1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিরপুরে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বাড়ছে

১৪ অক্টোবর ২০২৫

রাজধানী ঢাকার মিরপুরের শিয়ালবাড়িতে মঙ্গলবার একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন লাগে৷ এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৬জন হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

ঘটনাস্থলে দমকলকর্মীরা
মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের আগুনে মৃতের সংখ্যা বাড়ছেছবি: Mohammad Ponir Hossain/REUTERS

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলোর খবর অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। শিয়ালবাড়িতে চারতলা ভবনে ‘আনোয়ার ফ্যাশন' নামের একটি পোশাক কারখানা এবং তার পাশের টিনশেড ঘরের রাসায়নিকের গুদামে লাগা এ আগুন এখন পর্যন্ত অন্তত ১৬জনের প্রাণ কেড়ে নিয়েছে৷

বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে ৯ জনের লাশ উদ্ধার করার কথা জানান৷ পরে সন্ধ্যা সোয়া ৭টায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।

মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামের আগুনে মৃতের সংখ্যা বাড়ছেছবি: Mohammad Ponir Hossain/REUTERS

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, পোশাক কারখানার নিচতলায় ‘ওয়াশ ইউনিট' রয়েছে, সেখানে প্রথম আগুন লাগে। সেই আগুন পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন চারতলা পোশাক কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার-অক্সাইড ছিল প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর থেকে রাসায়নিকের গুদামের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের কাউকে পাওয়া যাচ্ছে না বলে ঘটনাস্থলে সাংবাদিকদের জানান ফায়ার ব্রিগেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘‘দেখে মনে হচ্ছে, এই রাসায়নিকের গুদামের অনুমোদন নেই। যাচাই-বাছাই করে তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।''

এসিবি/এসএস (দৈনিক প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ