1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রিয়্যালিটি শো’

২৭ সেপ্টেম্বর ২০১২

ক’দিন আগেই প্রথম অ্যালবাম বেরিয়েছে তাঁর৷ জানিতা আহমেদ ঝিলিকের জন্য এটা বড় খবর, কারণ, সেরা এই কন্ঠ পুরস্কারবিজয়ী আগের তিনটি বছর ছিলেন প্রচারের বাইরে৷

ছবি: Fotolia/nikkytok

‘রিয়্যালিটি শো' তাড়াতাড়ি বিখ্যাত হবার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম৷ এখানে সফল হলে বিখ্যাত হওয়া যায় রাতারাতি, আসে প্রচারের আলোয় থাকার মোক্ষম সুযোগ আরো আসে আর্থিক স্বচ্ছলতা৷

Für MMT: BM/260912/ Interview Jhilik - MP3-Mono

This browser does not support the audio element.

অনেকের বেলাতেই এমনটি হয়েছে৷ তবে তাঁদের কেউ কেউ খুব তাড়াতাড়িই হারিয়ে যেতে বসেছেন বিস্মৃতির অতলে, স্বচ্ছলতার পাশাপাশি শিল্পী হিসেবেও প্রতিষ্ঠিত হবার সুযোগ তাঁরা প্রায় হারিয়ে বসেছেন৷

২০০৮ সালের চ্যানেল আই সেরা কন্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন জানিতা আহমেদ ঝিলিক সেখানে উজ্জ্বল ব্যতিক্রম৷ কৈশোরেই খ্যাতি পেয়ে গেলেও খ্যাতি আর ঐশ্বর্যের পেছনে ছোটেননি৷ লেখাপড়ার স্বার্থে তিন বছর ছিলেন প্রচারের আলোর বাইরে৷ তবে সংগীতসাধনায় ছেদ পড়েনি তখনো৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ঝিলিক জানালেন, সাংগীতিক পরিবারে জন্ম বলে গান আর লেখাপড়া পাশাপাশি চালাতে অনেক সুবিধে হচ্ছে তাঁর৷ এভাবে চললে লক্ষ্যের দিকেই এগিয়ে যাবেন৷ তবে ঝিলিক মনে করেন পখটা আরো সুগম হবে মিডিয়া পাশে থাকলে৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ