1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মায়া আপা'

১১ এপ্রিল ২০১৫

মেয়েদের দরকারি তথ্য দিয়ে সহায়তার কাজ করছে ‘মায়া আপা'৷ মেয়েরা প্রতিনিয়ত যেসব সমস্যার মুখোমুখি হন, কিন্তু কাউকে বলতে পারেননা, সেসবের সমাধানের উপায় বাতলে দেয়াই ‘মায়া আপা'-র কাজ৷

Bangladesch Frau Handy Smartphone Kommunikation
ছবি: DW/A. Islam

বাংলাদেশের বেশির ভাগ নারী এখনো নিজেদের স্বাস্থ্য সমস্যার কথা মুখ ফুটে কাউকে বলতে পারেননা৷ এমনকি ডাক্তারকে বলতেও লজ্জা হয় তাঁদের৷ নারী স্বাস্থ্যের বিষয়টি সমাজের অনেক ক্ষেত্রেই অবহেলিত৷ গর্ভাবস্থায় নারীর গর্ভের সন্তানের স্বাস্থ্য সম্পর্কে সবাই যতটা উদগ্রীব থাকেন, গর্ভধারিণীর জন্য তার কিয়দংশ উৎকণ্ঠাও খুব একটা চোখে পড়েনা৷ নারীকে তাই নিজের স্বার্থেই সচেতন হতে হয়, হতে হবে৷ নারীদের নানা তথ্য দিয়ে নিজের স্বাস্থ্য, নিরাপত্তা এবং অধিকার সম্পর্কে সচেতন এবং সক্রিয় করতেই মায়া ডটকম ডট বিডি নিয়ে এসেছে মোবাইল অ্যাপ ‘মায়া আপা'৷ অংশীদার হিসেবে উন্নয়ন সংস্থা ব্র্যাক-ও রয়েছে মায়া'র সঙ্গে৷

গত ফেব্রুয়ারি থেকে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই পাওয়া যাচ্ছে ‘মায়া আপা'৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের পরিচয় গোপন রেখে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন মেয়েরা৷ ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বিনে পয়সায় পেয়ে যাচ্ছেন উত্তর৷ শুধু স্বাস্থ্য নয়, সামাজিক ও আইনি পরামর্শও দিচ্ছে ‘মায়া আপা'৷

নারীদের জন্য অ্যাপটি তৈরি করেছেন বাংলাদেশের দুই সফটওয়্যার প্রকৌশলী আসিয়া খালেদা এবং সুব্রামি মৌটুসি৷ দুজনই নারী৷ ‘মায়া আপা'-র প্রতিষ্ঠাতা আইভি হক রাসেলও নারী৷ নিজের মায়ের কথা স্মরণ করে মোবাইল অ্যাপটির নাম ‘মায়া আপা' রেখেছেন আইভি হক রাসেল৷ মায়া-র ফেসবুক পেজ-এর নাম ‘মায়া ভিলেজ' ৷ বাংলাদেশে শহর ছাড়িয়ে প্রতিটি গ্রামে এবং দেশের বাইরের নারীদের কাছেও ‘মায়া আপা'-কে নিয়ে যেতেই খোলা হয়েছে এই পেজ৷

এসিবি/জেডএইচ (মায়া ডটকম ডট বিডি, ইন্টারনেট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ