1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিউনিখ

৭ সেপ্টেম্বর ২০১২

১৯৭২ সালে অলিম্পিক আয়োজনের সুযোগ পেয়েছিল জার্মানি, মিউনিখ শহরে৷ কিন্তু একটি ঘটনা সেই প্রতিযোগিতার উপর কালো ছায়া ফেলে দেয়৷ ৫ই সেপ্টেম্বর আরব সন্ত্রাসবাদীরা গেমস ভিলেজে ইসরায়েলি অ্যাথলিটদের উপর হামলা চালায়৷

Israel's Vice Prime Minister Silvan Shalom stands in silence after laying a wreath at the memorial to the eleven members of the Israeli Olympic team and one German police officer who were killed in an attack by the radical Palestinian group Black September, during the 1972 Munich Olympic Games, in Munich September 5, 2012. REUTERS/Michael Dalder (GERMANY - Tags: POLITICS SPORT OLYMPICS CIVIL UNREST)
ছবি: Reuters

জার্মানিতে অলিম্পিকের তাৎপর্য

হিটলার আমলে ইহুদি নিধন যজ্ঞ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বারের মতো অলিম্পিক আয়োজনের সুযোগ পায় তৎকালীন পশ্চিম জার্মানি৷ সেই অলিম্পিকেই ইসরায়েলি অ্যাথলিটদের উপর হামলার ঘটনার প্রতীকি তাৎপর্য বলার অপেক্ষা রাখে না৷ ‘ব্ল্যাক সেপ্টেম্বর' গোষ্ঠীর ফিলিস্তিনি সন্ত্রাসবাদীরা গেমস ভিলেজে এই হামলা চালায়৷ ১১ জন অ্যাথলিটদের তারা পণবন্দি করে৷ তাদের মধ্যে দু'জন ঘটনার সময়েই নিহত হন৷ বাকিদের মুক্ত করার অভিযানও ব্যর্থ হয়৷ এমনকি অলিম্পিক প্রতিযোগিতা মাঝপথে বন্ধ করে দেওয়ার কথাও উঠেছিল৷

তৎকালীন জার্মান প্রেসিডেন্ট গুস্তাভ হাইনেমান ২০তম অলিম্পিক প্রতিযোগিতার উদ্বোধন করেন৷ ১৯৩৬ সালে হিটলারের আমলে বার্লিন অলিম্পিকের শীতল স্মৃতি তখনো কেটে যায় নি৷ ১৯৭২ সালের পশ্চিম জার্মানিকে একেবারে অন্য আলোকে বিশ্বের কাছে তুলে ধরার একটা বিশেষ তাগিদ ছিল আয়োজকদের মনে৷ এই জার্মানি আগ্রাসী, অমানবিক সামরিক শক্তি নয় – শান্তিপূর্ণ ও বন্ধুভাবাপন্ন এক সমাজ হয়ে উঠেছে এই দেশ৷ এমন একটি বার্তাই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল৷

সে সময়ে মিউনিখ শহরের পরিবেশের বর্ণনা দিতে গিয়ে ক্লাউস স্ট্যুৎসার বললেন, আনন্দের মোড়কে ঢাকা ছিল মিউনিখ৷ বিশেষ করে তৎকালীন পূর্ব জার্মানিকে হারাতে পারলে সেই আনন্দের মাত্রা আরও বেড়ে যেত৷ ২৮ বছরের তরুণ হিসেবে তিনি স্বেচ্ছাসেবীর দলে নাম লিখিয়েছিলেন৷

মিউনিখ অলিম্পিকে অংশগ্রহণকারী সিঙ্গাপুর দলছবি: AP/AP/dapd

মিউনিখের উপর কালো ছায়া

৫ই সেপ্টেম্বর সকালে গোটা পরিবেশ বদলে গেলো৷ সশস্ত্র আরব সন্ত্রাসবাদীরা অলিম্পিক ভিলেজে ঢুকে পড়ে৷ তাদের লক্ষ্যই ছিলো ইসরায়েলি অ্যাথলিটদের পণবন্দি করা৷ সে সময়ে ঘটনাস্থলে জার্মানির রেডিও ও টেলিভিশন নেটওয়ার্ক এআরডি'র প্রতিনিধি ছিলেন ডাগোবার্ট লিন্ডাউ৷ স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বললেন, সারারাত ধরে শুটিং করার পর গোটা টিমের সঙ্গে ভোরে কাজ গুটিয়ে নিচ্ছিলেন তিনি৷ কিন্তু কাজের শেষে আর বিশ্রামের সুযোগ পান নি তিনি৷

স্বঘোষিত ‘ব্ল্যাক সেপ্টেম্বর' গোষ্ঠী ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক ২০০রও বেশি বন্দির মুক্তির দাবি করে৷ ইসরায়েল অবশ্য এমন দাবি মানতে চায় নি৷ তখন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন হান্স ডিটরিশ গেনশার৷ তিনি নিজে সন্ত্রাসবাদীদের সঙ্গে আলোচনা চালিয়েছিলেন৷

তখনও সিএনএন বা সহজে সরাসরি টেলিভিশন সম্প্রচারের দিন শুরু হয় নি৷ সর্বশেষ পরিস্থিতি জানতে রুদ্ধশ্বাসে রেডিওর সামনে বসে ছিল গোটা দেশ৷ রিপোর্টার জানালেন, দুপুর ৪টা বেজে ৩৫ মিনিটে জার্মান প্রতিনিধিদল আরব সন্ত্রাসবাদীদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা চালালেন৷ দাবি মেনে নেওয়ার জন্য বিকাল ৫টা পর্যন্ত মেয়াদ স্থির করে দিয়েছিল তারা৷ সেই সময় পেরিয়ে গেছে৷

বিভ্রান্তি ও প্রতিক্রিয়া

নেপথ্যে গোটা ঘটনাটিকে ঘিরে ব্যাপক আলোড়ন দেখা দিয়েছিল৷ ঘটনার দায়িত্ব কার, কে কোন নির্দেশ দিতে পারে – এ সব বিষয় নিয়ে বেশ বিভ্রান্তি ছিল৷ জার্মানির ফেডারেল কাঠামোয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূমিকা স্থির করে দেওয়া আছে ঠিকই৷ কিন্তু এমন পরিস্থিতির জন্য সেই কাঠামো মোটেই প্রস্তুত ছিল না৷ ফলে বার্লিন না বাভারিয়া – কে অলিম্পিকে হামলার দায়-দায়িত্ব নিয়ে পদক্ষেপ নেবে, তা স্পষ্ট ছিল না৷ শেষ পর্যন্ত জার্মান সরকার সন্ত্রাসবাদীদের দাবি মেনে নেওয়ার ‘অভিনয়' করে৷ সন্ত্রাসবাদী ও তাদের পণবন্দিদের বিশেষ বিমানে করে মিশরে যাবার প্রস্তুতি শুরু হয়৷ প্রথমে তাদের হেলিকপ্টারে চাপিয়ে নিয়ে যাওয়া হয়৷ সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করার প্রচেষ্টা ব্যর্থ হয়৷ ৯ জন পণবন্দিই প্রাণ হারান৷ সন্ত্রাসবাদীরা ও একজন জার্মান পুলিশ অফিসারও নিহত হয়৷

জার্মানিতে শোকের ঢল নেমে আসে৷ তবে শোক সত্ত্বেও অলিম্পিক প্রতিযোগিতা চালিয়ে যাবার সিদ্ধান্ত নেওয়া হয়৷

এই সিদ্ধান্ত অবশ্য বিতর্কেরও সৃষ্টি করেছিল৷ অনেক অ্যাথলিট আর খেলতে চান নি৷ জার্মানির মাটিতে আবার ইহুদিদের হত্যার মর্মান্তিক ঘটনাও জনমানসে দাগ কেটেছিল৷ এবার সন্ত্রাসবাদীরা সেই কাণ্ডের জন্য দায়ী হলেও জার্মানির কর্তৃপক্ষ অসহায় হয়ে পড়ায় সমালোচনার ঝড় উঠেছিল৷ ২০১২ সালে জানা গেছে, যে জার্মান নব্য নাৎসি'রা ফিলিস্তিনি সন্ত্রাসবাদীদের সহায়তা করেছিল৷

প্রতিবেদন: মিশায়েল মারেক / এসবি

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ