1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখের শীতকালীন অলিম্পিকে বিরোধীরা

২ অক্টোবর ২০১৩

মিউনিখ ২০২২ সালের শীতকালীন অলিম্পিক্স আয়োজনের জন্য প্রার্থী হবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু অলিম্পিক বিরোধীরাও প্রস্তুত হচ্ছে৷ ‘‘নো’লিম্পিক অ্যালায়েন্স’’ নামধারী একটি সংগঠন ‘‘বিষয়মুখী প্রতিরোধের’’ ঘোষণা দিয়েছে৷

Germany's IOC Vice-President Thomas Bach takes place beneath a huge screen with the Olympic rings during the125th IOC Session at the Hilton hotel in Buenos Aires, Argentina, 09 September 2013. Photo: Arne Dedert/dpa
আইওসি-র প্রেসিডেন্ট টোমাস বাখছবি: picture-alliance/dpa

সোমবার সন্ধ্যায় জার্মান অলিম্পিক ক্রীড়া সমিতি ডিওএসবি-র একটি ভোটে বাভারিয়ার রাজধানী আরো একবার শীতকালীন অলিম্পিক্স আয়োজনের জন্য প্রার্থী হবার আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে৷ এরপর ১০ নভেম্বর গণভোটের মাধ্যমে জনগণের কাছ থেকে এই আবেদনের জন্য অনুমোদন সংগ্রহ করা হবে৷ ১০ নভেম্বরের চারদিন পরেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আবেদন পেশ করার শেষ তারিখ৷ মিউনিখ অলিম্পিকের ভেন্যুগুলি হবে মিউনিখ শহর এবং অপরাপর তিনটি স্থান, যেখানে শীতকালীন খেলাধুলার চল আছে, যেমন গার্মিশ-পাটেনকির্শেন, শোয়েনাও আম কোয়েনিগ্সে এবং রুপোল্ডিং৷

মিউনিখ ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক্সের জন্যও আবেদন করেছিল, কিন্তু সেবার জেতে দক্ষিণ কোরিয়ার পিয়ংইয়াং৷ সেযাবৎ মিউনিখ আরো একটি ভেন্যু যোগ করে তার পরিকল্পনার উন্নতি ঘটিয়েছে, এমনকি এবার জেতারও আশা রাখে – যদি না ঐ গণভোটের ফ্যাকড়াটা থাকতো৷ অলিম্পিক বিরোধীদের মতে এই গেমস অনুষ্ঠানের জন্য যে ৩৩০ কোটি ইউরো খরচ হবে, তা অত্যন্ত বেশি৷ তাছাড়া অলিম্পিক গেমস আয়োজনের ফলে আল্পস পার্বত্য অঞ্চলের পরিবেশের যে ক্ষতি হবে বলে ধরে নেওয়া যায়, তা কম হবে, অলিম্পিক সমর্থকদের এ আশ্বাস বিরোধীরা মানতে রাজি নয়৷

অলিম্পিক্স আয়োজনে এখন থেকেই মেতেছে জার্মানি...ছবি: Reuters

নো'লিম্পিক অ্যালায়েন্সের মতে আইওসি-র সঙ্গে যে ‘হোস্ট সিটি কনট্র্যাক্ট' স্বাক্ষর করতে হবে, তা একতরফা৷ রুপোল্ডিংকে ভেন্যু করার দাবিটাও বস্তুত আদতে বিরোধীদেরই ছিল৷ ওদিকে জাতিতে জার্মান টোমাস বাখ আইওসি-র প্রেসিডেন্ট হওয়ার ফলে মিউনিখের শীতকালীন অলিম্পিক্স পাওয়ার সম্ভাবনা বাড়ে বৈ কমেনি বলে অনেকে মনে করছেন৷ তবে মিউনিখের মেয়র ক্রিস্টিয়ান উডের চোখ এখন পুরোপুরি গণভোটের দিকে: তিনি চান গণভোটে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা৷

২০২২ সালের শীতকালীন অলিম্পিক্সের জন্য একমাত্র স্বীকৃত ও ঘোষিত আবেদন হলো কাজাখস্তানের আলমাতির৷ কিন্তু আরো কয়েকটি শহর আবেদন করতে পারে, যেমন নরওয়ের অসলো, সুইডেনের অস্টারসুন্ড, স্পেনের বার্সেলোনা, পোল্যান্ডের ক্রাকাও এবং ইউক্রেনের লভিভ৷

এসি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ