1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাসিকের সময় পুরনো কাপড় ব্যবহারের স্বাস্থ্যগত সমস্যা

৩ জানুয়ারি ২০১৭

২০১৩ সালের এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের শতকরা ৮৬ ভাগ নারী মাসিকের সময় স্যানিটারি প্যাড ব্যবহার না করে পুরনো কাপড় বা ন্যাকড়া ব্যবহার করেন৷ এতে কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন ডা: মাহমুদা আক্তার৷

ডা: মাহমুদা আক্তার
ডা: মাহমুদা আক্তারছবি: privat

স্থানীয় সরকার বিভাগ এবং ওয়াটার এইড সংস্থার সহায়তায় আইসিডিডিআরবি জরিপটি পরিচালনা করে৷ ডা. আক্তার বলেন, পিরিয়ডের সময় অপরিষ্কার পুরনো কাপড় ব্যবহার করলে জ্বর, তলপেটে ব্যথা ও মূত্রনালীতে সংক্রমণ হতে পারে৷ এছাড়া জরায়ুতে ইনফেকশন হতে পারে৷ ইনফেকশন দীর্ঘদিন থাকলে পরবর্তিতে সেটি জরায়ুর ক্যানসারে পরিণত হওয়ার আশঙ্কা থাকে৷ পুরনো, অপরিষ্কার কাপড় ব্যবহারে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাতের সম্ভাবনাও থাকে বলে জানান এই চিকিৎসক৷ বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোগাইনোকলজি বিভাগে অনারারি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন৷

Dr Mahmuda Akhter - MP3-Stereo

This browser does not support the audio element.

তবে দামের কারণে যারা স্যানেটারি প্যাড ব্যবহার করতে পারেন না তারা পুরনো কাপড় ব্যবহার করতে পারেন৷ সেক্ষেত্রে কয়েকটি বিষয় নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন ডা. আক্তার৷ তিনি বলেন, ব্যবহারের জন্য নেয়া কাপড়টি অবশ্যই পরিষ্কার হতে হবে৷ তারপর ব্যবহারের পর সেটি সাবান ও গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে৷ এরপর ইস্ত্রি করে কাপড়টি জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে৷ এছাড়া কয়েকবার ব্যবহারের পর কাপড়টি ফেলে দিতে হবে৷ নইলে ইনফেকশনের আশঙ্কা থাকবে৷

পুরনো কাপড়ের সমস্যার কথা বলতে গিয়ে ডা. আক্তার বলেন, বাজারে যে প্যাড পাওয়া যায় সেগুলোর শোষণ ক্ষমতা পুরনো কাপড়ের চেয়ে ভালো৷ ‘‘একদিনে যেমন দুই-তিনটি প্যাড ব্যবহার করলেই হয়ত চলে যেতে পারে, সেখানে হয়ত আরও বেশি কাপড়ের প্রয়োজন হতে পারে,'' বলেন তিনি৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ