1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মা হতে উদগ্রীব শিল্পা

২ ডিসেম্বর ২০০৯

স্বপ্নের পুরুষ রাজ কুন্দ্রাকে বিয়ের পর এবার মা হতে উদগ্রীব বলিউড তারকা শিল্পা শেঠি৷ বার্তা মাধ্যমকে সাফ জানালেন, মা হওয়ার অপেক্ষার প্রহর অসহনীয় হয়ে উঠছে তাঁর কাছে৷

ছবি: AP

সদ্য বিবাহিত শিল্পা জানান, হ্যাঁ, এখনই মা হতে চাই আমি৷ পারিবারিক জীবন শুরুর জন্য আর অপেক্ষা করতে পারবো না৷

গত ২২ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন শিল্পা আর রাজ৷ তার দু'দিন পরই বিশাল পার্টি দিয়ে চমক লাগান তারা৷ নবদম্পতি মধুচন্দ্রিমায় অ্যামেরিকায় আছেন, সেখান থেকে নাকি পাড়ি জমাবেন বাহামা দ্বীপপুঞ্জে৷

স্বভাবতই প্রশ্ন মা হতে আগ্রহী শিল্পা কি তাহলে মুম্বাই ছেড়ে লন্ডনে পাড়ি দেবেন? কারণ রাজের সব ব্যবসা বাণিজ্য নাকি লন্ডনকেন্দ্রিক৷ একইসঙ্গে পরিবারকে সময় দিতে শিল্পা কি বলিউডের কাজও কমিয়ে দেবে? অবশ্য শিল্পা জানিয়েছেন, রাজ তাঁর এই জীবনের সঙ্গে অভ্যস্ত৷ সুতরাং বিয়ের পরও আগের মতোই কাজ চালিয়ে যাবেন শিল্পা৷ আর লন্ডনকে বেছে নেবেন দ্বিতীয় ঠিকানা হিসেবে৷ এভাবেই এগিয়ে যেতে আগ্রহী তিনি৷

শিল্পার হাতে এখন দুটি ছবি৷ এর মধ্যে একটি ইন্দো-চীন যৌথ প্রযোজনার ছবি ‘ডিজায়ার', অপরটি সানি দেওল এর বিপরীতে ‘দ্য ম্যান'৷ তবে এসবের চেয়ে আপাতত মা হওয়ার স্বপ্নেই বিভোর শিল্পা!

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ