1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মায়েদের যে বিষয়ে সতর্ক হতে হবে

১৫ মে ২০১৭

শুধুমাত্র স্কুলের লাঞ্চ বক্সে কী দেয়া হচ্ছে তাই নয়, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্যসেবা নীতি নিয়ে সম্প্রতি কথা বললেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা৷ তাঁর এই বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷

USA Michelle Obama Wahlkampfrede für Hillary Clinton in Fairfax
ফাইল ছবিছবি: picture-alliance/AP Photo/M.B. Ceneta

ওয়াশিংটনে ‘হেলদিয়ার অ্যামেরিকান সামিট’-এ ওবিসিটি বা স্থূলতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে মিশেল উপস্থিত দর্শকদের প্রশ্ন করেন – কেউ যদি আপনার সন্তানকে ক্ষতিকর কিছু খেতে বলে তাতে আপনার নিশ্চয়ই খুশি হওয়ার কিছু নেই, আপনি নিশ্চয়ই বসে বসে দেখবে না? বরং এর প্রতিবাদ করবেন৷ এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে মধ্যাহ্নভোজে সোডিয়ামের মাত্রা কমিয়ে পূর্ণ শস্য আছে এমন খাদ্য দেয়ার ব্যাপারে জোর দিয়েছে ট্রাম্প প্রশাসন৷ আর তাতেই ক্ষেপেছেন মিশেল৷ তিনি বলছেন, হোল গ্রেইন বা পূর্ণ খাদ্যশস্য খেলে শিশুরা আরও স্থূল হয়ে পড়বে৷ তিনি সেখানে উপস্থিত দর্শকদের উদ্দেশে বলেন, ‘‘কেন তারা আপনার সন্তানদের খারাপ খাবার খেতে দিচ্ছে একবার চিন্তা করে দেখুন৷’’

মিশেল বরাবরই শিশুদের স্থূলতার বিরুদ্ধে সোচ্চার৷ তিনি স্থূলতা কমানোর ক্ষেত্রে সবসময় কাজ করে যাচ্ছেন৷ তাই এই সম্মেলনে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘‘আমরা যেখানে শিশুদের স্থূলতা কমানোর ক্ষেত্রে কাজ করে যাচ্ছি, সেখানে আবার পেছনে ফিরে যাওয়ার মানেটা কী? তাই পেছনে ফিরে না গিয়ে ভাবা উচিত আমাদের শিশুরা কেন স্কুলে ভালো খাবার পাবে না৷’’ তিনি মায়েদের উদ্দেশে বলেন, মায়েরা ভাবুন, আপনার সন্তানেরা ক্ষতিকর খাবার খেলে কেন আপনি চুপচাপ বসে দেখবেন৷ বাস্তবতা হলো, কেউ এটা করছে কারণ তার আপনাদের সন্তানদের নিয়ে কোন মাথাব্যথা নেই৷ তাই আমাদের চাহিদা হওয়া উচিত আমাদের শিশুদের দিকে যাতে সবাই নজর দেয়৷’’ ‘‘তাই আবারও বলতে চাই আমাদের সন্তানদের নিয়ে খেলবেন না, এটা কোনো রাজনীতির মাঠ নয়৷’’

বলা বাহুল্য, তাঁর বক্তব্য শেষ হলে পুরো হলরুম করতালিতে ফেটে পড়ে৷

এপিবি/ডিজি

১১ জানুয়ারি, ২০১৭-র এই ছবিঘরটি কি দেখেছেন?

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ