1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখে হামলাকারীসহ ১০ জন নিহত

২৩ জুলাই ২০১৬

মিউনিখ এখন শান্ত৷ পুলিশ জানিয়েছে, এক টিন-এজ হামলাকারীর গুলিতে এ পর্যন্ত ৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে৷ হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে৷

মিউনিখে হামলার পর পুলিশ প্রহরা
ছবি: Reuters/C. Mang

শুক্রবার স্থানীয় সময় ছয়টার দিকে জার্মানির বাভেরিয়া রাজ্যের রাজধানী মিউনিখ শহরের একটি বাণিজ্যিক এলাকায় এ হামলা হয়৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের কেন্দ্র থেকে প্রায় এক কিলোমিটার দূরের ওই এলাকার ফাস্টফুড চেইন শপ ‘ম্যাকডোনাল্ডস' থেকে শুরু হয় গুলিবর্ষণ৷ সেখান থেকে গুলি করতে করতে এক হামলাকারীকে পাশের একটি শপিং মলে ঢুকতে দেখা যায় বলেও জানায় প্রত্যক্ষদর্শীরা৷ ওই শপিংমলেই বেশি হতাহতের ঘটনা ঘটে৷

দীর্ঘ উৎকণ্ঠা এবং আতঙ্কের অবসান ঘটিয়ে অবশেষে মিউনিখ পুলিশের প্রধান হুবার্টাস আন্দ্রে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ হামলায় একজনই জড়িত ছিল৷ হামলাকারী ইরানী বংশোদ্ভুত জার্মান নাগরিক বলেও জানান তিনি৷

Munich shooting - teenager kills nine and himself

02:52

This browser does not support the video element.

এর আগে মিউনিখ পুলিশের এক মুখপাত্র জানিয়েছিলেন, হামলায় তিন জন জড়িত৷ হামলাকারীরা পলাতক এবং তাদের খুঁজে বের করার জন্য অভিযান শুরু করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি৷

কর্মমুখর সপ্তাহ শেষে শুক্রবার মিউনিখবাসী যখন সপ্তাহান্তের কেনাকাটা এবং আনন্দে গা ভাসানোয় ব্যস্ত তখনই গুলির শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ হামলাস্থল থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করে সবাই৷

শহরে তখন সব ধরনের যানচলাচল বন্ধ৷ ম্যাকডোনাল্ডস এবং পাশের বিপণিবিতানসহ বেশ বড় এলাকা ঘিরে রেখে হামলাকারীদের খুঁজে বের করার অভিযান শুরু করে পুলিশ৷

পরে হামলাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়৷ মৃতদেহটি যে হামলাকারীর সে বিষয়ে নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে মিউনিখ পুলিশের প্রধান হুবার্টাস আন্দ্রে বলেন, ‘‘ আমরা নিঃসন্দেহে খুব কঠিন একটি দিন কাটালাম৷'' তিনি জানান, ১৮ বছর বয়সি ইরানি বংশোদ্ভূত জার্মান ওই বন্দুকধারীর গুলিতে নয় জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে৷ আহতদের মধ্যে কয়েকজন শিশু আছে বলেও জানিয়েছেন তিনি৷

এদিকে মিউনিখ হামলার নিন্দা জানিয়েছেন অনেক রাষ্ট্রনেতা৷

ফ্রান্সের প্রেসিডেন্ট ওঁলদ এ হামলাকে ‘সন্ত্রাসবাদীদের হামলা' আখ্যা দিয়ে বলেছেন, ‘‘ইউরোপীয় দেশগুলোতে আতঙ্ক ছড়ানোর উদ্দ্যেশ্যেই এই হামলা চালানো হয়েছে৷''

Obama pledges support after Munich shooting

00:26

This browser does not support the video element.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র জার্মানির পাশে আছে৷

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার সব বন্ধুরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘‘ইউরোপ এবং সারা বিশ্বের সব বন্ধু আমাদের পাশে আছে জেনে খুব ভালো লাগছে৷''

এসিবি/এআই (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ