1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিনিস্কার্ট পরলে জরিমানা!

২৬ অক্টোবর ২০১০

অশ্লীলতার সংজ্ঞা কী? দেশ কিংবা সংস্কৃতি ভেদে বোধহয় এর ফারাক আছে৷ ইউরোপের নানা দেশে নিকাব নিষিদ্ধ নিয়ে যখন তোলপাড় চলছে, তখন ইটালির একটি শহর ঠিক উল্টোপথেই হাটা ধরলো৷

মিনিস্কার্ট ও হাইহিল, ফ্যাশন দুরস্ত নারীর অন্যতম আকর্ষণছবি: picture alliance / dpa

নারীদের হাটু খোলা স্কার্ট, এটা পশ্চিমা দেশগুলোতে খুবই স্বাভাবিক ব্যাপার৷ কিন্তু যুগের হাওয়ার তালে এই স্কার্টও শর্ট থেকে মিনি অনেক ক্ষেত্রে মাইক্রো মিনি আকার ধারণ করেছে৷ কারো কাছে হয়তো এটা স্বাভাবিক আবার কারো কাছে এটাই হয়তো অত্যন্ত দৃষ্টিকটু৷ ইটালির ছোট্ট একটি শহর ক্যাস্তেলামারে দি স্তাবিয়া, সেখানকার মেয়র লুইগি বোব্বিও-র কাছে যে এটা দৃষ্টিকটু সেটা বোঝা যাচ্ছে৷ কারণ সম্প্রতি তাঁর শহরে তিনি যে আইন করেছেন তাতে মেয়েদের মিনিস্কার্ট পরতে এখন বেশ অসুবিধাই হবে৷

এটাও তো ফ্যাশন, নাকি?ছবি: AP

মেয়র লুইগি বোব্বিওর নতুন আইন, ক্যাস্তেলামারে শহরে এখন থেকে উত্তেজক বা খোলামেলা কোন পোশাক পরা যাবে না৷ তবে খোলামেলা বলতে কি বোঝাচ্ছেন সেটি কিন্তু পুরোপুরি খোলাসা করেননি মেয়র বোব্বিও নিজেও৷ অন্যদিকে ইটালির সংবাদ মাধ্যমগুলো লিখছে, নতুন এই আইনের ফলে কোন মেয়ে এখন থেকে মিনিস্কার্ট, বুক খোলা শার্ট এবং হাই হিল পরতে পারবে না৷ কোনটা শর্টস্কার্ট আর কোনটা মিনিস্কার্ট সেটা এতদিন ফ্যাশন ডিজাইনাররা ঠিক করে দিতেন, তবে এখন থেকে ক্যাস্তেলামারে শহরে এটি ঠিক করবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷ জানা গেছে, নতুন আইন ভেঙ্গে কেউ যদি খোলামেলা পোশাক পরে তাহলে তাকে সর্বোচ্চ ৫০০ ইউরো পর্যন্ত জরিমানা দিতে হবে৷

এদিকে নতুন এই আইনে খেপেছেন সেখানকার সরকার বিরোধী গণতন্ত্রী দলের নারী সদস্যরা৷ তাঁরা ইতিমধ্যে ক্যাস্তেলামারের নতুন আইনের বিরুদ্ধে মিনিস্কার্ট দিবস পালন করেছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ