1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মা ও কন্যা শিশুর শিক্ষা অগ্রাধিকার পাচ্ছে

১২ অক্টোবর ২০১০

জলবায়ু পরির্বতনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে আমাদের জীবনধারা৷ তাই এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে মা ও শিশুকন্যার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালন করতে যাচ্ছে বাংলাদেশ৷

মা ও শিশুদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী প্রচারাভিযানের ওপর জোর দেওয়া হচ্ছেছবি: AP

‘আন্তর্জাতিক গ্রামীন নারী পর্যবেক্ষণ বাংলাদেশ কমিটি' সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে একথাই ঘোষণা করলো৷ ১৯৯৫ সালে বেইজিং সম্মেলনে ১৫ অক্টোবরকে ‘আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস' ঘোষণা করা হয়েছিলো৷ এরপর ২০০৭ সালে জাতিসংঘও এই দিবসটি অনুমোদন করে৷ আর ২০০১ সাল থেকেই নারী অধিকার নিয়ে কাজ করছে, বাংলাদেশের এমন সংস্থাগুলো নিজেরাই ‘আন্তর্জাতিক গ্রামীন নারী পর্যবেক্ষণ বাংলাদেশ কমিটি'র মাধ্যমে এই দিনটিকে পালন করে আসছে৷ এবছর জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে মা ও কন্যা শিশুর শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বেসরকারি কয়েকটি সংস্থা ও সচেতন সমাজ দেশব্যাপী পালন করতে যাচ্ছে এই দিবসটি৷

বেসরকারি সংস্থা ‘অ্যাডভান্সমেন্ট ফর সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন'র নির্বাহী পরিচালক শামীমা আক্তার বললেন, ‘‘মূলত গ্রামীন নারীদের বিষয়কে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে৷ প্রতিবছরই একটা থিম বের করা হয়৷ জলবায়ুর ক্ষতিকর দিক থেকে বাংলাদেশ একটি প্রধান দেশ৷ আর তাই এ বছর আমরা, ক্লাইমেট অ্যাডাপটেশন কর্মসূচিতে মা ও শিশুদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপী প্রচারাভিযানের ওপর জোর দিচ্ছি৷''

জলবায়ু পরিবর্তনের ফলে যে বিপর্যয় ঘটবে সেই ক্ষতির শিকার হবে মা ও কন্যা শিশুরা৷ কিন্তু তাদেরকেই খাবার যোগাড় করতে হবে, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে এবং বিশেষ করে দেখাশুনা করতে হবে শিশু ও পরিবারের বয়স্ক সদস্যদের৷ কিন্তু তারা জানেননা কিভাবে এই প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে হবে৷ তাই গ্রামীণ নারীদের সমর্থন করার জন্য ধারাবাহিকবভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করার কথাও ভাবছে উদযাপনকারী কমিটি৷ এবছর এই দিবসটি পালনের মধ্যদিয়ে গ্রামীণ নারীদের কৃতিত্ব ও গুরুত্বের কথা তুলে ধরতে চাইছে তারা৷ চাইছে অর্থনীতিতে নারীদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধ'রে সাধারণ মানুষদের সচেতন করে তুলতে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ