1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে অক্ষরে ভরা অভিনব স্থাপত্য

১০ জুন ২০২১

স্থাপত্যের ক্ষেত্রে আজকাল চমকের অভাব নেই৷ নেদারল্যান্ডসের একদল স্থপতি নিজেদের সৃষ্টিকে অভিনব করে তুলতে শব্দ ও অক্ষরের সুচিন্তিত ব্যবহারের পথ বেছে নিয়েছেন৷ ভবনের সঙ্গে মানানসই অক্ষর ব্যবহার করছেন তারা৷

ছবি: Ossip van Duivenbode/Ossip Duivenbode/MVRDV

মিউনিখ শহরের একটি স্থাপত্য দেখে বিস্ময় না হওয়াই কঠিন৷ নেদারল্যান্ডসের বিখ্যাত স্থপতি এমভিআরডিভি ‘ভ্যার্ক ১২' নামের ভবনটি তৈরি করে সম্প্রতি জার্মান স্থাপত্য পুরস্কার পেয়েছে৷ সেই ভবনে একেবারে অন্য ভাবে ভাষার প্রয়োগ করা হচ্ছে৷ কোম্পানির অন্যতম স্থপতি ইয়াকব ফান রেইস বলেন, ‘‘ভ্যার্ক ১২ এমন এক ভবন, নানা ধরনের কোম্পানি ও সংগঠন যেটি ব্যবহার করে৷ প্রায়ই ভবনের বাইরে প্রতিষ্ঠানের লোগো বড় করে প্রদর্শিত হয়৷ কিন্তু আমরা সেটা চাই নি৷ কারণ তখন ভবনের নিজস্ব বৈশিষ্ট্য অনেকটাই চাপা পড়ে যায়৷ সেখানে বর্তমানে লোগো খুবই ছোট ভূমিকা পালন করতে পারে৷''

অক্ষরে ভরা স্থাপত্য

04:19

This browser does not support the video element.

বন্ধ হয়ে যাওয়া কারখানার জমিতে বেশ কয়েক বছর ধরে সৃজনশীলতার নানা পরিচয় দেখা যাচ্ছে৷ নতুন ভবনে কোন কোন শব্দ মানানসই হবে, তা জানতে স্থপতিরা স্থানীয় শিল্পীদের দ্বারস্থ হয়েছিলেন৷ ক্রিস্টিয়ান এঙেলমান ও সতীর্থদের মনে বেশ কিছু মজার আইডিয়া এসেছিল৷ ক্রিস্টিয়ান বলেন, ‘‘আমরা নির্দিষ্ট কোডের মাধ্যমে ভেতরে আসতে চেয়েছিলাম৷ যেমন তিনবার দ্রুত এবং তিনবার ধীরে ধীরে এসওএস ব্যবহার করার কথা ভেবেছিলাম৷ তবে দ্রুত বুঝলাম যে সেটা সম্ভব নয়৷ কারণ সেটা মূল শব্দের তুলনায় তিন গুণ বড়৷ বেশিরভাগ কোড মূল শব্দের তুলনায় আরও দীর্ঘ৷ তারপর এলওএল নিয়ে ভাবনাচিন্তা হলো৷ অবশেষে কমিকের ভাষা ঘেঁটে পছন্দের শব্দ খুঁজে পেলাম৷ সেই জগতে শুধু কোনো কিছু বলা হয় না, অনুভূতিও প্রকাশ করা হয়৷ সেটা আমাদের জন্য জরুরি ছিল৷''

ভবনের বাইরে অক্ষরের ব্যবহার এই প্রথম নয়৷ যেমন নেদারল্যান্ডসের এক গ্যাস ভাণ্ডারে রাসায়নিক উপাদানের ফর্মুলা স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে৷ জার্মানির পূর্বাঞ্চলে কটবুস শহরের একটি লাইব্রেরি ভবনে অক্ষরগুলি জট পাকিয়ে রয়েছে৷ পর্তুগালের রাজধানী লিসবনের অব্যবহৃত এক চ্যাপেলের গায়ে আশীর্বাদের বাণী শোভা পাচ্ছে৷ ফ্রান্সের মঁপেলিয়ে শহরে এক ডিজাইন সেন্টারে মানুষ খাওয়াদাওয়া, বই পড়া ও স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছেন৷

বারবারা দেশঁ বার্লিনের অক্ষর মিউজিয়ামের কর্ণধার৷ অক্ষর নিয়ে খেলা পছন্দ হলেও ভবনের গায়ে অক্ষরের যথেচ্ছ ব্যবহার তাঁর পছন্দ নয়৷ বারবারা বলেন, ‘‘আমার মতে, স্থাপত্যের ক্ষেত্রে একটা সমস্যা হলো দীর্ঘমেয়াদী ভিত্তিতে সবকিছু পরিকল্পনা করতে হয়৷ একটি অক্ষর স্থির হলে সেটি আক্ষরিক অর্থে সিমেন্টে ঢালাই করা হয়৷ ফলে চট করে বদলানোর উপায় থাকে না৷ তাই কোনো অক্ষর পাঁচ বছর পর আদৌ আকর্ষণীয় বা ইন্টারেস্টিং থাকবে কিনা, আজই তা ভাবতে হবে৷ নাকি হালের কোনো বিষয় হিসেবেই সেটি এখন আকর্ষণীয়?''

মিউনিখের ‘ভ্যার্ক ১২' ভবনটিতেই রটারডামের স্থপতিরা প্রথম বার অক্ষর নিয়ে পরীক্ষা চালান নি৷ আমস্টারডামের ‘অ্যালফাবেট বিল্ডিং'-এও তাঁরা সেই আইডিয়া প্রয়োগ করেছিলেন৷ তাইওয়ানের ওয়াই হাউসও হুবহু সেই অক্ষরের আকারে তৈরি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে গ্রাফিটি স্টাইল অনুযায়ী একটি ভবন তৈরি করা হয়েছে৷ জার্মানির মানহাইম শহরে একটি সেনানিবাস পুনর্গঠনের সময় ‘এম' এবং ‘ও' অক্ষরের আকারে ভবন তৈরি করা হয়েছে৷ এমভিআরডিভি কোম্পানির স্থপতি ইয়াকব ফান রেইস মনে করেন, ‘‘কোনো অক্ষরের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে স্থাপত্য একটা ভিন্ন অর্থ পেয়েছে৷ সাধারণত ভবনের উপর শুধু বিজ্ঞাপন দেখা যায়, যা স্থাপত্যের মহিমা ঢেকে দেয়৷ অন্য পথ গ্রহণ করতে হবে৷ সেটা আরও ভালোভাবে সম্পৃক্ত করতে হবে৷''

একবার ‘ভ্যার্ক ১২' ভবনটি নিজের চোখে দেখলে কখনো ভোলার উপায় নেই৷ কমিক বইয়ের শব্দগুলি সেটিকে অনবদ্য আকর্ষণ করে তুলেছে৷

ইয়ান্স ওর্টেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ