1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাস্ক পরে উত্তম-সত্যজিৎ: চলচ্চিত্র উৎসব কলকাতায়

পায়েল সামন্ত কলকাতা
১৪ জানুয়ারি ২০২১

অতিমারীতে স্তব্ধ হয়ে যায়নি কলকাতার স্পন্দন৷ তারকা সমাবেশে গত ৮ জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভার্চুয়ালি উদ্বোধন করেন শাহরুখ খান৷ করোনার বিষাদেও এ যেন রাজকীয় কার্নিভাল!

উৎসব কর্তৃপক্ষ বিভিন্ন উপায়ে দূরত্ব বিধি বা মাস্কের কথা মনে করিয়ে দিয়েছেন৷ছবি: Payel Samanta/DW

করোনা ভাইরাসের আতঙ্কে ২০২০ সাল বিষাদেই কেটেছে৷ সিনেমা হল বন্ধ ছিল, বহু ছবি মুক্তিও পায়নি৷ ঋষি কাপুর, ইরফান খান, বাসু চ্যাটার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, তাপস পাল, কিম কি দুক প্রমুখ চলচ্চিত্র ব্যক্তিত্ব প্রয়াত হয়েছেন৷ তবে নতুন বছরে কলকাতা তাদের ছাড়েনি৷ ২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে(কিফ) এই সব প্রয়াত তারকাদের একটি করে চলচ্চিত্র দেখানো হবে৷  প্রত্যেক বছর নভেম্বরে এই উৎসবে দেশবিদেশের শিল্পী, কলাকুশলীরা এসে হাজির হন৷ তবে করোনায় এবারের পরিস্থিতি বদলে গেছে৷ গুণগত মান একই রেখে আয়তনে সামান্য ছোট করে এবারের উৎসবের আয়োজন৷ উৎসব ঘুরে ‘থাপ্পড়’ খ্যাত পরিচালক অনুভব সিং টুইট করলেন, ‘‘কিছু শহরের মধ্যে একটা নাছোড় স্পিরিট দেখা যায়৷ কলকাতা তার মধ্যে একটা৷’’

করোনা বিধি মেনে ৪৫টি দেশের ৮১টি সিনেমা, ৫০টি শর্টফিল্ম দেখানো হচ্ছে নন্দনের তিনটি প্রেক্ষাগৃহ, রবীন্দ্রসদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন এবং কলকাতা তথ্যকেন্দ্রে৷ বাংলা সিনেমা ২৯টি এর মধ্যে রয়েছে বাংলাদেশের রেজওয়ান শাহরিয়ার সুমিতের ছবি ‘নোনাজলের কাব্য’৷  কিংবদন্তী শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে তার অভিনীত নয়টি ছবি দেখানো হচ্ছে, থাকছে তার পরিহিত বিভিন্ন নাটকের পোশাক৷ ভানু বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, পণ্ডিত রবিশঙ্কর, এরিক রোমের, ফেদেরিকো ফেলিনির জন্মশতবর্ষে থাকছে তাঁদের নিয়ে আলোচনা৷ নানা ইনস্টলেশন, মছলিবাবার মূর্তি, বক্স অফিস লেখা অস্থায়ী তোরণ, চায়ের কেটলিতে ভরপুর নন্দন চত্বরের সিনেমাময় পরিবেশে সেলফি তোলার হিড়িক, উৎসাহী মুখ ভুলিয়ে দিচ্ছে করোনা বিষাদ৷ নন্দন চত্বরে সিনেমাপ্রেমী দর্শক সোদপুরের অপর্ণা ঘটক ডয়চে ভেলেকে বলেন, ‘‘নন্দনের লাইন আগের মতই দেখছি৷ তুলনামূলকভাবে কলকাতা ইনফরমেশন সেন্টার ফাঁকা৷ তবে আমরা সিনেমার থেকে সিনে তারকাদের বেশি দেখছি৷ ভয় কাটিয়ে সাধারণ মানুষের মতো কত আর্টিস্টরা এসেছেন! সৌমিত্র বা ভানুর আর্কাইভ ২০২১-এর সেরা পাওনা!’’

করোনার জেরে দেশের মধ্যে হায়দ্রাবাদে ফিল্মোৎসব হচ্ছে না, গোয়াতে দর্শকের উপস্থিতি সীমিত পরিসরে এবং সেখানে কোনো হলে উৎসব দেখানো হবে না, কেরলে উৎসব পিছিয়ে ফ্রেব্রুয়ারিতে শুরু হবে৷ সারা দেশে কলকাতাই প্রথম এমন সাহসিকতার সঙ্গে ফিল্মোৎসব করছে৷ উপরন্তু বইমেলা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়েছে৷ তাই নন্দনচত্বরে অন্যান্যবারের মতো ভিড় না হলেও ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছে৷ উৎসবের কার্যনির্বাহী কমিটির সদস্য পরিচালক হরনাথ চক্রবর্তী ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখানে বিদেশি ছবি দেখানো হচ্ছে, যা পরে আর দেখার সুযোগ হবে না৷ তাই যতদিন উৎসব চলবে, ততদিন মানুষ আসবে৷’’

প্রেমেন্দুবিকাশ চাকী

This browser does not support the audio element.

ওটিটি প্ল্যাটফর্মের যুগে এই জমায়েত কি নিছক কার্নিভাল নাকি সিনেমার দর্শকের ভিড়? উৎসব কর্তৃপক্ষ জানালেন, ভাল ছবির জন্য ভিড় আছে৷ আন্তর্জাতিক ছবির পাশাপাশি বাংলা ছবিতেও ভাল দর্শক হয়েছে৷ ডেলিগেট কার্ডে বা টিকিট কেটে সিনেমা দেখার পাশাপাশি সাধারণ দর্শকদের জন্য মুক্তমঞ্চে ‘দাদার কীর্তি'র মতো ছবি দেখার ব্যবস্থা করা হয়েছে৷

নন্দন চত্বরে  উৎসব প্রাঙ্গণ ঘুরে দেখা গেল, অনেকেই হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন, মুখে মাস্ক নেই৷ অথচ উৎসব কর্তৃপক্ষ চারিদিকে যথেষ্ট সচেতনভাবে দূরত্ব বিধি বা মাস্কের কথা মনে করিয়ে দিয়েছেন৷ পোস্টারে উত্তমকুমার, সত্যজিৎ রায় থেকে ‘টাইটানিক’ ছবির নায়ক-নায়িকা বা ‘ব্যাটম্যান’–এর জোকার, হ্যারি পটার সকলেই মাস্ক পরে সেই সচেতনতার বার্তাই ছড়িয়েছেন৷ উৎসবকর্মী থেকে উপস্থিত তারকারাও সকলে নীল-সাদা কিফ২৬ মাস্ক পরে রয়েছেন৷ উৎসব কমিটির সদস্য, সিনেমাটোগ্রাফার প্রেমেন্দুবিকাশ চাকী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা সারা কলকাতা জুড়েই সিনেমার বিভিন্ন চরিত্রদের মাস্ক পরিয়ে সচেতনার বার্তা দিয়েছি৷ মাস্ক না পরা থাকলে আমরা হলে ঢুকতে দিচ্ছি না৷ হলের ভিতর একটা সিট ছেড়ে বসার ব্যবস্থা করা হয়েছে৷ বাইরেও দূরত্ব বিধি মানার ব্যবস্থা রয়েছে৷ তবে সবসময় কি সরকার, প্রশাসন, কর্তৃপক্ষ শুধু দায়িত্ব পালন করবে? মানুষকেও এ ব্যাপারে সচেতন হতে হবে৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ