1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফখরুলকে কেন জামিন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

৭ ডিসেম্বর ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট৷

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷
গত ২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় করা মামলায় মির্জা ফখরুল কারাগারে আছেন৷ছবি: DW

বৃহস্পতিবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন৷ এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে৷

গত ২৮ অক্টোবরপ্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় করা মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানি শেষে জামিন না দিয়ে রুল জারি করেন আদালত৷

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন জামিন আবেদন করেছিলেন৷

রমনা থানায় দায়ের করা মামলায় গত ২৯ অক্টোবর কারাগারে যান মির্জা ফখরুল৷ সেদিন সকালে রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ পরে তাকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়৷ রাতে ডিবির গাড়িতে করে মির্জা ফখরুলকে আদালতে আনা হয়৷

২২ নভেম্বর ঢাকার একটি আদালত মামলায় মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করেন৷

কেএম/জেডএইচ (ডেইলি স্টার)

২৮ অক্টোবরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ