1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মা হতে চলেছেন কেট মিডলটন

৪ ডিসেম্বর ২০১২

খবরটা খাস বাকিংহ্যাম প্রাসাদের৷ এবং যে শিশুসন্তানটি আসতে চলেছে, সে ছেলে হোক আর মেয়ে হোক, কালে সে’ই হবে ইংলন্ডেশ্বর কিংবা ইংলন্ডেশ্বরী, অবশ্য হালের সংবিধান অনুযায়ী৷

Britain's Prince William and his wife Kate, Duchess of Cambridge stand outside of Westminster Abbey after their Royal Wedding in London Friday, April, 29, 2011. (Foto:Martin Meissner/AP/dapd)
ছবি: dapd

মিডিয়ায় জল্পনা-কল্পনা তো ছিলই৷ এর পর প্রিন্স উইলিয়ামের সহধর্মিণী ক্যাথারিন, ডাচেস অফ কেমব্রিজ, মোটা হলেন কি হলেন না, তা নিয়ে ট্যাবলয়েড প্রেস আর তাদের পাপারাৎসিরা বেশ কয়েক সপ্তাহ ধরে মাতামাতি শুরু করেছিল৷

সন্তান সম্ভাবনার মাত্র ১২ সপ্তাহের মধ্যে বাকিংহ্যাম প্যালেস থেকে এ ধরণের ঘোষণা আসার কারণও হলো তাই: যুক্তরাজ্যের কুখ্যাত ইয়েলো প্রেস যেন ব্যাপারটা ফাঁস না করে৷ দ্বিতীয় কারণ, হবু মাকে সকালবেলার গা'গুলনো, বমি-বমি ভাব নিয়ে একেবারে হাসপাতালে যেতে হল৷ প্রিন্স উইলিয়াম সেই হাসপাতালে ঢুকছেন, বেরচ্ছেন, তার ছবি দেখা গেল সর্বত্র৷ এর পরে আর খবরটা জনসমক্ষে প্রকাশ না করে আর কি'ই বা করা যেতে পারে!

ডাচেস অফ কেমব্রিজছবি: Reuters

গত বছরের এপ্রিলে বিয়ে, কেট এখন সন্তানসম্ভবা৷ এত তাড়াতাড়ি ‘মর্নিং সিকনেস'-এর কারণে কেউ কেউ আবার যমজ হওয়ার সম্ভাবনা দেখছেন৷ অর্থাৎ হয়ত জন্মাতে কয়েক মিনিট দেরি হওয়ার কারণেই এক রাজপুত্র কি রাজকন্যা রাজা কিংবা রানি হতে পারবেন না৷ রয়াল বার্থ'এর সিরিয়ালে এমনিতেই নাটকীয় মুহূর্তের কোনো অভাব ঘটবে না, বলে ধরে নেওয়া যেতে পারত৷

যাই হোক, ৩০ বছর বয়সি ক্যাথেরিন হাইপারএমেসিস গ্রাভিদারুম নিয়ে কিং এডোয়ার্ড দ্য সেভেন্থ হাসপাতালে গেলেন৷ অবস্টেট্রিসিয়ানরা বলছেন, ভয়ের কিছু নেই, তবে এত তাড়াতাড়ি এ'সব শুরু হলে কোনো কোনো ক্ষেত্রে বাচ্চার ওজন কমের দিকে হতে পারে৷

প্রিন্স উইলিয়ামের বয়সও তিরিশ৷ পেশায় রয়াল এয়ার ফোর্সের হেলিকপ্টার পাইলট৷ রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি৷ বাবা প্রিন্স চার্লস'এর পরেই তাঁর রাজা হবার কথা৷ প্রিন্স উইলিয়াম এবং কেট'এর প্রথম সন্তানই যে সিংহাসনে আরোহণ করবে, তা সে পুত্রই হোক আর কন্যাই হোক, এ বিষয়ে ব্রিটেন এবং যে সব কমনওয়েল্থ দেশ এখনও রানি এলিজাবেথকে তাদের রানি বলে মানে, তারা মাত্র গতবছর একমত হয়৷

ব্রিটেনে নৃপতি প্রথা এবং রাজপরিবারের বৃহস্পতি এখন তুঙ্গে৷ প্রথমে কেট আর উইলিয়ামের রূপকথার বিয়ে: সাড়ে তিন'শো বছর পরে আবার এক ‘সাধারণ' পরিবারের মেয়ে সিংহাসনের এত কাছে থাকা এক রাজপুত্রকে বিবাহ করল৷ তার পর আসে রানির শাসনের ডায়মন্ড জুবিলি৷

গত শুক্রবার কেট গিয়েছিলেন তাঁর পুরনো স্কুলে, গিয়ে সেখানকার মেয়েদের সঙ্গে এক চক্কর হকিও খেলেছেন৷ অবশ্য তারও কয়েকদিন আগে উইলিয়াম আর কেট গিয়েছিলেন কেমব্রিজে৷ সেখানে তাঁদের একটি হাতে-তৈরি বেবি-স্যুট উপহার দেওয়া হয়৷ উপহারের গায়ে লেখা ছিল: ‘ড্যাডি'স লিটল কো-পাইলট'৷ উইলিয়াম নাকি উপহারটি হাতে নিয়ে বলেন, ‘‘আমি এটা রাখব৷''

বিশ্বের সবচেয়ে বেশি বাজি ধরে অস্ট্রেলীয়রা৷ সেখানে ইন্টারনেট বেটিং'এ আপাতত কেট আর উইলিয়ামের হবু সন্তানের নাম ধরা হচ্ছে মেরি, ভিক্টোরিয়া কিংবা জন৷

এসি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ