1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারের সাথে নিউজিল্যান্ডের সম্পর্ক স্থগিতের ঘোষণা

৯ ফেব্রুয়ারি ২০২১

মিয়ানমারের সাথে সব ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ স্থগিত করেছে নিউজিল্যান্ড৷ সে দেশের সেনা নেতৃত্বের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণাও দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন৷

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্নছবি: Mark Mitchell/New Zealand Herald via AP/picture alliance

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ‘‘মিয়ানমারের সামরিক সরকার যাতে কোনোভাবেই নিউজিল্যান্ডের সহায়তা প্রকল্প দিয়ে উপকৃত না হয় আমরা তা নিশ্চিত করবো৷’’

২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মিয়ানমারকে তিন কোটি ডলারের সহায়তা দেয়ার কথা নিউজিল্যান্ডের৷ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘আমরা কঠোর বার্তা দিতে চাই৷ বলতে চাই, নিউজিল্যান্ডে বসে যা যা করা সম্ভব, তার সবই আমরা করবো৷ উচ্চ পর্যায়ের সব আলোচনা স্থগিত করবো৷ মিয়ানমারে এমন কোনো সাহায্য দেবো না, যেটা সামরিক সরকারকে সুবিধা দেবে৷’’

মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে গত ১ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর ক্ষমতা দখল এবং নির্বাচিত সরকারের নেত্রী অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের বন্দি করায় প্রতিবাদ চলছে৷ নিউজিল্যান্ড সু চিসহ সকল রাজবন্দিদের মুক্তিদিয়ে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে৷ এক বিবৃতিতে নিউ জিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা মিয়ানমারের সেনা নেতৃত্বের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথাও জানান৷

ক্ষমতা দখলের পর মিয়ানমারের সামরিক নেতা জেনারেল মিন অং হ্লাইং সোমবার প্রথমবারের মতো দেওয়া টেলিভিশনে ভাষণে গত নভেম্বরের নির্বাচন ‘সুষ্ঠু ছিল না' বলে দাবি করেন৷ আবার নতুন করে নির্বাচন দেওয়ার কথাও বলেন তিনি৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ