1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কথোপোকথন

১৯ জুন ২০১২

সম্প্রতি বাংলাদেশে বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকে কারাবন্দী করা হয়৷ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের মধ্যে অন্যতম৷ বিএনপি’র ভবিষ্যত কর্মকাণ্ড, আন্দোলন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু?

ছবি: DW

বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপি অনেক আগে থেকেই করে আসছে এবং আওয়ামী লীগ তা গ্রাহ্য করছে না৷ সেক্ষেত্রে বিএনপি'র কি বিকল্প চিন্তা ভাবনা রয়েছে, নাকি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি অনড় থাকবে? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনের দাবি আমাদের দেশের সংবিধানে ছিল৷ এই সরকার ক্ষমতায় আসার পূর্বে নির্বাচনের কোনো মেনিফেস্টোতে এই তত্ত্বাবধায়ক সরকার নীতির পরিবর্তন করার কোনো দাবি ছিল না৷ এই সরকার আসার পরে যে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছিল, তাদের কাছেও আওয়ামী লীগ নিজেরাই গিয়ে বলে এসেছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে৷ কিন্তু একটি রায়কে কেন্দ্র করে এই বিধানটিকে তারা পাল্টে দিয়েছে৷ যেটা কোনো পূর্ণাঙ্গ রায় নয়, যা এখনো পূর্ণাঙ্গ রায় রূপে প্রকাশ হয়নি৷ এবং আগামী দুটো নির্বাচনও তত্ত্ববধায়ক সরকারের অধীনে করার জন্য সেই রায়তে বলা হয়েছিল৷''

মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সরকার সম্পূর্ণ দলীয় কারণে এবং আগামী নির্বাচনে যেহেতু তারা জনগণের আস্থা হারিয়েছে ও তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন করলে তারা যেহেতু জয়ী হতে পারবে না - সেই কারণেই বিধানটিকে বাদ দিয়ে এই দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধানটিকে সংবিধানে সন্নিবেশিত করেছে তারা৷ যেটা এই দেশের মানুষ মেনে নেয়নি৷ কোনো রাজনৈতিক দলও মেনে নেয়নি৷ সেই কারণেই বিএনপি নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনড় রয়েছে৷

সাক্ষাৎকার: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ