1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই হামলার বিচার হবে কী করে?

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৯ জুন ২০১৭

রাঙ্গামাটিতে দুর্গতদের দেখতে যাওয়ার পথে হামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও তাঁর সহকর্মীদের আহত হওয়ার ঘটনায় বিএনপি মামলা করবে না৷ দলটি মনে করে, মামলা করে লাভ নেই৷ তবে বিএনপির এ অবস্থানকে সন্দেহের চোখে দেখছে আওয়ামী লীগ৷ 

Bangladesch Chittagong - BNP leader Mirza Fakhrul attackiert
ছবি: bdnews24.com

তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে৷ পুলিশ এখনো কাউকে চিহ্নিত করতে পারেনি৷

রবিবার সকালে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতারা চট্টগ্রাম থেকে গাড়িতে রাঙ্গামাটি যাচ্ছিলেন৷ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শান্তিরহাট এলাকায় তাদের গাড়ি বহরে হামলা চালানো হয়৷ হামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম আহত হন৷ গাড়ি বহরে থাকা একজনের মাথা ফেটে যায়৷ হামলায় মির্জা ফখরুলের গাড়িরও ক্ষতি হয়৷

Imtiaz Bhuyan - MP3-Stereo

This browser does not support the audio element.

হামলার পর বিএনপির চেয়ারপর্সন বেগম খালেদা জিয়া এই হামলার জন্য ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের' দায়ী করেছেন আর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘মির্জা ফখরুলের ওপর হমলা অন্যায়৷'' তিনি অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেয়ার কথা জানান৷

সোমবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই হামলার মধ্য দিয়ে সরকার দেশে একটা অস্থিরতা তৈরি করতে চায়৷ তারা চায় অস্থির পরিস্থিতির সৃষ্টি করে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে৷ কিন্তু বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা যাবে না৷'' তিনি বলেন, ‘‘এর আগেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের সময় নির্বাচনী প্রচারণায় বের হলে কারওয়ান বাজার ও বাংলা মটরসহ কয়েকটি এলাকায় ম্যাডাম খালেদা জিয়ার ওপর হামলা হয়েছে৷ এটা আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ৷ মির্জা ফখরুল কোনো রাজনৈতিক কাজে যাচ্ছিলেন না৷ তিনি ত্রাণ বিতরণের মতো মানবিক কাজে যাচ্ছিলেন৷ তারপরও আওয়ামী লীগ তার ওপর হামলা করে৷''

Mahbu Ul Alam Hanif - MP3-Stereo

This browser does not support the audio element.

মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘থানা কি বিএনপি'র মামলা নেবে? বিএনপির মামলা থানা নেয়না, বিএনপি'র মামলা কোর্ট নেয় না৷ থানা যেমন আওয়ামী লীগের অঙ্গসংগঠন তেমনি কোর্টও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন৷ তাই আমরা মামলা করব না৷ জনগণের কাছে বিচার দিচ্ছি৷ জনগণ যাতে এই অপশক্তির বিচার আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে করে, সেই আহ্বান জানাচ্ছি৷''

বিপরীতে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা এই হামলার নিন্দা জানিয়েছি৷ জড়িতদের গ্রেপ্তার করার নির্দেশনা দিয়েছি৷ তদন্ত করে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে বলেছি৷ আমরা কখনোই এই ধরণের হামলা সমর্থন করি না৷ যদিও অতীতে বিএনপি আওয়ামী লীগের ওপর অনেক হামলা চালিয়েছে৷ আওয়ামী লীগ সভানেত্রীর ওপর একাধিকবার হামলা করেছে৷''

তিনি আরো বলেন, ‘‘আমরা এরইমধ্যে জেনেছি, বিএনপি নেতাদের যে পথে যাওয়ার কথা ছিল, তারা সে পথে যাননি৷ তারা রুট পরিবর্তন করেছেন৷ এটা পুলিশকে জানালে পুলিশ তাদের নিরাপত্তা দিতে পরতো৷ তারা কেন রুট পরিবর্তন করল, সেটা বিএনপিই ভালো বলতে পারবে৷''

Ahmed Azam Khan - MP3-Stereo

This browser does not support the audio element.

অন্যদিকে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভুঁইয়া ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিএনপি মহাসচিবের ওপর হামলার ঘটনার তদন্ত শুরু হয়ে গেছে৷ আমরা হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি৷ বিএনপির পক্ষ থেকে কেউ এখনো মামলা করেননি৷ মামলা করলে আমাদের তদন্তের কাজে সুবিধা হতো৷''

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ‘হামলাকারী'দের ছবির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘‘কিছু ছবি আমরাও দেখেছি৷ তবে তা স্পষ্ট নয়৷ তবুও আমরা চিহ্নিত করা ও নিশ্চিত হওয়ার চেষ্টা করছি৷ এখন পর্যন্ত কাউকে চিহ্নিত বা আটক করা যায়নি৷''

এদিকে রাঙ্গামাটির ১৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় আড়াই হাজার দুর্গত আশ্রয় নিয়েছেন৷ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও রেড ক্রিসেন্টের মধ্যে দায়িত্ব বণ্টন করে তাদের দুই বেলা খাবার সরবরাহ করা হচ্ছে৷ তবে সোমবার দুপুরের পর আবারো বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা আতঙ্ক দেখা দেয়৷

কিন্তু যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় নতুন সঙ্কটের সৃষ্টি হয়েছে৷ রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কসহ বিভিন্ন সড়ক ঠিক না হওয়ায় বিপাকে পড়েছে জেলার কৃষি ও পরিবহন সেক্টরের লক্ষাধিক মানুষ৷ চাষীরা বিভিন্ন উপজেলা থেকে ফল নিয়ে ঘাটে এলেও ক্রেতার অভাবে তা বিক্রি করতে পারছেন না৷ অন্যদিকে পরিবহন সঙ্কটের কারণে বেপারিরা পণ্য ক্রয় করছেন না৷ তাই চাষিরা অনেক টাকা লোকশানের আশঙ্কা করছে৷ নির্দিষ্ট সময়ের মধ্যে ফল বিক্রি করতে না পারলে তা বাগানেই পচে নষ্ট হবে৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ