1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে অক্ষরে ভরা অভিনব স্থাপত্য

১০ জুন ২০২১

স্থাপত্যের ক্ষেত্রে আজকাল চমকের অভাব নেই৷ নেদারল্যান্ডসের একদল স্থপতি নিজেদের সৃষ্টিকে অভিনব করে তুলতে শব্দ ও অক্ষরের সুচিন্তিত ব্যবহারের পথ বেছে নিয়েছেন৷ ভবনের সঙ্গে মানানসই অক্ষর ব্যবহার করছেন তারা৷

ছবি: Ossip van Duivenbode/Ossip Duivenbode/MVRDV

মিউনিখ শহরের একটি স্থাপত্য দেখে বিস্ময় না হওয়াই কঠিন৷ নেদারল্যান্ডসের বিখ্যাত স্থপতি এমভিআরডিভি ‘ভ্যার্ক ১২' নামের ভবনটি তৈরি করে সম্প্রতি জার্মান স্থাপত্য পুরস্কার পেয়েছে৷ সেই ভবনে একেবারে অন্য ভাবে ভাষার প্রয়োগ করা হচ্ছে৷ কোম্পানির অন্যতম স্থপতি ইয়াকব ফান রেইস বলেন, ‘‘ভ্যার্ক ১২ এমন এক ভবন, নানা ধরনের কোম্পানি ও সংগঠন যেটি ব্যবহার করে৷ প্রায়ই ভবনের বাইরে প্রতিষ্ঠানের লোগো বড় করে প্রদর্শিত হয়৷ কিন্তু আমরা সেটা চাই নি৷ কারণ তখন ভবনের নিজস্ব বৈশিষ্ট্য অনেকটাই চাপা পড়ে যায়৷ সেখানে বর্তমানে লোগো খুবই ছোট ভূমিকা পালন করতে পারে৷''

অক্ষরে ভরা স্থাপত্য

04:19

This browser does not support the video element.

বন্ধ হয়ে যাওয়া কারখানার জমিতে বেশ কয়েক বছর ধরে সৃজনশীলতার নানা পরিচয় দেখা যাচ্ছে৷ নতুন ভবনে কোন কোন শব্দ মানানসই হবে, তা জানতে স্থপতিরা স্থানীয় শিল্পীদের দ্বারস্থ হয়েছিলেন৷ ক্রিস্টিয়ান এঙেলমান ও সতীর্থদের মনে বেশ কিছু মজার আইডিয়া এসেছিল৷ ক্রিস্টিয়ান বলেন, ‘‘আমরা নির্দিষ্ট কোডের মাধ্যমে ভেতরে আসতে চেয়েছিলাম৷ যেমন তিনবার দ্রুত এবং তিনবার ধীরে ধীরে এসওএস ব্যবহার করার কথা ভেবেছিলাম৷ তবে দ্রুত বুঝলাম যে সেটা সম্ভব নয়৷ কারণ সেটা মূল শব্দের তুলনায় তিন গুণ বড়৷ বেশিরভাগ কোড মূল শব্দের তুলনায় আরও দীর্ঘ৷ তারপর এলওএল নিয়ে ভাবনাচিন্তা হলো৷ অবশেষে কমিকের ভাষা ঘেঁটে পছন্দের শব্দ খুঁজে পেলাম৷ সেই জগতে শুধু কোনো কিছু বলা হয় না, অনুভূতিও প্রকাশ করা হয়৷ সেটা আমাদের জন্য জরুরি ছিল৷''

ভবনের বাইরে অক্ষরের ব্যবহার এই প্রথম নয়৷ যেমন নেদারল্যান্ডসের এক গ্যাস ভাণ্ডারে রাসায়নিক উপাদানের ফর্মুলা স্পষ্ট ফুটিয়ে তোলা হয়েছে৷ জার্মানির পূর্বাঞ্চলে কটবুস শহরের একটি লাইব্রেরি ভবনে অক্ষরগুলি জট পাকিয়ে রয়েছে৷ পর্তুগালের রাজধানী লিসবনের অব্যবহৃত এক চ্যাপেলের গায়ে আশীর্বাদের বাণী শোভা পাচ্ছে৷ ফ্রান্সের মঁপেলিয়ে শহরে এক ডিজাইন সেন্টারে মানুষ খাওয়াদাওয়া, বই পড়া ও স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছেন৷

বারবারা দেশঁ বার্লিনের অক্ষর মিউজিয়ামের কর্ণধার৷ অক্ষর নিয়ে খেলা পছন্দ হলেও ভবনের গায়ে অক্ষরের যথেচ্ছ ব্যবহার তাঁর পছন্দ নয়৷ বারবারা বলেন, ‘‘আমার মতে, স্থাপত্যের ক্ষেত্রে একটা সমস্যা হলো দীর্ঘমেয়াদী ভিত্তিতে সবকিছু পরিকল্পনা করতে হয়৷ একটি অক্ষর স্থির হলে সেটি আক্ষরিক অর্থে সিমেন্টে ঢালাই করা হয়৷ ফলে চট করে বদলানোর উপায় থাকে না৷ তাই কোনো অক্ষর পাঁচ বছর পর আদৌ আকর্ষণীয় বা ইন্টারেস্টিং থাকবে কিনা, আজই তা ভাবতে হবে৷ নাকি হালের কোনো বিষয় হিসেবেই সেটি এখন আকর্ষণীয়?''

মিউনিখের ‘ভ্যার্ক ১২' ভবনটিতেই রটারডামের স্থপতিরা প্রথম বার অক্ষর নিয়ে পরীক্ষা চালান নি৷ আমস্টারডামের ‘অ্যালফাবেট বিল্ডিং'-এও তাঁরা সেই আইডিয়া প্রয়োগ করেছিলেন৷ তাইওয়ানের ওয়াই হাউসও হুবহু সেই অক্ষরের আকারে তৈরি৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরে গ্রাফিটি স্টাইল অনুযায়ী একটি ভবন তৈরি করা হয়েছে৷ জার্মানির মানহাইম শহরে একটি সেনানিবাস পুনর্গঠনের সময় ‘এম' এবং ‘ও' অক্ষরের আকারে ভবন তৈরি করা হয়েছে৷ এমভিআরডিভি কোম্পানির স্থপতি ইয়াকব ফান রেইস মনে করেন, ‘‘কোনো অক্ষরের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে স্থাপত্য একটা ভিন্ন অর্থ পেয়েছে৷ সাধারণত ভবনের উপর শুধু বিজ্ঞাপন দেখা যায়, যা স্থাপত্যের মহিমা ঢেকে দেয়৷ অন্য পথ গ্রহণ করতে হবে৷ সেটা আরও ভালোভাবে সম্পৃক্ত করতে হবে৷''

একবার ‘ভ্যার্ক ১২' ভবনটি নিজের চোখে দেখলে কখনো ভোলার উপায় নেই৷ কমিক বইয়ের শব্দগুলি সেটিকে অনবদ্য আকর্ষণ করে তুলেছে৷

ইয়ান্স ওর্টেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ