1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্রাম্পপন্থি আইনজীবীদের জরিমানা হতে পারে

২৬ আগস্ট ২০২১

গতবছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর কারচুপির অভিযোগ এনে মিশিগানের নির্বাচনি ফল বাতিলের দাবিতে মামলা করেছিলেন ট্রাম্পপন্থি নয় আইনজীবী৷ বুধবার তাদের তিরস্কার করেছেন রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ লিণ্ডা পার্কার৷

USA | Expräsident Donald Trump | Rede in Bedminster
ডনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)ছবি: Seth Wenig/AP Photo/picture alliance

গতবছর ৮ নভেম্বরের নির্বাচনের পর মিশিগান কর্তৃপক্ষ জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছিলেন৷ এরপর কারচুপির অভিযোগ এনে রিপাবলিকান ছয় ভোটারের পক্ষে ফল বাতিল ও ভোটিং মেশিন ক্রোক করার দাবি জানিয়ে মামলা করা হয়েছিল৷ তবে আদালত দ্রুতই সেই অভিযোগ খারিজ করে দিয়েছিলেন৷

বুধবার ১১০ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেন ডিস্ট্রিক্ট জাজ লিণ্ডা পার্কার৷ তিনি ট্রাম্পপন্থি আইনজীবীদের মামলা করার বিষয়টিকে ‘বিচার প্রক্রিয়ার চরম অপব্যবহার’ বলে আখ্যায়িত করেন৷ মামলা করার আগে তাদের কারচুপির অভিযোগ ভালোভাবে তদন্ত করে দেখা উচিত ছিল বলেও মন্তব্য করেন পার্কার৷ আইনজীবীরা ‘ইচ্ছে করে গোলমাল ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ এই মামলা ‘কখনই কারচুপি নিয়ে ছিল না- এটা আমাদের গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমানোর বিষয় ছিল’ বলে মন্তব্য করেন পার্কার৷

সম্ভাব্য জরিমানা

ট্রাম্পপন্থি আইনজীবীদের সনদ বাতিল করা হবে কিনা সে বিষয়ে ভেবে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন ডিস্ট্রিক্ট জাজ লিণ্ডা পার্কার৷

এছাড়া তিনি ঐ আইনজীবীদের মামলা করার সময় নৈতিক ও আইনগত কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত সে বিষয়ে জানতে শিক্ষাগ্রহণের নির্দেশ দিয়েছেন৷

আর মামলা পরিচালনা করতে গিয়ে মিশিগানের নির্বাচন কর্তৃপক্ষের যে খরচ হয়েছে সেটা দিয়ে দিতেও আইনজীবীদের নির্দেশ দেয়া হয়েছে৷

জেডএইচ/কেএম (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ