মিউনিখ শহরে এক সম্ভাব্য সন্ত্রাসী হামলার খবর পাওয়া যাচ্ছে৷ তবে পরিস্থিতি সম্পর্কে এখনো স্পষ্ট খবর পাওয়া যাচ্ছে না৷ ৮ জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ ৩ জন হামলাকারী পলাতক।
বিজ্ঞাপন
জার্মানির বাভেরিয়া রাজ্যের রাজধানী মিউনিখ শহরে অলিম্পিক স্টেডিয়ামের কাছে এক শপিং মল-এ হামলার খবর পাওয়া গেছে৷ কিন্তু আততায়ীর সংখ্যা বা অবস্থান, হতাহতের সংখ্যা ইত্যাদি কোনো বিষয় স্পষ্ট নয়৷ তবে কর্তৃপক্ষ শহরের পরিবহণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে৷ ফলে পলাতক মানুষের খোঁজ চলছে বলে অনুমান করা হচ্ছে৷ পুলিশ সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে৷ পথেঘাটে আটকে পড়া মানুষকে আশ্রয় দিতে শুরু হয়েছে এক স্বতঃস্ফূর্ত উদ্যোগ৷
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ও অসমর্থিত সূত্রের খবর পাওয়া যাচ্ছে৷ বেশ কয়েকটি ছবি বা ভিডিও ভুয়া বলে পরে জানা গেছে৷
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় ৮ জন নিহত হয়েছে ও সম্ভবত ৩ জন হামলাকারী পলাতক৷ গুজবে কান না দেবার আবেদন জানিয়েছে পুলিশ৷
মিউনিখ হামলার কিছু ছবি
শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে হামলা চালায় সন্দেহভাজন সন্ত্রাসীরা৷ শুরু করে গুলিবর্ষণ৷ ছবিঘরে থাকছে হামলার বিশেষ কিছু ছবি৷
ছবি: Reuters/dedinac/M. Müller
ঘটনার শুরু
বিপণিবিতানের ম্যাকডোনাল্ড’স-এ ৬টার দিকে প্রথম গুলিবর্ষণ হয় বলে জানা গেছে৷
ছবি: picture-alliance/AP Photo/S. Widmann
হেলিকপ্টার টহল
অলিম্পিয়া শপিং সেন্টারে সম্ভবত এখনো অনেক কর্মী আটকা পড়ে আছে৷ তবে পুলিশ জানিয়েছে, যে মিউনিখের আকাশে একটি মহড়ার আওতায় অনেক হেলিকপ্টার উড়তে দেখা গেছে।
ছবি: picture-alliance/dpa/M. Balk
সবাইকে ঘরে থাকার ডাক
ঘটনার পরপরই মিউনিখ কর্তৃপক্ষ শহরবাসীকে ঘর থেকে বের না হওয়ার ডাক দিয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo
আহত ও নিহত
স্থানীয় পুলিশের বরাত দিয়ে জার্মানির অনেক গণমাধ্যম জানিয়েছে, অনেকে নিহত ও আহত হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Hoppe
ঘটনাস্থলের আশপাশের রাস্তা বন্ধ
অলিম্পিয়া শপিং সেন্টারের আশপাশ ঘিরে রেখেছে পুলিশ৷ আশপাশের সব সড়ক বন্ধ করে দেয়া হয়েছে৷ এই এলাকায় যাতে জনসাধারণ না আসে সেজন্য বার বার অনুরোধ করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
বন্ধ রেল ও বাস সার্ভিস
ঘটনার পর মিউনিখে ট্রেন, ট্রাম ও বাসের একাধিক লাইন বন্ধ করে দিয়েছে পরিবহন কর্তৃপক্ষ৷ এতে ট্রেন স্টেশনে আটকা পড়েছে অনেক মানুষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
লাইভ ফুটেজ না দেখানোর অনুরোধ
পুলিশের অভিযানের কোন লাইভ ভিডিও ফুটেজ না দেখাতে গণমাধ্যমে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/dpa/M. Balk
আততায়ী তিন জন
পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী তিনজনকে গুলি চালাতে দেখা গেছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
নিখোঁজদের জন্য বিশেষ ব্যবস্থা
মিউনিখ প্রশাসনের পক্ষ থেকে জরুরি নোটিস জারি করা হয়েছে৷ কারো স্বজনের খোঁজ পাওয়া না গেলে +৪৯৮০০৭৭৬৬৩৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Gebert
ব্রিটেনের সতর্কতা
হামলার পর যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জার্মানিতে অবস্থানরত নাগরিকদের মিউনিখের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে৷