1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে ছুরির আঘাতে নিহত ১

১০ মে ২০১৬

জার্মানির মিউনিখ শহরের রেল স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে ট্রেন যাত্রী ও পথচারীদের ওপর হামলা চালায়৷এতে ১ জন নিহত,৩ জন আহত হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ পুলিশকে জানান, হামলার আগে হামলাকারী ‘আল্লাহু আকবর' বলে চিৎকার করে৷

মিউনিখ শহরের সেই রেল স্টেশনটি
ছবি: picture-alliance/dpa/A. Gebert

Stabbing near Munich

00:33

This browser does not support the video element.

মঙ্গলবার স্থানীয় সময় ভোর পৌনে পাঁচটার দিকে মিউনিখের গ্রাফিং এস-বান স্টেশনে ঘটনাটি ঘটে৷ স্টেশনে তখন বেশি লোক ছিল না৷ একটি লোকাল ট্রেনের ভেতরে প্রথম হামলাটি চালানো হয়৷ সেখানে একজনকে আহত করে হামলাকারী ছুটে বেরিয়ে পড়ে৷ প্ল্যাটফর্মে দাঁড়ানো একজনকে ছুরিকাঘাত করার পর দৌড়ে চলে যায় স্টেশনের বাইরে৷ সেখানে ছুরির আঘাতে আহত হয় দু'জন৷ আহতদের একজনকে বাঁচানো যায়নি৷

বাভারিয়া অঞ্চলের পুলিশ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে হামলাকারির বয়স ২৭৷ তবে সে বাভারিয়া অঞ্চলের অধিবাসী নয়৷ ভোর রাতে ওই ব্যক্তি কেন নিরীহ মানুষদের ওপর হামলা চালালো তার কোনো কারণ এখনো জানা যায়নি৷ প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ পুলিশকে বলেছেন, হামলাকারী হামলার সময় ‘আল্লাহু আকবর' বলে চিৎকার করেছে৷ তাদের দাবি ঠিক কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ৷

স্টেশনের বাইরে দুই সাইকেল আরোহীর ওপর হামলা চালা্নোর পরই হামলাকারীকে আটক করে পুলিশ৷ আটকের সময় তার হাতে ৩ দশমিক ৯ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ছুরি ছিল৷ পুলিশ সেটিও জব্দ করেছে৷

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ