1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কি করতে গিয়ে আহত ম্যার্কেল

৭ জানুয়ারি ২০১৪

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সুইজারল্যান্ডে ‘ক্রস-কান্ট্রি’ স্কি করতে গিয়ে আহত হয়েছেন৷ বড়দিনের ছুটি কাটানোর সময় এই দুর্ঘটনা ঘটে৷ বর্তমানে চিকিৎসকের নির্দেশনায় বিশ্রামে থাকলেও জরুরি কাজ করছেন তিনি৷

Deutschland Angela Merkel mit Krücken
ছবি: Reuters

জার্মান চ্যান্সেলরের অসুস্থতার খবর হঠাৎ করেই সোমবার প্রকাশ পায়৷ অথচ দুর্ঘটনা ঘটেছে বড়দিনের ছুটির সময়৷ চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন গত শুক্রবার৷ ৫৯ বছর বয়সি ম্যার্কেলের মুখপাত্র স্টেফেন সাইবার্ট বার্লিনে সাংবাদিকদের জানান, চলতি সপ্তাহে ম্যার্কেলের সঙ্গে দু’জন রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা ছিল৷ কিন্তু সেগুলো বাতিল হয়েছে৷ এছাড়া, তাঁর আগামী তিন সপ্তাহের কর্মসূচি থেকে আরো কিছু বিষয় বাদ দেয়া হয়েছে৷

জার্মান চ্যান্সেলরের মুখপাত্র স্টেফেন সাইবার্ট জানান, স্কি করার সময় পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় ম্যার্কেলকে এখন যতটা সম্ভব শুয়ে থাকতে হবে৷ কোনো কিছুর সহায়তা ছাড়া তাঁর হাঁটাও বারণ৷

চিন্তিত ম্যার্কেলের মুখপাত্র স্টেফেন সাইবার্টছবি: picture-alliance/dpa

তিনি বলেন, ‘‘চ্যান্সেলর আগামী তিন সপ্তাহ তাঁর কার্যালয় এবং বার্লিনে অল্প কয়েকটি বৈঠকে অংশ নেবেন৷ বাকি সময় বাড়িতে থেকে কাজ করবেন তিনি৷’’

ম্যার্কেল আগামী বুধবার মন্ত্রিসভার বৈঠকে থাকবেন৷ ২০১৪ সালে এটাই তাঁর ‘মহাজোট’ সরকারের প্রথম বৈঠক৷ তবে বুধবার ওয়ারশ সফরের পরিকল্পনা বাতিল করেছেন তিনি৷ পাশাপাশি বৃহস্পতিবার বার্লিনে লুক্সেমবুর্গের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক বাতিল হয়েছে৷ সাইবার্ট জানিয়েছেন, এসব বৈঠকের জন্য নতুন তারিখ ভবিষ্যতে নির্ধারণ করা হবে৷

তবে বৈঠক বাতিল করলেও টেলিফোনে পালিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক এবং লুক্সেমবুর্গের প্রধানমন্ত্রী সাভিয়ে বেটেলের সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন ম্যার্কেল৷

চ্যান্সেলরের মুখপাত্র সাইবার্ট বলেন, ‘‘এই মাসের শেষের দিকে ডাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকেও যোগ দিচ্ছেন না ম্যার্কেল৷’’ স্কি করতে গিয়ে আহত হওয়ার সঙ্গে ফোরামে যোগ না দেয়ার কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন সাইবার্ট৷ কেননা, এই বিষয়ে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

প্রসঙ্গত, বড়দিনের ছুটিতে স্কি করতে গিয়ে গুরুতর আহন হন ফর্মুলা ওয়ানের জীবন্ত কিংবদন্তি মিশায়েল শুমাখার৷ বর্তমানে তিনি ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ তাঁর অবস্থা একটু ভালো হলেও এখনও সংকট কাটেনি৷

তবে ম্যার্কেলের অবস্থা শুমাখারের মতো নয়৷ বরং ‘‘তিনি ধীর গতিতে ‘ক্রস-কান্ট্রি’ স্কি করছিলেন’’ বলেই ধারণা করা হচ্ছে, জানান সাইবার্ট৷ এমনকি শুরুর দিকে চোট তেমন একটা টেরও পাননি ম্যার্কেল৷ তাই বার্লিনে ফিরে আসার পর চিকিৎসকের শরণাপন্ন হন তিনি৷

উল্লেখ্য, ডিসেম্বরে চ্যান্সেলর হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করেন আঙ্গেলা ম্যার্কেল৷ সেপ্টেম্বরের নির্বাচনে তাঁর দল ব্যাপক সমর্থন পেলেও সরকার গঠনের জন্য তিন মাসের মতো অপেক্ষা করতে হয়৷ কেননা, ম্যার্কেলের আগের জোটসঙ্গী মুক্ত গণতন্ত্রীরা এবার সংসদের প্রতিনিধিত্ব করার মতো ভোট পায়নি৷ ফলে দীর্ঘ আলোচনার পর সামাজিক গণতন্ত্রীদের সঙ্গে ‘মহাজোট’ গড়েন তিনি৷

এআই/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ