1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাহসা আমিনির মৃত্যুবার্ষিকী: ইরানি জনগণকে সমর্থন বার্লিনের

১৬ সেপ্টেম্বর ২০২৩

ইরানের নীতিপুলিশের হেফাজতে জিনা মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়৷ এরপর সরকারবিরোধী তীব্র বিক্ষোভ শুরু হয় ইরানে৷ ঘটনার এক বছর উপলক্ষ্যে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানালেন, বার্লিন ইরানের পাশে আছে৷ ইরানের জনগণ একা নয়৷

২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে ইরানের তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়
২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে ইরানের তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়ছবি: dpa/AP/picture alliance

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মাহসা আমিনির প্রথম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে ইরানের জনগণের সঙ্গে বার্লিনের সংহতি প্রকাশের অঙ্গীকার করলেন৷

২২ বছর বয়সি এই কুর্দি নারীকে ইরানের নীতিপুলিশ আটককরে৷ হিজাব ভুলভাবে পরার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে৷ ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়৷ এরপর ইরান সরকারের বিরুদ্ধে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ চরম আকার নেয়৷ ‘নারী, জীবন, স্বাধীনতা' এই তিনটি শব্দই বারবার শোনা গিয়েছে সেইসময় ইরানের প্রতিবাদী জনগণের স্লোগানে৷ নিরাপত্তা বাহিনী সহিংস দমন-পীড়ন চালায় প্রতিবাদকারীদের উপরে৷

বেয়ারবক বলেন, ‘‘ইরানের বিক্ষোভ খবরের শিরোনামথেকে অদৃশ্য হয়ে গেলেও, আমরা ইরানের জনগণকে একা ফেলে রাখবো না৷ ব্রাসেলস, নিউইয়র্ক এবং জেনেভাতে ইরানের জনগণের ভাগ্য নির্ধারণের বিষয়টিকে এজেন্ডায় রাখব৷''

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইইউ ইরানি কর্মকর্তাদের নিষেধাজ্ঞা দিয়েছে এবং জাতিসংঘ মানবাধিকার লঙ্ঘনের দায় নথিভুক্ত করছে যাতে দোষীদের বিচারের আওতায় আনা যায়৷

অধিকার গোষ্ঠীগুলোর মতে, ইরানে বিক্ষোভকারীদেরউপর দমন-পীড়নে ৫০০ জনেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন৷ হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এটা মন ভেঙে দিয়েছিলো আমাদের৷ আমরা বাইরে থেকে ইরানের পরিস্থিতির বদল করতে পারব না, তবে ইরানের জনগণের ‘স্বর' হয়ে উঠতে পিছপা হব না৷''

আনালেনা বেয়ারবক বলেছেন, ইরানে প্রতিবাদী মহিলারা সারা বিশ্বের কাছে সাহসের প্রতীকছবি: Andrew Caballero-Reynolds/AFP/Getty Images

নতুন নিষেধাজ্ঞা ঘোষণা

ইইউ শুক্রবার তার নিষেধাজ্ঞার কালো তালিকায় রেভোলিউশনারি গার্ডের একজন কমান্ডারসহ চার ইরানি কর্মকর্তাকে যুক্ত করেছে৷ দমন-পীড়নে ভূমিকা রাখার অভিযোগে ইতিমধ্যে প্রায় ১৭০টি ইরানি কোম্পানি এবং সংস্থার উপর ভিসা নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দ করে ইইউ৷

চারটি সংশোধনাগার, রেভোলিউশনারি গার্ডের সঙ্গে যুক্ত একটি সংবাদ সংস্থা এবং ইন্টারনেটের উপর নজরদারি করা সুপ্রিম কাউন্সিল অফ সাইবারস্পেসকেও কালো তালিকায় রাখা হয়৷

এক বিবৃতিতে ইইউ সদস্য দেশগুলি বলেছে, ‘‘ইরানের নারী ও পুরুষদের মৌলিক অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্নিশ্চিত করছে৷''

ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়াও শুক্রবার ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা করেছে৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই পদক্ষেপের লক্ষ্য ‘‘ইরানের সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারীদের কয়েকটা'' শাস্তি দেয়া৷

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাগুলো ইরানের দমন-পীড়নের সঙ্গে যুক্ত দুই ডজনেরও বেশি ব্যক্তি এবং সংস্থাকে লক্ষ্য করে দেওয়া হয়েছে৷

বাইডেন একটি বিবৃতিতে বলেন, ‘‘ইরানের জনগণ একাই নিজেরা দেশের ভাগ্য নির্ধারণ করবে৷ তবে যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ৷''

ইরানে আবার চালু নীতি পুলিশি

01:58

This browser does not support the video element.

অন্যদিকে,  ইরানকে অস্থিতিশীল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে তেহরান৷

বেয়ারবক বলেন, ‘‘ইরানের গুরুতর এবং ক্রমাগত আইন লঙ্ঘনের প্রত্যক্ষ পরিণতি এই নিষেধাজ্ঞা৷'' জার্মানির শীর্ষ কূটনীতিক যদিও বলেছেন যে, ‘‘কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত জার্মানি৷''

সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে দেখা গিয়েছে, ১৬ সেপ্টেম্বরের আগে বেশ কয়েকটি কুর্দি শহরে জোরালো নিরাপত্তা ছিলোছবি: privat

সারাবিশ্বে প্রতিবাদের পরিকল্পনা

আমিনির মৃত্যুবার্ষিকীতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে নিরাপত্তা বাহিনী প্রস্তুতি নিচ্ছে ইরানে৷

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে অধিকার কর্মীরা বলেছেন, কুর্দিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশে আমিনির নিজ শহরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে৷

নরওয়ের মানবাধিকার গোষ্ঠী হেনগাওয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বেশ কয়েকটি কুর্দি শহর ‘‘সাম্প্রতিক দিনগুলিতে আতঙ্কে রয়েছে৷ পরিস্থিতি যুদ্ধ ঘোষণার মতো বলে মনে হচ্ছে৷''

শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী ব্রাসেলসের রাস্তায় মিছিল করেছে৷ আমিনি এবং বিক্ষোভদমন অভিযানে মৃত ব্যক্তিদের ছবি নিয়ে প্রতিবাদ মিছিল হয় ব্রাসেলসে৷সপ্তাহান্তে জার্মানির শহরগুলোতে বিক্ষোভেরও পরিকল্পনা রয়েছে৷

আরকেসি/আরআর (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ