ক্রিকেটের নতুন সেনশেসন মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি তৈরি করে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তাঁর এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে৷ তবে আছে অন্যরকম প্রতিক্রিয়াও৷
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন বুধবার তাঁর ফেসবুক পাতায় এই সিদ্ধান্তের কথা জানান৷ মিরাজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘‘ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা ইতিমধ্যে খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ৷ বাড়ি করার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে এই ব্যবস্থা নেবে স্থানীয় জেলা প্রশাসন৷''
এদিকে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর এক প্রতিবেদন বলছে, খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ তাঁর কাছে বাড়ি নির্মাণের জন্য পছন্দের জায়গা জানতে চাওয়া হলে মিরাজ স্টেডিয়ামের পাশে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্লটের কথা জানান৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি নির্মাণ করে দেয়ার ঘোষণা শুনে মিরাজ আনন্দে কেঁদেছেন বলেও জানিয়েছে বাসস৷
এমন উদ্যোগের কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অনেকে৷ প্রশংসাও হচ্ছে বেশ৷ আরেফিন শুভ আরিফ ফেসবুকে লিখেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, যা তরুণ টাইগারদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে এবং বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়৷'' শাহিন আহমেদ লিখেছেন, ‘‘... এজন্যই দেশের মানুষ আপনাকে (প্রধানমন্ত্রী) দেশরত্ন বলে৷''
পাঠকের চোখে ক্রিকেটের সেরা একাদশ
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের জন্য খেলোয়াড় বাছাই করতে বলা হয়েছিল ডয়চে ভেলের পাঠকদের৷ ছিল পুরস্কার৷ পাঠক, মেহেদী হাসানের দেয়া তালিকা আমাদের পছন্দ হয়েছে৷ চলুন দেখে নেই তাঁর টিম৷
ছবি: Reuters
তামিম ইকবাল
ডয়চে ভেলের ফেসবুক পাতায় জমা পড়া নামের তালিকায় সবাই যাকে রেখেছেন, তিনি হচ্ছেন ওপেনার তামিম ইকবাল৷ চট্টগ্রামের এই বাহাতি ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর দেশের পক্ষে সর্বোচ্চ রান করছেন৷ ডয়চে ভেলের পাঠক মেহেদী হাসানের মতে, টি-টোয়েন্টি, ওয়ানডে, টেস্ট – সব দলেই মানানসই তামিম৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
সৌম্য সরকার
সাতক্ষীরার ছেলে সৌম্য সরকার জাতীয় দলের সঙ্গে যাত্রা শুরু করেন ২০১৪ সালে৷ বাহাতি এই ব্যাটসম্যানের ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর ১০৭৷ আমাদের পাঠকদের কেউ কেউ অবশ্য তাঁকে আপাতত দলের বাইরে রাখার পক্ষে৷ আর মেহেদী হাসানের মতে, টেস্টে তামিমের সঙ্গে থাকা উচিত ইমরুল কায়েসের৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
সাব্বির রহমান
জাতীয় দলের তৃতীয় ব্যাটসম্যানের জায়গা নিয়ে একটু বিভ্রান্তি রয়েছে৷ আমাদের পাঠকদের অনেকে এই জায়গায় সাব্বির রহমানকে রাখতে চান৷ তবে কেউ কেউ এখানে খেলার ধরনের ভিত্তিতে ইমরুল কায়েস বা লিটন দাসকেও রাখতে আগ্রহী৷
ছবি: Getty Images/AFP/K. Manjunath
সাকিব আল হাসান
সাবিক আল হাসানের খ্যাতি বিশ্বজোড়া৷ মাগুরার এই অলরাউন্ডারকে সবাই দলে চান৷ ২০১৫ সালে সাকিব বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি-র সব ব়্যাংকে প্রথম অবস্থান অর্জন করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
মুশফিকুর রহিম
মাঠে উইকেটের পেছনে এক বিশ্বস্ত নাম মুশফিকুর রহিম৷ আমাদের প্রায় সব পাঠক তাঁকে দলে রেখেছেন৷ তবে টি-টোয়েন্টিতে তাঁকে কিপিংয়ে রাখতে রাজি নন পাঠক মেহেদী হাসান৷
ছবি: Getty Images/R. Pierse
মাহমুদুল্লাহ রিয়াদ
মাহমুদুল্লাহ রিয়াদকে দলে রাখা নিয়ে আমাদের পাঠকদের কারো আপত্তি নেই৷ তবে তাঁর কোন অবস্থানে ব্যাট করা উচিত, সেটা নিয়ে মতামত ভিন্ন৷ মেহেদী হাসানের মতে, টি-টোয়েন্টি এবং টেস্টে ষষ্ঠ আর ওয়ানডে তৃতীয় অবস্থানে খেলা উচিত তাঁর৷
ছবি: Getty Images/R. Pierse
নাসির হোসেন
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কার্যত সাইড বেঞ্চে কাটিয়েছেন নাসির হোসেন৷ রংপুরের এই অলরাউন্ডারকে মূল একাদশে দেখতে আগ্রহী ডয়চে ভেলের পাঠকরা৷
ছবি: Getty Images/AFP/U. Zaman
মাশরাফি বিন মোর্তোজা
জাতীয় দলের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মোর্তোজাকেই চান পাঠক মেহেদী হাসান৷ আর টেস্টে তাঁর পছন্দের অধিনায়ক মাহমুদুল্লাহ৷
ছবি: Getty Images/AFP/M. Kiran
তাসকিন আহমেদ
ডানহাতি ফাস্ট বোলার তাসকিন আহমেদ ব্যাটিংয়ে আবার বামহাতি৷ বর্তমানে ‘অবৈধ বোলিং অ্যাকশনের’ দায়ে আইসিসি-র নিষেধাজ্ঞায় আছেন তিনি৷ তবে আমাদের পাঠকরা তাঁকে ফেরত চান দ্রুত৷
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
মুস্তাফিজুর রহমান
ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সবক্ষেত্রেই মূল দলে চান ডয়চে ভেলের পাঠকরা৷ ভারতের আইপিএল-এও খেলছেন মুস্তাফিজ৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
লিটন দাস/শুভাগত হোম/নুরুল হাসান
এই তিনজনই সম্ভাবনাময় ক্রিকেটার৷ আসলে জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে খেলার ধরন, ভেন্যু, পরিবেশসহ অনেক কিছু বিবেচনায় আনতে হয়৷ তাই চূড়ান্ত একাদশ কী হবে তা নির্ধারণ সহজ নয়৷ আমাদের ক্রিকেটপাগল পাঠকদের মতামতের ভিত্তিতে তৈরি এই গ্যালারিটিতে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে মাত্র৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
11 ছবি1 | 11
তবে শাহেদ আলম মনে করেছেন, এর মাধ্যমে হয়ত মিরাজকে তাঁর নিজের সহকর্মীদের কাছে, বিশ্ব ক্রিকেট অঙ্গনে একটু হেয় করা হলো৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘... ও (মিরাজ) এমন ভালো খেললে, আপন পরিশ্রমেই বাড়ি বানাতে পারতো এক বছরের মধ্যেই৷ এই প্রতিভাকে, তাঁর নিজের সহকর্মীদের কাছে, বিশ্ব ক্রিকেট অঙ্গনে একটু কি হেয় করা হলো না? আমাদের আদিখ্যেতার একটা সীমা থাকা দরকার, নিজেকে ওমর খলিফা বানানোর চেষ্টার একটু বিচক্ষণতাবোধ কাম্য, যে কাকে উপকার করলে তাঁর উপকার হবে, নাকি অপকার হবে!''
ব্রাক্ষণবাড়িয়ায় হিন্দুদের মন্দির ও বাড়িঘর ভাঙচুরের বিষয়টি সামনে এনে জীবন তালুকদার লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী, মিরাজকে বাড়ি বানিয়ে দিচ্ছেন খুবই ভালো কথা৷ সে দেশের জন্য অনেক বড় সুনাম বয়ে এনেছে৷ আপনার কাছে মনে হয়েছে তাঁর এটি পাওনা৷ কিন্তু বি.বাড়িয়ায় এতো হিন্দু পরিবারের বাড়ি ভাঙা হলো, আপনার মুখের সমবেদনাও কি তাঁদের পাওনা ছিল না?''
অনুপম দেবাশীষ রায় আশা করছেন, জনগণের করের টাকা থেকে নয়, প্রধানমন্ত্রী নিজের টাকা থেকে এই বাড়িটি তৈরি করে দেবেন৷ তিনি লিখেছেন, ‘‘হাতের ইশারা করলেন মাননীয় প্রধানমন্ত্রী আর বাড়ি গড়া হয়ে গেলো! মুঘল আমলের নবাব টবাবদেরও এত ক্ষমতা ছিল কিনা কে জানে? অবশ্য আমরা এটাতে কেউ কোনো সমস্যা দেখব না৷ ভালোই করসে, একটা ছেলেকে বাড়ি বানায়ে দিসে৷ ক্ষমতার সীমালংঘনের কোনো ব্যাপারই এইখানে নাই! আশা করি, এই মহতি কর্মকান্ডে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের ট্যাক্সের টাকা অথবা জনগণের জমিন ব্যবহার না করে নিজের ভিটা এবং নিজের গাঁটের পয়সা ব্যবহার করবেন৷''
টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের যা শেখাচ্ছে
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের অনেকটা শেষ হয়েছে৷ আর এই সময়ের মধ্যে ঘটেছে অনেক ঘটনা৷ চলুন দেখে নেই, সেখান থেকে শিক্ষা নেয়ার মতো কী কী ঘটেছে...৷
ছবি: Reuters
অস্ট্রেলিয়ার এখনো শিখতে হবে
একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ান আর টেস্টে নম্বর ওয়ান অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি পারফর্মেন্স এখনো সন্তোষজনক পর্যায়ে পৌঁছায়নি৷ চলতি আসরে নিউজিল্যান্ডের কাছে হেরেছে সেদল৷ আর বাংলাদেশের সঙ্গে জিতলেও সেটা অনেক কষ্টে৷ অসি অধিনায়কও স্বীকার করেছেন, টি-টোয়েন্টিতে ভালো করার জন্য তাঁর দলের আরো খাটতে হবে৷
ছবি: Cameron Spencer/Getty Images
নিউজিল্যান্ড পেতে পারে চূড়ান্ত সাফল্য
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন অবধি সবচেয়ে বড় সাফল্য দেখিয়েছে নিউজল্যান্ড৷ স্বাগতিক ভারতকে হারিয়েছে তারা, হারিয়েছে প্রতিবেশী অস্ট্রেলিয়াকে৷ এমন সাফল্য অব্যাহত থাকলে সেদল তাদের প্রথম বিশ্বকাপ এবারই জয় করে নিতে পারে৷
ছবি: Reuters/D. Siddiqui
ইংল্যান্ডের রেকর্ড
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান চেজ করে জেতার রেকর্ডটা এখন ইংল্যান্ডের৷ আট উইকেটে ২৩০ রান তাদের দলের জন্যও এক রেকর্ড৷ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বড় চমকও এটাই৷ বোঝাই যাচ্ছে, ক্রিকেটের ছোট সংস্করণের জন্য ইংল্যান্ড নিজেদের ভালোভাবেই প্রস্তুত করেছে৷
ছবি: Getty Images/G. Copley
শ্রীলঙ্কার কঠিন সময়
কুমার সাঙ্কাকারা আর মহেলা জয়বর্ধনের অবসরের পর শ্রীলঙ্কা যে খানিকটা দুর্বল হয়ে পড়বে তা আগেই বোঝা গিয়েছিল৷ কিন্তু দলের বোলিংয়ের মন্দা সেই দুর্বলতাকে বাড়িয়ে দিয়েছে শুধু৷ চলতি আসরে সেদলের বড় কিছু করার সম্ভাবনা দেখা যাচ্ছে না৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
স্পিনই সেরা
ভারতের ক্রিকেট মাঠ বরাবরই স্পিনারদের জন্য আদর্শ জায়গা৷ চলতি বিশ্বকাপেও সেকথার প্রমাণ মিলেছে৷ এমনকি নিউজিল্যান্ডও স্পিন দিয়েই কাবু করেছে ভারতকে৷ সেদলের মিচেল স্যান্টনার চার উইকেট নেন ১১ রান খরচায়৷ টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় স্পিনাররাই রয়েছেন উপরের দিকে৷
ছবি: Getty Images/AFP/Stringer
নিষিদ্ধ দুই বোলার!
টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রমাগত সাফল্য দেখানো বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ দুই বোলারের উপর নিষেধাজ্ঞা৷ আইসিসি হঠাৎ করে এবং খুব দ্রুত বাংলাদেশের স্পিনার আরাফাত সানি ও মূল বোলার তাসকিন আহমেদকে ‘অবৈধ বোলিংয়ের’ অভিযোগে সাময়িক নিষিদ্ধ করেছে৷ আইসিসির এই সিদ্ধান্ত ব্যাপক নিন্দা কুড়িয়েছে, বিশেষ করে তাসকিনকে নিষিদ্ধের বিষয়টি অনেকেই মেনে নেয়নি৷ বাংলাদেশ ইতোমধ্যে নিষিধাজ্ঞা প্রত্যাহারের আপিল করেছে৷
ছবি: Reuters/D. Gray
6 ছবি1 | 6
আরিফুল ইসলাম বিজয়'ও বাড়ি নির্মাণের ব্যয়ের উৎস নিয়ে মন্তব্য করেছেন৷ তাঁর প্রশ্ন, ‘‘...টাকাটা কি ছাত্রদের থেকে কর হিসেবে নেওয়া হবে?''
বিষয়টি নিয়ে একটু মজাও করছেন কেউ কেউ৷ যেমন নাসির উদ্দীন সুমন লিখেছেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদীয়মান খেলোয়াড় মিরাজকে খুলনায় বাড়ি তৈরি করে দেয়ার নির্দেশ দিয়েছে৷ তবে কামনা করি, এমন কেউ যাতে বাড়ি না করে যাদের বাঁশের প্রতি দুর্বলতা আছে৷''
মুশতাক আহমেদ মিরাজকে একটি পরামর্শ দিয়েছেন৷ ‘‘মিরাজ বাড়ি করার সময় চোখ-কান সব খোলা রাখবা৷ যে হারে বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করছে দেখবা সুযোগ পাইলে তোমারেও বাঁশ দিয়ে দিবে,'' ফেসবুকে লিখেছেন তিনি৷