করোনা সংকটের কারণে লম্বা ফ্লাইট বিরতির পর স্বল্পমূল্যের আইরিশ বিমান সংস্থা রায়ান এয়ার পহেলা জুলাই থেকে পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে৷ তবে বিমানে যাত্রী এবং ক্রু সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে৷
বিজ্ঞাপন
রাইন এয়ার জানিয়েছে, জুলাইয়ে দিনে প্রায় এক হাজার ফ্লাইট চালু করা হবে যা বিমানসংস্থাটির মোট ফ্লাইটের শতকরা ৪০ ভাগ৷ তবে, এসব ফ্লাইটের মাধ্যমে তাদের যাত্রাপথ বা রুটের ৯০ ভাগ কাভার করা সম্ভব হবে বলেও জানিয়েছে সংস্থাটি৷ রায়ান এয়ার আশা করছে ইইউ-তে যে অস্থায়ী ভ্রমন নিষেধাজ্ঞা রয়েছে তা শীঘ্রই উঠে যাবে এবং বিমানবন্দরগুলোতে কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হবে৷
কতটা কঠিন বিমানবালাদের কাজ
ছিপছিড়ে গড়নে সুন্দর পোশাক; সাজসজ্জা, চালচলন আর কথোপকথনে স্মার্ট- আপনার চোখে বিমানবালাদের চিত্র যেন এমনই৷ আসলে এদের কাজ কতটা কঠিন এ নিয়ে যদি কোনো ধারণা না থাকে তবে আপনার জন্য এই ছবিঘর৷
ছবি: starush/Fotolia
ওজন বাড়লেই বিপদ
কয়েক বছর আগে এয়ার ইন্ডিয়া তার সাড়ে তিন হাজার বিমানবালার মধ্যে ৬০০ জনকে ছয় মাসের মধ্যে ওজন কমানোর নির্দেশ দেয়৷ ওজন বেড়ে যাওয়ায় ১৩০ জনকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছিল তারা৷
ছবি: picture-alliance/dpa
ঠিক সময়ে সঠিক কাজ
বিমানবালারা তাদের দায়িত্ব ঠিকমত পালন না করলে জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সমস্যা হতে পারে৷ বিমানবালারাদের দায়িত্ব পালনে ত্রুটি থাকলে যাত্রীদের জীবনও বিপন্ন হতে পারে৷
ছবি: starush/Fotolia
ওজন ঠিক সব ঠিক
বিএমআই ইনডেক্স অনুযায়ী, বিমানবালাদের শরীর নির্ধারিত স্কেলের বাইরে চলে গেলে তাকে ফ্লাইটে না নেওয়াই উত্তম৷ বিশেষজ্ঞরা বলছেন, শরীর ভারী হলে গেলে বিমানবালাদের কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়৷
ছবি: Getty Images/AFP/Raveendran
চাকরিচ্যুত
মোটা হয়ে যাওয়ায় এয়ার ইন্ডিয়া তার বিমানবালাদের এর আগেও সরিয়ে দিয়েছে৷ অতিরিক্ত ওজনের কারণে ২০০৯ সালে ১০ জন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে সরিয়ে দেয় প্রতিষ্ঠানটি৷
ছবি: Getty Images/AFP/A. Berry
জানাতে হবে ঠিকঠাক
সিট বেল্ট বাধাসহ বিমানে ভ্রমণে সুরক্ষা সম্পর্কিত বিষয়গুলো যাত্রীদের ভালোমত বুঝিয়ে দিতে হয় বিমানবালাদের; প্রতি ফ্লাইটেই এই কাজটি করতে হয় তাদের৷
ছবি: Getty Images/China Photos
বিমানেই সব
দীর্ঘ দূরত্বের ভ্রমণে বিমানবালাদের বিমানের ভেতর দীর্ঘক্ষণ থাকতে হয়৷ ফলে নিজেদের জরুরি কাজগুলো বিমানে বসে সেরে নেওয়ার পাশাপাশি কিছু যাত্রীর জরুরি চিকিৎসার ব্যবস্থাও করতে হয় তাদের৷
ছবি: Getty Images/S. Gallup
যাত্রীসেবাই আসল
যাত্রীদের সুরক্ষা সম্পর্কিত তথ্য দেয়া এবং ভ্রমণের সময় তাদের দেখভাল করা বিমানবালাদের অন্যতম দায়িত্ব৷ এছাড়া জরুরি সময়ে যাত্রীদের দ্রুত সহযোগিতার মনোভাব নিয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের প্রস্তুত থাকতে হয়৷
ছবি: picture alliance/abaca/F. Mario
হাসিমুখ
বিমানবালাদের সব সময় সতেজ থেকে যাত্রীদের সঙ্গে হাসিমুখে কথা বলতে হয়৷ এজন্য তাদের নিয়মিত সৌন্দর্যচর্চা, স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি ফিটনেসের বিষয়টিও মাথায় রাখতে হয়৷
ছবি: Getty Images/M. Medina
8 ছবি1 | 8
ফ্লাইটগুলোতে যাত্রী এবং ক্রুদের সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে৷ তবে, যাত্রাপথে যাতে কারো অসুবিধা নয় হয় সেজন্য প্রয়োজনে বিমানের তাপমাত্রা কিছুটা কমিয়ে রাখা হবে৷ করোনা মহামারীকালে বিমানে টয়লেটের সামনে লাইনে দাঁড়িয়ে থাকায়ও নিষেধাজ্ঞা থাকবে এবং জরুরি প্রয়োজনে বিমান এটেনডেন্টদের সাথে যোগাযোগ করতে হবে৷ তাছাড়াও যাত্রা বিরতি এবং গন্তব্য জানাতে যাত্রীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে৷ সেসব ডেটা ইউরোপীয় ইউনিয়নে পাঠানো হবে যাতে কোয়ারেন্টাইনের সব নিয়মকানুন পর্যবেক্ষণ করা যায়৷
উল্লেখ্য, গত সপ্তাহে জার্মান বিমান সংস্থা লুফৎহানসা জুনের মাঝামাঝি পর্যন্ত নিয়মিত ফ্লাইট চালু করার কথা ঘোষণা করেছে৷ তবে পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা সম্পর্কে কিছু জানানো হয়নি৷