছেন, ‘‘আমাদের দেশে এরকমটা তেমন না ঘটলেও বিদেশের মাঠে হরহামেশাই ঘটে৷'' এছাড়া তিনি ম্যাচ পরবর্তী সংবাদসম্মলনে তাঁর ভক্তকে যাতে ছেড়ে দেয়া হয়, সেই অনুরোধও করেছেন৷ মাঠে থাকতে নিজেও নিরাপত্তারক্ষীদের হাত থেকে শুরুতে কিছুক্ষণ তাঁকে রক্ষা করেছিলেন মাশরাফি৷

পুলিশও মাশরাফির কথা রেখেছে৷ ভক্ত তাঁর কয়েকবন্ধুসহ থানায় নিয়ে গেলেও পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে৷ তবে সেই  ঘটনায় কয়েক পুলিশকে ‘সাসপেন্ড' করা হয়েছে বলেও জানা গেছে৷  

এদিকে, বর্তমানে বাংলাদেশ সফর করছে ইংল্যান্ড ক্রিকেট দল৷ গত জুলাইয়ে গুলশানে বিদেশিদের উপর হামলার পর এটাই সেদেশে পশ্চিমা একটি ক্রিকেট দল সফর করছে৷ পুরো সফর চলাকালে ইংলিশ খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে তাই সর্বোচ্চ চেষ্টাই করছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ