1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিনেসোটার স্বাস্থ্যকেন্দ্রে গুলি

১০ ফেব্রুয়ারি ২০২১

অ্যামেরিকার মিনেসোটায় একটি স্বাস্থ্যকেন্দ্রে গুলি। নিহত এক। আহত চার। পুলিশ তদন্ত শুরু করেছে।

ক্রাইম সিন
ছবি: picture-alliance/empic/P. Byrne

ফের গুলি চলল অ্যামেরিকায়। মিনেসোটার একটি স্বাস্থ্যকেন্দ্রের মঙ্গলবার গুলি চলে। একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। চারজন গুরুতর আহত। আক্রমণকারী একজন ৬৭ বছরের বৃদ্ধ। কী কারণে তিনি গুলি চালিয়েছেন, পুলিশের কাছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরকও পাওয়া গেছে।

মিনেসোটার বাফেলো অঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্র অ্যালিনা হেলথকেয়ার ক্লিনিক। মঙ্গলবার প্রতিদিনের মতোই সেখানে এসেছিলেন বেশ কিছু অসুস্থ রোগী। আচমকাই সেখানে এক ব্যক্তি গুলি ছুড়তে শুরু করেন বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। ঘটনাস্থলে পাঁচজন গুলিবিদ্ধ হন। একজনের মৃত্যু হয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তিই ওই ঘটনার সঙ্গে যুক্ত বলে তাদের ধারণা।

বন্দুকধারী ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ। বাফেলোর বাসিন্দা ৬৭ বছরের গ্রেগোরি উলরিখ এই ঘটনা ঘটিয়েছেন বলে পুলিশের দাবি। তবে কেন ওই ব্যক্তি এমন ঘটনা ঘটালেন, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই ক্লিনিকে আসছেন ওই ব্যক্তি। স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাঁর অসন্তোষের কথা আগেই জানিয়েছিলেন তিনি। তারই জেরে এদিন তিনি গুলি করেন কি না, তার তদন্ত চলছে। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে তিনি মারতে চেয়েছিলেন কি না, তাও এখনো স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি স্বয়ংক্রিয় বিস্ফোরকও তারা উদ্ধার করেছে। ওই ধরনের আরো বিস্ফোরক সেখানে আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোথা থেকে আততায়ী বিস্ফোরক পেলেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।

তবে ঘটনাটি কেন্দ্র করে মিনেসোটায় রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে। সাধারণ মানুষ আশঙ্কার কথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ