1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে বায়ার্নের মধুর প্রতিশোধ

৬ ডিসেম্বর ২০১২

চ্যাম্পিয়নস লিগের খেলায় নিজেদের মাঠে বিএটিই বরিসভকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ৷ এই জয় মিউনিখকে গ্রুপ-এফ’র শীর্ষ অবস্থান এনে দিয়েছে৷ খেলা শেষে অবশ্য উভয় পক্ষেই খেলোয়াড় ছিল দশ জন করে৷

ছবি: Getty Images

বায়ার্নের কাছে এই খেলা ছিল প্রতিশোধ নেওয়ার সুযোগ৷ বেলারুশে বরিসভের কাছে ৩-১ গোলে হেরেছিল সেদল৷ সেই পরাজয় কোনভাবেই প্রত্যাশিত ছিল না৷ খোদ বায়ার্নই বিস্ময় প্রকাশ করেছিল এমন হারের পর৷ মোটের উপর সেই পরাজয়, বায়ার্নকে খানিকটা পিছিয়েও দিয়েছিল৷

যা হোক, বুধবার রাতে বায়ার্নের পক্ষে গোল বন্যার সুচনা করেন মারিও গোমেস৷ খেলা শুরুর ২২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নিয়ে যান তিনি৷ খেলার দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই অবশ্য বায়ার্ন একজন খেলোয়াড় হারায়৷ ৫১ মিনিটের মাথায় মাঠ ত্যাগ করতে বাধ্য হন জেরোম বোয়েটিং৷

অবশ্য দর্শকদের তখনও অনেক কিছু দেখা বাকি ছিল৷ খেলার ৫৪ মিনিটে দলের পক্ষে জয়ের পাল্লা ভারি করেন থমাস ম্যুলার৷ এরপর জেয়ারডান শাকিরি আরেক গোল করে বায়ার্নের জয় মোটামুটি নিশ্চিত করে ফেলেন৷

গোলের পর শাকিরিছবি: Getty Images

শুরুতেই যেটা বলেছি, উভয় পক্ষ খেলা শেষ করেছে দশজন করে খেলোয়াড় নিয়ে৷ খেলার ৬৯ মিনিটের মাথায় পেনাল্ট আদায়ের জন্য ফাউলের অভিনয়ের অপরাধে সেদলের ডেনিস পোলিয়াকভকে মাঠ থেকে বের করে দেওয়া হয়৷ এরপর বায়ার্নের পক্ষে আরো একটি গোল করেন ডেভিড আলাবা৷ বরিসোভ অবশ্য খেলা শেষ হওয়ার আগে একটি গোল পরিশোধের সুযোগ পায়৷ ফলাফল তাই ৪-১৷

খেলা শেষে বায়ার্নের গোলরক্ষক মানুয়েল নয়ার জানান, বেলারুশে পরাজয়ের পর প্রতিশোধের বিষয়টি তাদের মাথাতেই ছিল৷ তিনি বলেন, ‘বরিসভে পরাজয়ের পর এটা ছিল আমাদের জন্য অবশ্যই জিততে হবে – এমন ম্যাচ৷ আমরা দেখাতে চেয়েছি, আমরা তাদের চেয়ে ভালো দল৷ কিন্তু আমাদের একটি গোল হজমও করতে হয়েছে, যা বিরক্তিকর৷'

বায়ার্ন কোচ ইয়ুপ হাইনকিসও সন্তুষ্ট৷ তিনি বলেন, ‘‘আমাদের লক্ষ্য ছিল এই খেলায় এবং গ্রুপ পর্যায়ে জেতা৷ আমরা অনেক রিসার্ভ খেলোয়াড় নিয়ে সেটা ভালোভাবেই করেছি৷''

এআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ