1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
পরিবেশউত্তর অ্যামেরিকা

মিলটনের দাপটে ১০ জনের মৃত্যু, বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন

১১ অক্টোবর ২০২৪

ফ্লোরিডার প্রশাসন জানিয়েছে, প্রায় ৩০ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। হারিকেন পূর্ব উপকূলে আটলান্টিক সাগরে পৌঁছে গেছে।

হারিকেন মিলটনের দাপট
মিলটনে তছনছ ফ্লোরিডাছবি: via REUTERS

সতর্কবার্তা আগেই জারি করা হয়েছিল। বলা হয়েছিল, শতাব্দীর ভয়ংকরতম ঝড় দেখতে চলেছে অ্যামেরিকা। হারিকেন মিলটন বৃহস্পতিবার দিনভর তার দাপট দেখিয়েছে ফ্লোরিডাজুড়ে। তবে সরকার জানিয়েছে, যতটা ক্ষতির আশঙ্কা করা হয়েছিল, কিছুটা হলেও তা আটকানো গেছে। তবে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিদ্যুৎহীন। এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফ্লোরিডার গভর্নর ডিস্যানটিস জানিয়েছেন, 'পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বহু জায়গা জলমগ্ন। বন্যায় নতুন করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। সরকার সবরকম ব্যবস্থা নিচ্ছে।'

আশঙ্কা করা হয়েছিল, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে টাম্বা বে অঞ্চল। সেখানে ঝড়ের দাপট থাকলেও যতটা ক্ষতি হবে মনে করা হয়েছিল, ততটা হয়নি। তবে ব্যারিয়ার আইল্যান্ডে মারাত্মক ক্ষতি হয়েছে। ভয়াবহ বন্যা হয়েছে সেখানে।

অ্যামেরিকার হোমল্যান্ড সিকিওরিটির কর্মকর্তা হোয়াইট হাউসে জানিয়েছেন, অন্তত ২৭টি টুইস্টার দেখা গেছে ফ্লোরিডায়। টর্নেডোর এই টুইস্টারগুলি সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

উপকূলবর্তী অঞ্চলে ঝড়ের দাপটে উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, গাছ। রাস্তা থেকে ট্রাক তুলে আছাড় মেরেছে ঝড়। সমুদ্র থেকে নৌকো ঝড়ের দাপটে ডাঙায় এসে আঁছড়ে পড়েছে।

লেক উড পার্ক হাউসে টর্নেডো শুরু হওয়ার পর ৩৭ বছরের ক্রিস্টাল কোলম্যান এবং তার ১৭ বছরের মেয়ে টয়লেটে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তারা জানিয়েছেন, এক সময় দেখতে পান, টয়লেটের ছাদ উড়ে গেল। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ''মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি।''

টাম্পা বে-তে বেসবল স্টেডিয়ামের চালও উড়িয়ে নিয়েছে ঝড়। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রশাসন জানিয়েছে, এখনো সমস্ত এলাকায় পৌঁছানো সম্ভব হয়নি। বন্যা শুরু হওয়ায় কোনো কোনো এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। তবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুতের কাজও শুরু হয়েছে। তবে বহু জায়গায় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় কাজে সময় লাগবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ