করোনার বিস্তার কমাতে বিশ্বের বহু দেশেই এখন মাস্ক পরা বাধ্যতামূলক৷ তবে সাম্প্রতিক এক সমীক্ষায় জানা যায় মাস্ক সুস্থ মানুষের শারীরিক শক্তি হ্রাস করে৷
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে মাস্ক পরা বা নাক মুখ ঢেকে রাখা একজন সুস্থ মানুষের শারীরিক শক্তি কমিয়ে দিতে ভূমিকা রাখে৷ এই তথ্য প্রকাশ করেছে গত সোমবার জার্মানির লাইপৎজিশ বিশ্ববিদ্যালয় হাসপাতাল৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, যারা মাস্ক পরে শারীরিক পরিশ্রম করেন, তাদের কি কাজের মাঝে আগের তুলনায় এখন আরও বেশি বিরতি নেওয়া উচিত? তবে জার্মানিতে এখনো মাস্ক পরার কথা চিকিৎসকরা জোর দিয়ে বলেছেন৷
বিশেষজ্ঞরা তাদের সমীক্ষা চালাতে দুই ধরনের মাস্ক ব্যবহার করেন, সার্জিক্যাল মাস্ক এবং এফএফপি মাস্ক- যা সাধারণত চিকিৎসকরা ব্যবহার করেন৷ সমীক্ষায় অংশগ্রহণকারীদের বিশেষ ধরনের স্টেশনারি বাইক বা সাইকেল চালাতে দেয়া হয়৷ কখনো মাস্ক ছাড়া আবার কখনো সার্জিক্যাল মাস্ক বা এফএফপি মাস্কসহ৷ মাস্ক অংশগ্রহণকারীদের শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি করে৷ নিঃশ্বাস ছাড়ার সময় বাতাসের গতি কমে যেতে দেখা যায়৷ তাছাড়া এর্গোমিটার বা বিশেষ সাইকেল চালকদের সম্ভাব্য সর্বোচ্চ শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়৷ সেই সময় তারা স্বস্তিবোধ করেছিলেন না বলেও জানান৷
লাইপৎজিশের চিকিৎসকরা বলেন, ‘‘এই সমীক্ষাটি কোনোভাবেই সমালোচনা বা মাস্ক পরার বাধ্যবাধকতা নিয়ে নয়৷ বরং করোনা মহামারির বিস্তাররোধে বা কমিয়ে আনতে মাস্ক পরা জরুরি৷ মাস্ক পরে থাকলে একজন সুস্থ মানুষের শারীরিক শক্তি ধীরে ধীরে কমে যায় তা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হলেও করোনার ভয়াবহতার কথা আমাদের বিবেচনায় রাখা উচিত৷’’
এনএস/এসিবি (এএফপি)
দেখার মতো নয়টি ছবি
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশ কড়াকড়ি শিথিল করেছে৷ ফলে মানুষ আবার বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে৷ নয়টি ছবির মাধ্যমে বিষয়টি তুলে ধরা হলো৷
ছবি: Reuters/D. Balibouse
উদ্ভিদের জন্য কনসার্ট
বার্সেলোনার অপেরা হাউস দেল লিসেওতে মহড়ার সময় দর্শক আসনে শোভা পেয়েছে নার্সারির গাছ৷ করোনা সংক্রমণে লকডাউন শিথিলের পর দর্শকদের গুরুত্ব বোঝাতে এই অভিনব উদ্যোগ৷
ছবি: Reuters/N. Doce
মৃত্যুর চাকা
সুইজারল্যান্ডের অ্যাক্রোবেট রামন ক্যাথরিনার এক এয়ারশোতে ‘হুইল অফ দ্য ডেথ’ পারফর্ম করছেন৷
ছবি: Reuters/D. Balibouse
মস্কোতে বিজয় দিবসের প্যারেড
২৪ জুন রাশিয়ার মস্কোর রেড স্কয়ারে রুশ সেনারা বিজয় দিবসের প্যারেডে অংশ নেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে এই প্যারেড৷ মূলত অনুষ্ঠানটি হওয়ার কথা ছিলো ৯ মে৷ কিন্তু করোনা ভাইরাসের কারণে তা বাতিল করা হয়েছিল৷
ছবি: Reuters/M. Voskresenskiy
যোগব্যায়াম
ক্যানাডার টরন্টোতে এলএমএনটিএস আউটডোর স্টুডিওতে যোগব্যায়াম ক্লাস চলছে৷ সামাজিক দূরত্ব মেনে এবং সঠিক প্রটোকল মেনে সবাই এতে অংশ নিচ্ছেন৷
ছবি: Reuters/C. Osorio
ঘরে বসে খেলা দেখা
২১ জুন প্রিমিয়ার লিগে এভারটন আর লিভারপুলের খেলা চলছিলো৷ করোনা ভাইরাসের কারণে এভারটন ভক্ত স্পিডো মাইক ঘরে বসে খেলা উপভোগ করেছেন৷
ছবি: Reuters/M. Childs
মাস্ক পরে মাস্ক তৈরি
করোনা সংক্রমণ রোধে মাস্কের চাহিদা এখন ব্যাপক৷ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ‘ফেস শিল্ড’ তৈরি করছেন এক কর্মী, যিনি নিজেও মাস্ক পরে আছেন৷
ছবি: Reuters/A. D. Ulfiana
সিনেমা হলে সামাজিক দূরত্ব
ফ্রান্সে লকডাউন উঠে যাওয়ার পর প্যারিসের সিনেমাহলগুলো খুলে দেয়া হয়েছে৷ সিনেমা হলে সামাজিক দূরত্ব মেনে বসার জন্য চেয়ারগুলোতে বসিয়ে রাখা হয়েছে মিনিয়ন খেলনা৷
ছবি: Reuters/B. Tessier
বেগুনের খোসা থেকে মাস্ক
জর্ডানের শেফ ওমর সারতাওই-এর পরিকল্পনা এবং জর্ডানের ডিজাইনার প্রিন্সেস নেজলা আসেম ও সালাম ডাজানর নকশা করা মাস্ক পরে বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন এই মডেল৷ বেগুনের খোসা থেকে তৈরি করা হয়েছে এই মাস্ক৷
ছবি: Reuters/M. Hamed
সূর্যগ্রহণ দেখার ভিন্ন অভিজ্ঞতা
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ‘কিং পাওয়ার মাহানাখোন’ ভবনের ‘মাহানাখোন স্কাইওয়াক গ্লাস ট্রে’তে বসে আংশিক সূর্যগ্রহণ দেখছে একটি ছোট্ট মেয়ে৷