1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মা পাখিটার জয়

১২ জুলাই ২০১৯

পাখির ভাষা বোঝার সাধ্যি নেই মানুষের৷ কিন্তু অনাগত সন্তানের প্রাণ যখন বিপন্ন, তখন মা পাখিটার কাছে সব বাধা তুচ্ছ৷ মায়ের ভালোবাসা বুঝি এমনই হয়!

ein kleines Grebe
ছবি: picture-alliance/AP Images/AP Photo/J. S. Applewhite

কদিন আগের ঘটনা৷ চীনের উত্তর প্রান্তের শহর উলানকাব৷ ট্রাক্টর নিয়ে জমি চাষে নেমেছেন কৃষক৷ ঘুরছিল ট্রাক্টরটির চাকা৷ ট্রাক্টরটি যেদিকে যাচ্ছিল, সে পথেই ডিম পেড়েছিল ছোট্ট পাখিটি৷ ট্রাক্টরের আঘাতে ডিম গলে যাবে, প্রাণ হারাবে অনাগত সন্তান৷

এটা বুঝতে পেরে অসহায় আস্ফালন মা পাখিটার! কিন্তু কিভাবে বাঁচাবে তার অনাগত সন্তানকে? পাখিটির চিঁউ চিঁউ ধ্বনি থেকে তো তার ব্যকুলতা বোঝার সাধ্যি নেই ট্রাক্টর চালকের৷ নিজের পাখা মেলে, চালকের মনোযোগ আকর্ষণে প্রানপণ লড়াই করছিল মা পাখিটা৷

ভাষার দূরত্ব ভুলে, অনাগত সন্তানের প্রাণ রক্ষায় যেন কথা বলতেই হবে৷! সফল হলো মা পাখি৷ চালক বুঝতে পেরেই থামালেন ট্রাক্টর৷ তখন আর্তচিৎকার আর তীব্র গরমে ত্রাহি ত্রাহি অবস্থা মা পাখিটার৷ তাই তার কাছে এক বোতল পানি রেখে দিলেন চালক৷

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের ট্যুইটারে ভিডিওটি প্রকাশ করা হয়৷ তারপর ভাইরাল হতে সময় নেয়নি৷ যারা দেখেছেন তাদের সবাই হয়েছেন আবেগপ্রবণ৷

টিএম/ এসিবি (সিজিটিএন, ইন্ডিয়া এক্সপ্রেস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ