মিংক থেকে করোনা ছড়াচ্ছে। এই আশঙ্কায় ডেনমার্কের পর এ বার আয়ারল্যান্ডেও মিংক মারা হবে।
বিজ্ঞাপন
ডেনমার্কে মিংক মারা নিয়ে বিতর্কের মধ্যেই আয়ারল্যান্ড জানিয়ে দিল, তারা এ বার একই পথে হাঁটবে। এক লাখের মতো মিংক মারা হবে। করোনার আতঙ্কে এই সিদ্ধান্ত।
প্রথমে ডেনমার্ক ও পরে সুইডেনে মিংক পালনের দায়িত্বে থাকা কর্মীদের করোনা হয়। তারপরেই কিছু বিশেষজ্ঞ বলেন, মিংক থেকেই করোনা ছড়িয়েছে। তড়িঘড়ি করে কোটি খানেক মিংক মারা হয় ডেনমার্কে। বেজির মতো দেখতে এই প্রাণীর পশম ফ্যাশন দুনিয়ায় খুবই জনপ্রিয়।
ডেনমার্কের ঘটনায় ভয় পেয়ে গেছেন আইরিশ কর্তৃপক্ষ। তাঁরা লাখ খানেক মিংক মারার পরিকল্পনা নিয়ে ফেলেছেন। আয়ারল্যান্ডে এখনো পর্যন্ত কোনো মিংক করোনায় আক্রান্ত হয়নি। তা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে, মিংক পালনে ঝুঁকি দেখা দিয়েছে। কারণ, মিংক করোনায় আক্রান্ত হচ্ছে। সেখান থেকে বিপদের কারণ ঘটছে। তাই পালিত মিংক মেরে ফেলা হবে।
করোনা সংক্রমণ রুখতে ডেনমার্কে কোটি মিংক হত্যা
ডেনমার্কে মিংক থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ এ কারণে দেশের এক কোটি ৭০ লাখ মিংককে হত্যা করার উদ্যোগ নিয়েছে সরকার৷ ছবিঘরে দেখুন বিস্তারিত৷
ড্যানিশ স্বাস্থ্য কর্মকর্তারা সশস্ত্র বাহিনীর সহায়তায় মৃত মিংকদের সামরিক এলাকায় দাফন করছে৷ মিংক থেকে করোনা সংক্রমণ ছড়াচ্ছে সন্দেহে দেশের ১ কোটি ৭০ লাখ মিংক ধ্বংস করা হচ্ছে৷ তবে এ ধরনের পদক্ষেপের কোন বৈধতা না থাকায় চ্যালেঞ্জের মুখে পড়েছে ড্যানিশ সরকার৷
মিংকের পশম বিশ্বের অন্যতম দামী ফ্যাশন-পণ্য৷ বিশ্বের ফ্যাশন দরবারে মিংকের পশমের চাহিদা সবসময়ই বেশি৷ বিশেষজ্ঞরা বলছেন, ডেনমার্কে করোনা সংক্রমণ বাড়ার একটি কারণ এই প্রাণীটি৷ দেশের সরকার তাই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে৷
সাম্প্রতিককালে এই প্রাণীর মধ্যে লক্ষ্য করা গেছে বিশেষ ধরনের জিনগত পরিবর্তন, যার ফলে করোনা ভাইরাসে আক্রান্ত মিংক থেকে সংক্রমিত হচ্ছে মানুষ৷ মিংকের শরীর থেকে পরিবর্তিত রূপের করোনা ভাইরাস যখন মানব শরীরে প্রবেশ করে, তখন তা মোকাবিলা করা অনেক ওষুধের পক্ষে কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷
ছবি: John Randeris/Ritzau Scanpix/REUTERS
খামারগুলোকে নির্দেশ
ডেনমার্কের সব খামারকে নির্দেশ দেয়া হয়েছে মিংক বাছাই করতে৷ ডেনমার্কের পুলিশ, হোমগার্ডসহ প্রতিরক্ষাবাহিনীর সদস্যরা মিংক বাছাইয়ের কাজে সহায়তা করছে৷ ডেনমার্কে এই মুহূর্তে অন্তত ২০৭টি খামারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ৷ ছবিতে ডেনমার্কের নেস্তভেদের কাছে হেনরিক নর্ডগার্ড হানসেন অ্যান্ড আন-মোনা কুলসো লারসেন খামারটিতে মৃত মিংকদের জড়ো করছেন খামারিরা৷
ছবি: Mads Claus Rasmussen/Ritzau Scanpix/REUTERS
বিশ্বের ৪০ শতাংশ মিংক পশম
ডেনমার্কে প্রায় এক কোটি ৭০ লাখ মিংক আছে৷ দেড় হাজার মিংকপালকের সমবায় সংস্থা ‘কোপেনহাগেন ফার’ থেকেই বিশ্বের ৪০ শতাংশ মিংক পশম আসে, যার বেশিরভাগই বিক্রি হয় চীন ও হংকঙে৷
ছবি: Mads Claus Rasmussen/Ritzau Scanpix/REUTERS
মিংক নির্মূলে খরচ
মিংকগুলোকে মেরে ফেলতে সরকারের খরচ হবে মোট পাঁচ বিলিয়ন ড্যানিশ ক্রোনার (বাংলাদেশি টাকায় প্রায় ৬৭০০ কোটি)৷ এছাড়া, কর্তৃপক্ষ মিংক পালকদের ক্ষতিপূরণও দেবে বলে জানিয়েছে৷
আইরিশ জাতীয় মিডিয়ার রিপোর্ট হলো, সারা দেশে তিনটি মিংক খামার আছে। যেখানে এক লাখের মতো মিংক আছে।
সুইডেন জানিয়েছে, সেখানে মিংক পালনের সঙ্গে যুক্ত বহু কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন এই সংক্রমণের সঙ্গে মিংকের যোগ আছে কি না, তা কর্তৃপক্ষ তদন্ত করে দেখছেন। ডেনমার্কে অবশ্য মিংক মারা শুরু হয়ে গেছে। কর্তৃপক্ষের দাবি, এভাবেই মিংক থেকে করোনা ছড়ানো পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। তবে ডেনমার্কে মিংক মারা নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে। কৃষিমন্ত্রী ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপর পদত্যাগের চাপ বাড়ছে।
আর উদ্বেগ বাড়ছে মিংক পালনকারীদের। অ্যামেরিকা, ইটালি, নেদারল্যান্ড, স্পেনের মিংক পালকরা খুবই চিন্তায়।