1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইওসি-কে হলুদ কার্ড

১৪ নভেম্বর ২০১৩

মিউনিখ ও তার চারপাশের গ্রামগঞ্জ যে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক্স আয়োজনের প্রার্থী হবার বিরুদ্ধে এ ভাবে রুখে দাঁড়াবে, তা কে ভাবতে পেরেছিল! কিন্তু বোঝা গেল: জার্মানরা এ ধরনের মেগা স্পোর্টস ইভেন্টের বিরোধী৷

ARCHIV - Olympiagegner demonstrieren am 06.11.2013 bei einem Flashmob in München (Bayern) mit T-Shirts, auf denen die Aufschrift «Nolympia2022» steht, gegen die Bewerbung um die Olympischen Winterspiele 2022 in der bayerischen Landeshauptstadt. Am 10.11.2013 finden in München, Garmisch-Partenkirchen und den Landkreisen Traunstein und Berchtesgaden Bürgerentscheide um die Einreichung der Bewerbung für die Olympischen Winterspiele 2022 statt. Foto: Peter Kneffel/dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

বলতে কি, মিউনিখের ২০২২ সালের শীতকালীন অলিম্পিক্স পাওয়ার সম্ভাবনা বেশ ভালোই ছিল, কেননা রবিবার পর্যন্ত মাত্র আর দু'টি শহর সরকারিভাবে তাদের প্রার্থী হবার অভিপ্রায় জানান দেয়: কাজাখস্তানের আলমাটি ও ইউক্রেনের লভিভ৷

অথচ মিউনিখ ও তার আশেপাশের তিনটি বসতির বাসিন্দারা ২০২২ সালের শীতকালীন অলিম্পিক্স-কে মিউনিখে আনার পরিকল্পনা একরকম নির্দয়ভাবে প্রত্যাখ্যান করল৷ এক্ষেত্রে মনে রাখা দরকার, ২০১৮ সালের শীতকালীন অলিম্পিক্স মিউনিখে আনার প্রচেষ্টা ব্যর্থ হয় ঠিক এর দু'বছর আগে৷

কাজেই মিউনিখবাসীদের ‘না' শুনে অলিম্পিক্স-সমর্থক মহলের মাথা মাথা ব্যক্তিত্ব রীতিমতো ঘর্মাক্ত হয়ে উঠেছেন: কেউ ক্ষুব্ধ, কেউ ক্ষিপ্ত৷ ফ্রানৎস বেকেনবাউয়ার গণভোটের ফলাফলকে বলেছেন ‘‘বোকা'' এবং ‘‘সুযোগের অপচয়''৷ অলিম্পিক স্কিয়িং চ্যাম্পিয়ন মারিয়া হ্যোফল-রিশ এই ভোটকে বলেছেন ‘‘সংকীর্ণমনা''৷

তবে অলিম্পিক্স গোত্রীয় বড় বড় প্রতিযোগিতা আয়োজনের পিছনে আগে যে গ্ল্যামার ছিল, এখন তা অনেকটা রংচটা হয়ে এসেছে৷ মাত্র কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টা শহর ঘোষণা করে, ১৯৯৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক্সের মূল স্টেডিয়ামটি ভেঙে সেখানে মধ্যবিত্তদের জন্য হাউজিং কলোনি সৃষ্টি করা হবে৷

ব্রাজিলে ২০১৪-র বিশ্বকাপের আগে বিক্ষোভ আর প্রতিবাদ চলেছে৷ কাতারে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের জন্য স্টেডিয়াম নির্মাণে বিদেশি শ্রমিকদের যে ধরনের হয়রানি করা হচ্ছে, কিংবা সোচি-তে ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা যেভাবে পরিবেশের হানি থেকে শুরু করে মধ্য এশিয়ার অতিথি শ্রমিকদের প্রতি অমানবিক আচরণের কারণে সমালোচনার ঝড় উঠেছে – এ সবই মেগা স্পোর্টস ইভেন্টগুলির জনপ্রিয়তা হ্রাসের কারণ অথবা উপলক্ষ্য, দুই'ই হতে পারে৷

এ সব ইভেন্ট আয়োজনের আর্থিক দিকটাও ক্রমেই আরো বেশি খুঁটিয়ে দেখা হচ্ছে৷ আইওসি-র কিছু কন্ট্র্যাক্ট'কে ‘‘জবরদস্তি'' বলে অভিযোগ করেছেন মিউনিখের অলিম্পিক-বিরোধীরা৷ এছাড়া শুধু আবেদন করার খরচই এখন যা দাঁড়িয়েছে, তাতে গ্রীষ্মকালীন অলিম্পিক্স আয়োজনের অনুমোদন পাবার অভিযান চালাতে প্রার্থী শহর কিংবা দেশের দশ কোটি ডলার খরচ হওয়াটাও আশ্চর্য নয়৷

মাইকেল পেইন বহুদিন ধরে আইওসি-র মার্কেটিং ডাইরেক্টর ছিলেন৷ তিনিও স্বীকার করেছেন যে, বর্তমান প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল, আমলাতান্ত্রিক এবং ব্যয়বহুল৷ তাঁর মন্তব্য: ‘‘নরওয়ের লিলেহ্যামার-কে যদি আজকের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতো, তাহলে তারা প্রার্থী হতে চাইতে কিংবা পারতো বলে আমার মনে হয় না৷ অথচ তারা সবচেয়ে সফল শীতকালীন গেমস-গুলির মধ্যে একটির আয়োজন করে (১৯৯৪ সালে)৷''

নতুন আইওসি প্রেসিডেন্ট টোমাস বাখ – যিনি জার্মানির মানুষ – তিনিও মনে করেন আবেদন প্রক্রিয়ার সংস্কার ঘটা প্রয়োজন৷ গত সেপ্টেম্বরে আইওসি-র প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগেই তিনি বলেছিলেন, ‘‘হয়তো আমরা ওদের (অর্থাৎ আবেদনকারী শহরগুলির) কাছ থেকে বড় বেশি চাইছি৷'' মাইকেল পেইনের মতে, ব্রাজিলের ঘটনাবলী থেকে প্রমাণ হয় যে সরকারের একটা সর্বাঙ্গীণ পরিকল্পনা থাকা উচিত – শুধু আত্মপ্রচারের উদ্দেশ্য নয়৷ বিশ্বকাপের মতো কোনো বড় ইভেন্ট আয়োজনের প্রক্রিয়া, পণ্য এবং চূড়ান্ত ফলশ্রুতি মঙ্গলজনক হওয়া চাই৷ নয়তো কালে প্রার্থীর অভাব ঘটতে পারে৷

এসি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ